পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষকদের (WB School Teacher) জন্য Utshashree Portal বা উৎসশ্রী পোর্টাল খোলা হয়েছিল, মূলত শিক্ষকদের বাড়ির কাছের স্কুলে বদলি করার লক্ষ্যে। আর এই পদ্ধতি মেনে প্রায় কয়েক লক্ষ শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী নিজের পছন্দের স্কুলে বদলী হয়েছেন। কিন্তু বদলি হয়ে যাওয়ার পর দেখা গেছে, বহু গ্রামের স্কুল শিক্ষক শূন্য হয়ে পড়েছে। কিম্বা প্রয়োজনের তুলনায় অনেক কম শিক্ষক রয়েছেন। আর এই সমস্যা নিরসনে আপাতত শিক্ষকদের বদলী প্রক্রিয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত Utshashree Portal বা উৎসশ্রী পোর্টাল ও বন্ধ থাকবে। যার জেরে সমস্যায় পড়তে চলেছেন বহু শিক্ষক।
Utshashree Portal Teacher Transfer Will Suspended For 6 Months.
এই পোর্টাল বন্ধ হওয়ার ফলে এখন থেকে শিক্ষকরা আর নিজেদের এলাকায় শিক্ষকতার জন্য আবেদন জানাতে পারবেন না। ফলে এখন রাজ্য সরকার তাদেরকে যত দূরেই বদলি দিক না কেন, সেখানে গিয়েই চাকরি করতে হবে।
কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত?
আবার কবে খুলবে এই পোর্টাল?
সে সম্পর্কে বার্তা দিয়েছে শিক্ষা দপ্তর (WB Education Department). জানা গিয়েছে, এক্ষেত্রে রাজ্য সরকার (Government Of West Bengal) আগামী ছয় মাসের জন্য বন্ধ রাখতে চলেছে এই উৎসশ্রী পোর্টালটি (Utshashree Portal).
এই ছয় মাস কোন শিক্ষক আর লগইন করতে পারবেন না নিজেদের একাউন্টে। সেক্ষেত্রে কোন সুবিধাও মিলবে না এই Utshashree Portal এর। স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) এই সম্পর্কে অনুরোধ জানিয়েছিল রাজ্যে শিক্ষা দপ্তরের কাছে। সেটিকে মান্যতা প্রদান করেই এবার এই সিদ্ধান্ত নিল স্কুল শিক্ষা দপ্তর। আর পশ্চিমবঙ্গের সকল শিক্ষকদের এই সম্পর্কে জেনে নেওয়া উচিত।
কি কারনে বন্ধ হল উৎসশ্রী পোর্টাল?
এক সাথে বহু শিক্ষক শিক্ষক বদলী হওয়ার ফলে একাধিক জটিলতা সৃষ্টি হয়েছে, যার কারণে বর্তমানে বন্ধ রাখা হয়েছে এই Utshashree Portal এর কাজ। জানা যাচ্ছে, স্কুল সার্ভিস কমিশন (WBSSC) নাকি শিক্ষা দপ্তরে চিঠি দিয়ে জানিয়েছে যে শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া এখনো শেষ হয়নি। আর যতদিন না হয়, ততদিন পর্যন্ত এই পোর্টাল (Utshashree Portal) বন্ধ রাখা হোক। সেই কারণেই এই কাজ করা হয়েছে। এসএসসি (সাধারণ বদলি, বিশেষ ক্ষেত্রে বদলি, স্থানান্তর) ২০১৫ সালের নীতি মেনে এই সিদ্ধান্ত।
সূত্রের খবর, এর আগেও নাকি বহুবার বন্ধ হয়েছে উৎসশ্রী পোর্টাল (Utshashree Portal). সে গুলির পেছনেও ছিল একাধিক আইনি জটিলতা। হাইকোর্টে বহুবার এই পোর্টালের বিভিন্ন দুর্নীতি নিয়ে কেস উঠেছে। অভিযোগ ছিল যে ব্যবহারকারীরা নাকি অপব্যবহার করছেন এই উৎসশ্রী প্রকল্পের। সে কারণেই কোর্ট মাঝে মধ্যে স্থগিত করে দেয় এই পোর্টালের কাজ। আর এবারে WB SSC অনুরোধে শিক্ষা দপ্তর তা করল।
অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ এর রাজ্য সম্পাদক চন্দন গড়াই বলেন, “স্কুল সার্ভিস কমিশনের দু বছরের নিয়োগ আটকে রয়েছে এখনো। সেই জন্যই শিক্ষা দপ্তর ছয় মাসের জন্য বন্ধ করেছে Utshashree Portal. যদিও তা করার কোন কারণ ছিল না। কিন্তু সঠিক পরিকল্পনার অভাবেই পোর্টাল বন্ধ রাখতে হয়েছে বলে আমার মনে হয়।”
শিক্ষকদের গ্রামের স্কুলে পড়াতে হবে
এদিকে পশ্চিমবঙ্গ সরকার যে রাজ্য শিক্ষানীতি (Education Policy) প্রকাশ করেছে, সেখানে বলা রয়েছে, প্রত্যেক শিক্ষক কে অন্তত ৫ বছর গ্রামের স্কুলে পড়াতে হবে। অর্থাৎ কোনও শিক্ষক শহরের স্কুলে শিক্ষকতা করলেও তাঁকে ৫ বছরের জন্য গ্রামে যেতে হবে। গ্রামে ইংরাজি মাধ্যম স্কুল বা সেন্ট্রাল স্কুল কম। তাই বাংলা মাধ্যমের স্কুলই পড়াশোনার একমাত্র মাধ্যম। আর সেইখানেই যদি শিক্ষক কম থাকে তবে খুবই সমস্যার কারন। তাই আগামীতে বাড়ির কাছে বদলীর চেয়ে গ্রামের স্কুলে শিক্ষক ছাত্রের অনুপাত (PTR) এর সাম্য বজায় রাখাই প্রধান লক্ষ্য হবে।
পিএম শ্রী স্কুল প্রকল্পে অনীহা পশ্চিমবঙ্গ সরকারের!! বাচ্চারা এই সুবিধা থেকে বঞ্চিত হল।
আবার কবে খুলবে পোর্টাল
এদিকে রাজ্য শিক্ষা দপ্তর জানিয়েছে, শিক্ষকদের চিন্তা করার কোন কারণ নেই। Utshashree Portal মাত্র ছয় মাসের জন্য বন্ধ রাখা হয়েছে, সারা জীবনের জন্য নয়। আগামী ২০২৪ সালের ৩০ শে জুন পর্যন্ত বন্ধ থাকবে এই পোর্টাল। এই সময় সীমার পর ফের খুলে দেওয়া হতে পারে। আর যদি পোর্টাল ফের চালু হয়, তখন আগের মত শিক্ষকরা আবার নিজেদের একাউন্টে লগইন করতে পারবেন এবং সুবিধা পাওয়ার জন্য আবেদন জানাতে পারবেন।
Written by Nabadip Saha.