Yuvashree Prakalpa 2024 – পশ্চিমবঙ্গের যুবশ্রী প্রকল্পে 1500 টাকা পেলেন অনেকে। আপনিও এই টাকা পেতে এইভাবে আবেদন করুন।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্প (Yuvashree Prakalpa) নিয়ে রাজ্যবাসীর জন্য সুখবর! নতুন বছরে অনেকের একাউন্টে ঢুকল টাকা। রাজ্য সরকারের (EMPLOYMENT BANK Government Of West Bengal) এক প্রকল্পে ৫০০ নয়, ১০০০ নয়, এবার নগদ ১৫০০ টাকা করে পেলেন প্রত্যেকে। তাহলে আপনি কি এই টাকা পেয়েছেন? সেটা জানতে হলে যুবশ্রী প্রকল্প নতুন লিস্ট (EMPLOYMENT BANK Yuvashree Prakalpa new list) দেখে নিন।
সেই সাথে এবারে যারা এই টাকা পেতে চান,তাদের নতুন আবেদন করার সময় এসেছে। এবারে আপনিও পেতে পারেন যুবশ্রী প্রকল্পের টাকা। এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন? কারা আবেদন করতে পারবেন? কি কি লাগবে, জেনে নিন।

Yuvashree Prakalpa New Apply Process.

যুবশ্রী প্রকল্প নতুন লিস্ট

এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা গুরুত্বপূর্ণ প্রকল্প গুলির মধ্যে অন্যতম হলো যুবশ্রী প্রকল্প (EMPLOYMENT BANK Yuvashree Prakalpa). এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার রাজ্যের বেকার যুবক যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা দিয়ে থাকেন। রাজ্যের প্রতিটি ছেলে মেয়ে যারা বর্তমানে কলেজ বা অন্যান্য কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন অথবা কোন ট্রেনিংয়ের সঙ্গে যুক্ত আছেন। ২০২৩ সালে যারা আবেদন করেছেন, যোগ্য প্রার্থীরা ইতিমধ্যেই টাকা পেতে শুরু করেছেন।

আবার নতুন বছরে যারা আবেদন করবেন তাদের পড়াশোনার সমস্ত ব্যয়ভার বহন করার জন্য মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) এই বিশেষ প্রকল্পের ব্যবস্থা। এর মাধ্যমে এখনো পর্যন্ত উপকার পেয়েছেন রাজ্যের কোটি কোটি প্রার্থী। রাজ্যের সকল বর্গের মানুষদের জন্য এই প্রকল্প শুরু করা হয়েছে সরকারের পক্ষ থেকে। নিচে এই Yuvashree Prakalpa যোগ্যতা, আবেদন পদ্ধতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিতভাবে বর্ণনা দেওয়া হলো।

কারা সুবিধা পাবেন?

  • ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই এই রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তার প্রথাগত শিক্ষা বা কোনো প্রশিক্ষণ অনুসরণ করতে হবে ।
  • আবেদনকারী প্রার্থীর অবশ্যই এমপ্লয়মেন্ট ব্যাংকে একটি রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে অর্থাৎ একটি Employement Exchange Card থাকা আবশ্যক।
  • আবেদনকারী প্রার্থীর নিজের নামে একটি সক্রিয় ব্যাংক একাউন্ট (Yuvashree Prakalpa) থাকতে হবে।
  • প্রার্থীর বয়স অবশ্যই হতে হবে ১৮ বছরের ওপরে।

নতুন আবেদনকারীরা এবার থেকে যুবশ্রী প্রকল্পে EMPLOYMENT BANK Website থেকে অনলাইনে বাড়িতে বসেই আবেদন করতে পারবেন। এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন (Yuvashree apply online 2024), স্টেপ বাই স্টেপ দেখে নিন।

যুবশ্রী প্রকল্পে আবেদনের প্রক্রিয়া

  • প্রার্থীদের সর্ব প্রথম যুবশ্রী প্রকল্পের (Yuvashree Prakalpa) অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • এরপর Yuvashree Prakalpa লেখা লিংকের উপর ক্লিক করে প্রার্থীদেরকে Jobseeker > New Enrollment সেকশনে চলে আসতে হবে।
  • তারপর রেজিস্ট্রেশন ফর্মে নির্দিষ্ট সকল তথ্য সঠিকভাবে এন্ট্রি করতে হবে।
  • এই রেজিস্ট্রেশন ফর্মে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

Yuvashree Prakalpa online apply 2024

  • এরপর সেই রেজিস্ট্রেশন ফর্মটি সাবমিট করলে প্রার্থীদেরকে অনলাইনে একটি রসিদ দেওয়া হবে যেটিতে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড লেখা থাকবে। সেই রেজিস্ট্রেশন ফর্ম এবং তার সঙ্গে দেওয়া রসিদটি প্রিন্ট করে নিতে হবে।
  • সেটি নিয়ে প্রার্থীকে চলে যেতে হবে তার নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ (EMPLOYMENT Exchange Office) এর অফিসে।
  • সেখানে গিয়ে উপরোক্ত রেজিস্ট্রেশন ফর্ম এবং রশিদটি জমা করলে প্রার্থীদের মোবাইলে একটি ওটিপি যাবে।
  • OTP ভেরিফিকেশন এর পর সংশ্লিষ্ট অফিস থেকে প্রার্থীদের EMPLOYMENT BANK এর এমপ্লয়মেন্ট নম্বর এবং পাসওয়ার্ড লেখা একটি কার্ড দেয়া হবে। এটিই হল এক্সচেঞ্জ এর কার্ড (Yuvashree Prakalpa).
Yogyashree Scheme (যোগ্যশ্রী প্রকল্প)

আবেদনের জন্য কি কি নথিপত্র লাগবে

১) এক কপি রঙিন পাসওয়ার্ড সাইজ ফটো যার নিচে সিগনেচার করা থাকবে (Yuvashree Prakalpa).
২) এক কপি ফটো আইডি প্রুফ হিসেবে আধার বা ভোটার বা রেশন কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি।
৩) শিক্ষাগত যোগ্যতার প্রমাণাদি।
৪) জাতি গত শংসাপত্র।

৫) আবেদনকারীর একটি সক্রিয় নিজস্ব ব্যাংক একাউন্টের পাস বইয়ের প্রথম পাতার জেরক্স।
৬) এছাড়াও বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড (Madhyamik Admit Card) বা আধার কার্ড (Aadhaar Card).
৭) প্রার্থীর সংশ্লিষ্ট পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির একটি স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট।
আবেদন করার পর আবেদন পত্রের প্রাপ্তিস্বীকার বা রিসিপ্ট রেখে দেবেন।

আবার চালু হলো সেবা সখী প্রকল্প। এই প্রকল্পে প্রতিমাসে প্রায় ৮৫০০ টাকা দেবে রাজ্য সরকার।

আবেদনের জন্য শেষ তারিখ

পশ্চিমবঙ্গ সরকারের (Government Of West Bengal) পক্ষ থেকে চালু করা এই যুবশ্রী প্রকল্পে (Yuvashree Prakalpa) আবেদন করার জন্য নির্দিষ্ট কোন সময় ধার্য করা হয়নি। এখানে প্রার্থীরা যখন খুশি আবেদন করতে পারেন। তবে শুধুমাত্র উপরোক্ত যোগ্যতা গুলি থাকলে তবেই তিনি এখানে আবেদন এবং সুবিধা লাভের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
এই বিষয়ে আরও তথ্যের জন্য EK24 News ফলো করুন।
এই বিষয়ে কোনও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন।
Written by Nabadip Saha.

প্রধানমন্ত্রীর ‘স্বর্ণিমা প্রকল্পে’ 2 লক্ষ টাকা দিচ্ছে। এই টাকা কারা পাবেন?

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment