PMJJBY – কেন্দ্রের এই প্রকল্পে পেতে পারেন 2 লাখ টাকা। কিভাবে আবেদন করবেন, জেনে নিন।

সরকারের তরফে PMJJBY প্রকল্প নিয়ে আসা হয়েছে দেশের সকল নাগরিকদের উদ্দেশ্যে এবং এই প্রকল্পের মাধ্যমে সকলে ২ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আর্থিক সাহায্য পাবেন বলেও ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী ২০১৪ সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসনে বসার পর থেকে ভারতবর্ষের গরীব মানুষের জন্য বহু প্রকল্পের সূচনা করেছেন। যে প্রকল্প গুলির মধ্যে কোনো একটা কর্মজীবনে যেমন সহায়তা করবে, আবার কোন‌োটা অবসর জীবন যাপন ভালোভাবে কাটাতে সাহায্য করবে।

PMJJBY Scheme Benefits Details.

এই লেখার মাধ্যমে এমনই এক প্রকল্পের কথা বলব যার মাধ্যমে মানুষজন ৩৬ টাকার বদলে দুই লক্ষ টাকা উপভোগ করতে পারবে। মোদি সরকার প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY) নামে এক প্রকল্পের সূচনা করেছে। অন্যান্য প্রকল্পের থেকে এই প্রকল্পের বৈশিষ্ট্য কিছুটা হলেও আলাদা। এই প্রকল্পে যদি কোনো মানুষ ৩৬ টাকা করে প্রতি মাসে জমান তবে বিপদের সময় কেন্দ্র সরকার তাকে ২ লক্ষ টাকার বিমা দিয়ে সাহায্য করবে। এই PMJJBY প্রকল্পের বৈশিষ্ট্য।

১) এই PMJJBY প্রকল্প করতে গেলে অবশ্যই ব্যক্তিটিকে ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) এই প্রকল্পের নাম লেখানোর জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৫০ বছরের মধ্যে।
৩) বিমায় অন্তর্ভুক্ত থাকা ব্যক্তির যদি দুর্ঘটনা বা কোনো অসুখে মৃত্যু হয় তবে যে ব্যক্তিটিকে তিনি নমিনি করবেন সেই ব্যক্তি দুই লক্ষ টাকা পাবেন।

৪) এই বীমাটির সুবিধা পেতে গেলে প্রতি মাসে ব্যক্তিটিকে ৩৬ টাকা প্রিমিয়াম জমা দিতে হবে।
৫) ব্যক্তিটির নিজস্ব একটি ব্যাংক একাউন্ট বা পোস্ট অফিসের একাউন্ট থাকা বাধ্যতামূলক।
৬) প্রিমিয়াম জমা দেওয়ার জন্য ব্যাংকের বা পোস্ট অফিসের লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। স্বয়ংক্রিয় মাধ্যমে প্রিমিয়াম (PMJJBY) জমা দেবার সুবিধা রয়েছে। PMJJBY প্রকল্পে কীভাবে নাম নথিভুক্ত করবেন?

Education Policy (জাতীয় শিক্ষানীতি)
  • www.jansuraksha.gov.in এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে।
  • Concent Cum Declaration Form টি ডাউনলোড করুন।
  • এরপর ফর্মটি সঠিকভাবে পূরণ করে আপনার নিকটবর্তী ব্যাংক বা পোস্ট অফিসে গিয়ে জমা দিন।
  • এই বিমার সুবিধা পাওয়ার জন্য প্রতি বছর ২৫ মে বা ৩১ মে তারিখে আপনার পোস্ট অফিস বা ব্যাংক একাউন্ট থেকে ৩৩৬ টাকা কেটে নেওয়া হবে PMJJBY প্রকল্পের মাধ্যমে।

LPG Gas Cylinder – রান্নার গ্যাসে ভর্তুকির টাকা একাউন্টে ঢুকেছে কিনা এই পদ্ধতিতে দেখে নিন।

Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana প্রকল্পে আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্টস বা নথিপত্র, এই বিমার সুবিধা পাওয়ার জন্য যে ফর্মটি আপনি জমা দেবেন সেই ফর্মটি সাথে যে গুরুত্বপূর্ণ নথি গুলি জমা দিতে হবে সে গুলো হল। আপনার আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সাইজের একটি ছবি, ব্যাংক বা পোস্ট অফিসের একাউন্টের প্রথম পাতার কপি। এছাড়াও আপনারা নিজেদের ব্যাংক একাউন্টে গিয়েও এই সুবিধা পেতে পারবেন।
Written By Nupur Chattopadhyay.

DA Announcement – ডিএ মামলার মাঝেই সুখবর। পশ্চিমবঙ্গের কর্মীদের DA ঘোষণা। কত

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment