ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় বীমা কোম্পানি হল ভারতীয় জীবন বীমা নিগম বা LIC Loss. এই বীমা কোম্পানিটি ভারত সরকারের অধীনস্থ বীমা সংস্থা। সর্ব প্রথম এই সংস্থা ১ লা সেপ্টেম্বর ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল, আর রি সংস্থা স্থাপন করার মূল উদ্দেশ্যে ছিল দেশের সকল গরিব মানুষদের বীমা কভারেজের আওতায় নিয়ে আসা। কিন্তু বর্তমানে এই কোম্পানি এক বিনিয়োগের সেরা মাধ্যমে রূপান্তরিত হয়েছে। কোটি কোটি মানুষ ভরসা করে প্রতিনিয়ত এখানে বহু টাকা ইনভেস্ট করে থাকেন।
LIC Loss Details In 2023.
এবার LIC এর মুনাফাতে বড় ধস (LIC Loss) নেমেছে। এই বছরের দ্বিতীয় ত্রৈমাসীকে LIC এর মুনাফা কমে গিয়েছে। আগের মুনাফা থেকে মুনাফা কমে তা অর্ধেকে পরিণত হয়েছে। শুক্রবার রেগুলেটরি ফাইলিংয়ের মাধ্যমে LIC কর্তৃপক্ষরা এই তথ্য জানিয়েছে। চলতি বছরের গোড়ার দিকে বহু প্রশ্নের মুখে পড়তে হয়েছিল জীবন বিমা সংস্থাকে। আদানি গোষ্ঠীতে এলআইসির বিনিয়োগ কতটা সুরক্ষিত সেই প্রশ্নও তুলেছিল অনেকে।
তারপরে মুনাফায় ধস (LIC Loss) নামায় অনেক ব্যক্তির মনেই ভয় এবং কৌতূহলের সঞ্চার হয়েছে। এই প্রসঙ্গে তৃণমূলের নেতা সুখেন্দু শেখর রায় বলেছেন নরেন্দ্র মোদির জামানায় ভারতের রাষ্ট্রীয় সংস্থা গুলিকে প্রতি নিয়ত দুর্বল করে দেওয়া হচ্ছে। সুখেন্দু বাবু স্পষ্ট ভাবে জানিয়েছেন “বাজারি অর্থনীতির কুপ্রভাব। যে বাজারি অর্থনীতি মোদী সরকার আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে, তার কারণে এলআইসি-র মতো সংস্থা ক্ষতির (LIC Loss) মুখে ঢলে পড়ছে।
জীবনের বিমার জন্য যে সংস্থার উপর কোটি কোটি মানুষ ভরসা করত, এখন তাঁদেরই বিমা দরকার। গত আর্থিক বছরে প্রথম দুই ত্রৈমাসিকে এলআইসির মুনাফা ছিল ১৫৯৫২ কোটি টাকা। এই বছর অর্থাৎ ২০২৩ সালে দ্বিতীয় ত্রৈমাসিকের শেষে, সেপ্টেম্বরের ৩০ তারিখ পর্যন্ত এলআইসি মুনাফা কমে দাঁড়িয়েছে (LIC Loss) ৭৯২৫ কোটি টাকা। মুনাফার পাশাপাশি এলআইসির আয়ও কমেছে। এলআইসি এইবার আয় করেছে ১,০৭,৩৯৭ কোটি টাকা।
গতবার তাদের আয়ের পরিমাণ ছিল দুই ত্রৈমাসিকে ১,৩২,৬২১ কোটি টাকা। এইবার এলআইসির মোট আয় হয়েছে ২,০১,৫৮৭ কোটি টাকা। গতবার এলআইসির আয় হয়েছিল মোট ২,২২,২১৫ কোটি টাকা। জীবন বীমা সংস্থার মুনাফা কমে যাওয়ার কারণ হিসেবে ওই সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে প্রিমিয়াম বাবদ আয় ও কমেছে জীবন বিমার। ১৮ শতাংশ নিট আয় কমেছে। এই সমস্ত কারণেই এলআইসির মুনাফায় ধস (LIC Loss) নেমেছে।
Dearness Allowance – সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করলো রাজ্য সরকার!! কতটা বেতন বাড়বে?
এই মুনাফা বাড়ানোর জন্য নন-পার্টিসিপেটিং ফান্ড থেকে ৬২৭৭ কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে। কিন্তু এই নিয়ে গ্রাহকদের কোন ধরণের চিন্তা করতে হবে না বলে জানানো হয়েছে। সেই জন্য দেশের সকল গ্রাহকদের LIC (Life Insurance Corporation Of India) এর এই ক্ষতি নিয়ে কোন ধরণের চিন্তা করতে হবে না বলেই মনে করছেন অনেক আর্থিক বিশেষজ্ঞরা।
Written By Nupur Chattopadhyay.
Mobile Id Card – প্রত্যেক মোবাইলের জন্য দেওয়া হবে আলাদা আইডি নম্বর। লিংক না করলে