LIC Policy – LIC এর বাম্পার পলিসি। হাতখরচের টাকা জমিয়ে প্রতিমাসে পান সারাজীবন 11000 টাকা।

পারিবারিক সুরক্ষার জন্য প্রতিটি পরিবারে LIC Policy থাকা খুব প্রয়োজনীয়। LIC যেহেতু একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা তাই এখানে অর্থ বিনিয়োগ করলে নিশ্চিত ফেরত পাওয়া যায় বলেই সকলে এইখানে নিশ্চিত বিনিয়োগ করে। তাই সাধারণ মানুষরা পোস্ট অফিস, ব্যাংকের পাশাপাশি LIC কে বেছে নেন অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রে। আজকে আমরা এলআইসির একটি দুর্দান্ত পেনশন প্ল্যান সম্পর্কে আলোচনা করব যার মাধ্যমে ১২০০০ টাকা পর্যন্ত পেনশন পাওয়া যেতে পারে।

LIC Policy Gives You Pension Every month.

এলআইসির জীবন সরল প্ল্যান হল (LIC Policy Jeevan Saral Plan) একটা এনডাউমেন্ট প্ল্যান। এনডাউমেন্ট হওয়ার ফলে একজন বিনিয়োগকারী অর্থের পরিমাণ এবং প্রিমিয়াম পরিশোধের মাধ্যমের বিকল্প বেছে নিতে পারেন। আর এর সুবিধা আমৃত্যুকাল পর্যন্ত উপভোগ করা যায়। এই বীমা করতে গেলে গ্রাহকের বয়স হতে হবে ৪০ থেকে ৮০ বছরের মধ্যে থাকতে হবে।

LIC ওয়েবসাইট থেকে জানা যায় এলআইসি জীবন সরল প্ল্যান (LIC Policy) হল স্ট্যান্ডার্ড অ্যানুইটি প্ল্যান। ইনস্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (IRDAI) এর নির্দেশিকায় বলা হয়েছে যে সমস্ত গ্রাহকরা এলআইসির জীবন সরল প্ল্যান বেছে নেবেন তাদের সকলের জন্য একই শর্তাবলী প্রযোজ্য হবে। গ্রাহকরা এই প্ল্যানে অ্যানুইটির ধরণ বেছে নিতে পারবেন।

অ্যানুইটির মানে হল জীবনে একবার প্রিমিয়াম (LIC Policy Premium) দিতে হবে এবং তার লাভ সারাজীবন গ্রাহকটি ভোগ করবে। অনলাইন এবং অফলাইন উভয় ভাবেই এই পলিসি কিনতে পারবেন। আর বাকি সকল LIC Policy গুলোর তুলনাতে আপনারা কিছু কিছু দিকে আপনারা আরও বেশি সুবিধা পাবেন এই পলিসিতে। কিন্তু সব কিছু বুঝে নিয়ে তবেই আপনারা বিনিয়োগ করবেন।

এলআইসি জীবন সরল প্ল্যানের সুবিধাগুলি কি কি

  • এই পেনশন প্ল্যান এর ক্ষেত্রে বিনিয়োগকারী একবার LIC Policy জমা দিয়ে প্রতি মাসে ১২০০০ টাকা পর্যন্ত পেনশন পাওয়ার সুবিধা নিতে পারবেন।
  • পলিসি হোল্ডার মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক অথবা বার্ষিকভাবে পেনশনের মেয়াদ বেছে নিতে পারবেন।
  • এই প্ল্যানটি সিঙ্গেল প্ল্যান‌ নামেও খোলা যায় আবার জয়েন্ট ভাবেও কেনা যেতে পারে।
  • পলিসি হোল্ডারের মৃত্যুর পর জয়েন্টে থাকা ব্যক্তিটি পেনশন পাবেন। দ্বিতীয় ব্যক্তির মৃত্যুর পর পলিসিটিতে যিনি নমিনি আছেন তিনি প্রিমিয়ামের টাকা সম্পূর্ণরূপে ফেরত পাবেন।
SBI Banking (স্টেট ব্যাংক ব্যাংকিং)

Benefits of LIC Plan

এই পেনশন যোজনায় দুটি বিকল্প পাওয়া যায় – ক্রয়মূল্যের ১০০ শতাংশ রিটার্ন ও লাইফ অ্যানুইটির সুবিধা, গ্রাহকের মৃত্যুর পরে ক্রয়মূল্যের ১০০ শতাংশ রিটার্ন সহ জয়েন্ট লাইফ লাস্ট সারভাইভার অ্যানুইটি। ক্রয়মূল্যের ১০০ শতাংশ রিটার্ন ও লাইফ অ্যানুইটির সুবিধার ক্ষেত্রে LIC Policy হোল্ডার যতদিন বেঁচে থাকবেন ততদিন তিনি পেনশন (LIC Pension Policy) পাবেন কিন্তু তার মৃত্যুর পর নমিনি ব্যক্তিটি প্রিমিয়ামের টাকা ফেরত পাবেন।

দেশের নাগরিকদের জন্য LIC এর সর্বশ্রেষ্ঠ পলিসি। একবার বিনিয়োগে সারা জীবন নিশ্চিত রিটার্ন।

অপরদিকে যদি জয়েন্ট ব্যক্তির নামে পলিসিটি (LIC Policy) করা হয় সে ক্ষেত্রে প্রথম জনের মৃত্যুর পর দ্বিতীয় জনের মৃত্যু হলে নমিনি ব্যক্তিটি প্রিমিয়ামের সমস্ত মূল্য ফেরত পেয়ে যাবেন। আপনারা এই পলিসি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে ভারতীয় জীবন বীমা নিগমের (LIC) অফিসিয়াল ওয়েবসাইট বা কোন এজেন্ট এর কাছ থেকে জেনে নিতে পারবেন।
Written by Nupur Chattopadhyay.

রান্নার গ্যাসের ভর্তুকি কোন মাসে কত টাকা পাচ্ছেন? আদৌ পাচ্ছেন তো?

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment