Ration Items List – দীপাবলি, কালীপুজো ও ছটপুজো উপলক্ষে রাজ্যবাসীকে অতিরিক্ত রেশন দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

পশ্চিমবঙ্গের সকল রেশন গ্রাহকদের অতিরিক্ত রেশন (Ration Items List) দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হল রাজ্য সরকারের তরফে। রেশন কার্ড (Ration Card) আমাদের দেশের ও রাজ্যের সকল মানুষের কাছে একটি অতি গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র এবং বিনামূল্যে খাদ্যসামগ্রী পাওয়ার এক অন্যতম মাধ্যম। আর কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৫ বছরের জন্য সকল দেশবাসীকে বিনামূল্যে রেশন সামগ্রী (Ration Items List) দেওয়ার ঘোষণা করেছে।

Ration Items List Update In West Bengal.

এবারে পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) তরফে আসন্ন কালীপূজোর আগে অতিরিক্ত খাদ্য সামগ্রী (Ration Items List) বাড়িয়ে দেওয়ার ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গের চাকরিজীবীদের থেকে খেটে খাওয়া মানুষের সংখ্যা বেশি। আর এই খেটে খাওয়া মানুষদের জন্য এবার বড় ধরনের সুখবর শোনালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee). এবার খেটে খাওয়া মানুষদের আর অন্ন সংস্থানের জন্য চিন্তা করতে হবে না।

দীপাবলির মরশুমে অতিরিক্ত রেশনের (Ration Items List) সুবিধা দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal) তবে কোন রেশন কার্ডে কতটা রেশন পাওয়া যাবে তাই জানতে এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।পশ্চিমবঙ্গের দিনমজুরদের অন্নসংস্থানের যাতে অসুবিধা না হয় সেই জন্য করোনার সময় থেকে পশ্চিমবঙ্গ সরকার বিনামূল্যে রেশন দিয়ে আসছে।

এর পাশাপাশি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার (Pradhan Mantri Garib Kalyan Anna Yojana) মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ বিনামূল্যে রেশনের (Ration Items List) সুবিধা পেয়ে থাকে। সামনে আসতে চলেছে ধনতেরাস, দীপাবলি, ভাইফোঁটা, ছট পুজো। এই উৎসব মোরসুমের আবহে খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। অন্ত্যোদয় অন্ন যোজনায় (AAY) পরিবার গুলি এবং বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত (SPHH) পরিবার গুলিকে অতিরিক্ত চিনি ও ময়দা দেওয়া হবে।

Senior Citizen Schemes (প্রবীণ নাগরিকদের সঞ্চয় প্রকল্প)

কোন কোন রেশন কার্ডে (Ration Items List) কতটা ময়দা ও কতটা চিনি ও কত কেজি চাল পাওয়া যাবে তা দেখে নিন। AAY (Antyodaya Anna Yojana) রেশন কার্ডে পাওয়া যাবে ১৩ কেজি ৩০০ গ্রাম আটা অথবা গম ১ কেজি ময়দা, ২১ কেজি চাল, ১ কেজি চিনি। PHH (Priority House Hold) রেশন কার্ডে সুবিধা পাবেন ৩ প্যাকেট আটা অথবা ২ কেজি গম। এছাড়াও এই শ্রেণীর কার্ডের অধিকারীরা ৩ কেজি চাল পাবেন।

PMJJBY – কেন্দ্রের এই প্রকল্পে পেতে পারেন 2 লাখ টাকা। কিভাবে আবেদন করবেন, জেনে নিন।

SPHH (State Priority House Hold) রেশন কার্ডের জন্য পাওয়া যাবে 2 কেজি গম ও ১ কেজি ৯০০ গ্রাম আটা+ ১ কেজি ময়দা, ১ কেজি চিনি। RKSY – 1 (Rajya Khadya Suraksha Yojana) রেশন কার্ডের মানুষজন পাবেন ৫ কেজি চাল আর RKSY – 2 রেশন কার্ডের অধিকারীরা (Ration Items List) পাবেন ২ কেজি চাল। আপনারা এই সম্পর্কে আরও বিস্তারিত রেশন দোকানে গিয়ে বা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবেন। কিন্তু এই সামগ্রী সকল রাজ্যবাসীরা পাবেন না।
Written By Nupur Chattopadhyay.

Recruitment Scam – পশ্চিমবঙ্গের SSC এবং TET সমস্ত মামলা থেকে হাত তুলে নিল সুপ্রিম

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment