শুরু হল ডিসেম্বর মাস। ডিসেম্বর মাস শেষ হলেই আবার একটা নতুন বছর। বিদায় নেবে ২০২৩ আগমন হবে ২০২৪ সালের। এই নতুন বছরের জন্য কি কি নিয়ম নতুনভাবে চালু হচ্ছে সেই নিয়েই আজকের প্রতিবেদনে আলোচনা করা হবে। সম্পূর্ণ বিষয়টি বিস্তারিত ভাবে জানতে প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন। মাসের শুরুতে এই সম্পর্কে আপনারা জেনে নিতে পারলে সুবিধা হবে আপনার।
Government Rules Change In December 2023.
Google Account ক্ষেত্রে নিয়ম বদল:-
বহু মানুষ আছে যারা মেল আইডি খুলেও বহুদিন সেই মেইল আইডি ব্যবহার করেনা। সম্প্রতি গুগল তাদের তৈরি মেল আইডি বিষয়ে নতুন নিয়ম চালু করার কথা ঘোষণা করেছে। গুগল একাউন্ট (Google Account) যারা ব্যবহার করেন না তাদের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে এই কর্তৃপক্ষ। যে ব্যক্তি জিমেইলে মেল অ্যাকাউন্ট খুলেও দু বছরের বেশি সময় ধরে তা ব্যবহার করেনা।
এই রকম কাজটি করার জন্য তাদের জিমেইল একাউন্টটি (Gmail Account) নিজের থেকেই ডিলিট হয়ে যাবে বলে জানিয়েছে গুগুল কর্তৃপক্ষ অর্থাৎ যদি কারোর জিমেইল একাউন্ট দীর্ঘদিন ব্যবহার না করা হয় তাহলে তাড়াতাড়ি সেটা ব্যবহার করে ফেলুন নাহলে এটি ডিলিট করে দেবে গুগল কর্তৃপক্ষ। আমাদের দেশের কোটি কোটি মানুষের গুগেল একাউন্ট আছে। আর সময় মত সতর্ক না হলে আপনাদের সমস্যা হতে চলেছে।
রান্নার গ্যাসের দাম পরিবর্তন (LPG Gas Price)
সাধারণত মাসের প্রথম সপ্তাহে গ্যাসের দাম উঠানামা করতে দেখা যায়। কিছুদিন আগে দেখা গেছে রান্নার গ্যাসের দাম কম হতে। তবে যদি সম্পূর্ণ বছরের গ্যাসের দাম ওঠানামার দিকে তাকানো হয় তবে দেখা যাবে গ্যাসের দাম কমার থেকে বেড়েছে বেশি। এই বছরে একবার গ্যাসের দাম কমেছে আর বেড়েছে চারবার। গত ৩০ দিনে দু’বার বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম পরিবর্তন হয়েছে। সেই কারণে ডিসেম্বরে গ্যাসের দাম অপরিবর্তিত রয়ে যেতেও পারে মনে করছে বিশেষজ্ঞরা।
সিম কার্ড কেনার ক্ষেত্রে নয়া নিয়ম (SIM Card New Rule)
আগে ভোটার কার্ড (Voter Card) জমা দিলেই সিম কার্ড পাওয়া যেত। এই সিম কার্ড নিয়ে বহু জালিয়াতির সঞ্চার হতে দেখা গেছিল। একজনের নামে বহু সিম কার্ড বিক্রি হত। কিন্তু সরকার কিছুদিন আগে নিয়ম করেছে সিম কার্ড নিতে গেলে ব্যবহার করতে হবে আধার কার্ড। এবার সিম কার্ড জালিয়াতির (SIM Card Fraud) প্রতারণা কে বন্ধ করার জন্য কেন্দ্র সরকারের নিয়ম আর একটু কড়া হতে চলেছে।
যারা নতুন সিম কার্ড কিনবেন তাদের বাধ্যতামূলকভাবে ভেরিফিকেশন করাতে হবে। যদি কোনো ব্যক্তি ভেরিফিকেশন না করান অর্থাৎ এই নিয়ম না মানেন করেন তবে তাকে দশ লক্ষ টাকার ফাইন পর্যন্ত দিতে পারে। অপর দিকে বাণিজ্যিক কারণ ছাড়া একজন ব্যক্তির নামে বহু সিম কার্ড ব্যবহার করা যাবে না। আর এই সকল নিয়ম আপনারা সতর্ক হয়ে পালন করবেন, নইলে সমস্যা আরও বৃদ্ধি হতে পারে।
Written by Nupur Chattopadhyay.
PMGKAY Scheme – ফ্রি রেশন নিয়ে মোদীর বড় ঘোষণা। জানুয়ারী থেকে রেশনে আরও নতুন নতুন