নতুন বছরের শুরুতেই E Shram Card বা ই শ্রম কার্ড নিয়ে এক বড় খবর পাওয়া যাচ্ছে। দেশের সকল খেটে খাওয়া অসহায় মানুষদের জন্য নতুন বছরের বিশেষ উপহার। কেন্দ্রীয় সরকারের শ্রম কার্ডের কথা আমরা সকলেই জানি। এবার এই কার্ডের সম্পর্কেই আরো একটি বড়ো ঘোষণা শোনা গেছে কিছুদিন আগে। এই কার্ডের আওতায় যেসকল শ্রমিক শ্রেণীর মানুষ নিজেদের নাম নথিভুক্ত করেছেন বা আগামীকালে করতে চলেছেন তাদের নাকি প্রতিমাসে নগদ ৩০০০ টাকা ভাতা প্রদান করবে সরকার।
E Shram Card Online Apply Process.
এক সমীক্ষা মারফত জানা গেছে দেশের কয়েক কোটিরও বেশি মানুষ এই E Shram Card অধীনে সুবিধা লাভ করছেন। সূত্রের খবর, শ্রম কার্ডের মাধ্যমে কেন্দ্রের (Central Government) এই ভাতার সুবিধা সকলেই পেতে চলেছেন। কিন্তু কবে থেকে দেওয়া শুরু হবে এই ভাতার সুবিধা? কিভাবে আবেদনই বা জানাতে হবে এর জন্য? বিস্তারিত দেখে নেওয়া যাক।
E Shram Card কি?
বিভিন্ন অংসগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সুবিধার জন্য বিশেষ প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকারের। ২০২১ সালের অগাস্ট মাসে শুরু হয়েছে Shramik Card প্রকল্প। এই প্রকল্পের (Government Scheme) আওতায় যারা নাম নথিভুক্ত করেন তাদেরকে দেওয়া হয় ই শ্রম কার্ড। এই প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য হল বিভিন্ন ক্ষেত্রের যত অংসগঠিত শ্রমিক বা কর্মী আছেন তাদের তালিকা করা। এই ই শ্রমকার্ড থাকলে ৬০ বছর বয়সের পরে থেকে পেনশন পাওয়া যায়। মেলে নানা রকম আর্থিক সুবিধা এবং সুরক্ষাও। এই কার্ড পাওয়ার জন্য আবেদন করতে হয় ই-শ্রম যোজনায়।
E Shram Card কি কি সুবিধা পাওয়া যায়?
- ৬০ বছর হয়ে গেলে প্রতিমাসে ৩০০০ টাকা পেনশন পাবেন নথিভুক্ত অংসগঠিত কর্মীরা।
- ওই কার্ড হোল্ডার শারীরিকভাবে অক্ষম হলে ১ লাখ টাকা এবং মারা গেলে ২ লাখ টাকার Death Insurance পাওয়া যায়।
- সেই সঙ্গে ওই পরিবারের শিশুদের বিনামূল্যে বাই সাইকেল, সেলাই মেশিন ইত্যাদি দেওয়া হয়।
- এছাড়াও UAN নম্বরসহ আরও কিছু সুবিধা পাওয়া যায়।
- রেশন কার্ডের সঙ্গে E Shram Card লিঙ্ক করা থাকলে, অন্য রাজ্যেও মেলে এর সুবিধা।
E Shram Card কারা আবেদন করতে পারবে?
- ১৬ থেকে ৫৯ বছর বয়সীরা এই প্রকল্পের সুবিধার জন্য আবেদন করতে পারেন।
- যারা আবেদন করবেন তাদের অংসগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিক হতে হবে।
- যারা আয়কর দেন বা EPFO এবং ESIC র জন্য নথিভুক্ত তারা এই সুবিধা পাবেন না।
E Shram Card আবেদনের জন্য কি কি নথিপত্র প্রয়োজন?
- আধার কার্ড (Aadhaar Card).
- পাসপোর্ট সাইজ ফটো।
- PAN Card (না থাকলে কোনো সমস্যা নেই)।
- ব্যাংক একাউন্টের বিবরন (Bank Account Number).
- মোবাইল নাম্বার (Mobile Number).
E Shram Card কিভাবে আবেদন করবেন?
- প্রথমে আপনাকে ই-শ্রম পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে www.eshram.gov.in যেতে হবে।
- এর হোম পেজে গিয়ে (Register On e-Shram) বিকল্পে ক্লিক করুন।
- রেজিষ্ট্রেশন ফর্ম খুলে যাবে, এই পেজে আপনার আধার লিঙ্কড মোবাইল নাম্বার, Captcha Code, ইপিএফও (EPFO) এবং ইএসআইসি (ESIC) মেম্বার স্ট্যাটাস নির্বাচন করুন।
- এখন আপনার মোবাইল নাম্বারে OTP পাঠানোর জন্য Send OTP বিকল্পে ক্লিক করুন।
- আপনার মোবাইল নাম্বারে পাঠানো OTP টি লিখুন।
- এখন আবেদন ফর্মটিকে সম্পূর্ন পূরণ করুন, যেখানে আপনার নাম, ঠিকানা, বয়স, স্যালারি লিখতে হবে।
- ফর্ম সম্পূর্ন পুরন করার পর আপনাকে এর সাথে প্রয়োজনীয় ডকুমেন্টসও আপলোড করতে হবে।
- এখন এরপর Submit বিকল্পে ক্লিক করুন। আপনার E Shram Card Registration প্রক্রিয়া সফলভাবে পাঠানো হয়ে গেছে।
বড়দিনে নরেন্দ্র মোদীর নতুন প্রকল্প চালু। এই কাগজ থাকলেই টাকা পাবেন।
E Shram Card বা ই শ্রম কার্ড শুধুমাত্র দেশের সকল অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য শুরু করা হয়েছে। কিন্তু এই প্রকল্পটি অনেক দিন আগেই শুরু করা হয়েছিল। কিন্তু সঠিক তথ্য না জানার জন্য অনেকেই এই আবেদন করে উঠতে পারেননি। তাই এই সকল মানুষদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের কোন কিছু বুঝতে সমস্যা হলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
Written by Nabadip Saha.