ছুটি পেতে কার না ভালো লাগে? স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা থেকে শুরু করে সরকারি কর্মচারীরা পর্যন্ত মুখিয়ে অপেক্ষা করে থাকেন ছুটির (Holiday List) জন্য। আর অক্টোবর-নভেম্বর মাস জুড়ে তো চলতে থাকে উৎসবের মেলা। স্বাভাবিকভাবেই এই সময়টায় অত্যন্ত খুশির মেজাজে কাটান সমস্ত পড়ুয়া এবং সরকারি কর্মচারীরাও। কারণ একটানা ছুটি ভোগ করার সুযোগ মিলে এই সমস্ত উৎসবকে কেন্দ্র করে। যাইহোক অক্টোবর মাস প্রায় শেষ।
নভেম্বর মাসেও রয়েছে একগুচ্ছ উৎসব। যার কারণে মাসের প্রায় অর্ধেকেরও বেশি দিন জুড়ে বন্ধ থাকতে চলেছে স্কুল-কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলি। দেখে নিন এ মাসের বিস্তারিত ছুটির তালিকা নিচে। অক্টোবর মাসেই ছিল বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। কিছুদিন আগেই শেষ হলো তা। গত পরশু কেটে গেছে লক্ষী পূজাও। সাধারণত দুর্গাপূজা থেকে শুরু করে লক্ষী পূজা পর্যন্ত একটানা ছুটি থাকে সমস্ত সরকারি প্রতিষ্ঠান।
তাই অনেকগুলি দিন দীর্ঘ ছুটিতে কাটিয়েছেন পড়ুয়া এবং সরকারি চাকরিজীবীরা। আপাতত এই ছুটির তালিকা শেষ। খুলে গিয়েছে আবারো সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবং অফিসগুলি। কাজে ফিরতে হয়েছে সকলকে। কিন্তু ভাববেন না যে এখানেই সব ছুটি শেষ! আগামী মাস অর্থাৎ নভেম্বরেও রয়েছে একাধিক উৎসব। দিওয়ালি, ভাইফোঁটা, মহরম, ছট পূজা সহ আরো অনেক। এছাড়াও বেশ কিছু রাজ্যে অথবা স্থানীয় কিছু উৎসবের কারণেও বন্ধ থাকবে বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠানগুলি। অর্থাৎ সবমিলিয়ে নভেম্বর মাসেও দীর্ঘ ছুটির (Holiday List) আনন্দ পেতে চলেছে পড়ুয়ারা। এ মাস জুড়ে বিস্তীর্ণ ছুটিগুলি সম্পর্কে আলোচনা করা হলো নিচে।
অবশ্যই পড়ুন » Ration items List – নভেম্বর মাসে কোন রেশন কার্ডে কি কি রেশন মিলবে? দেখে নিন সম্পুর্ন তালিকা।
November Month Holiday List
এবার দেখে নেওয়া যাক নভেম্বর মাসের ছুটির তালিকা (Holiday List)।
- রবিবার, নভেম্বর ৫, ২০২৩ – সাপ্তাহিক ছুটি।
- রবিবার, নভেম্বর ১২, ২০২৩ – দীপাবলি।
- মঙ্গলবার, নভেম্বর ১৪, ২০২৩ – জহরলাল নেহেরুর জন্মদিন (শিশু দিবস)।
- বুধবার, নভেম্বর ১৫, ২০২৩ – ভাতৃদ্বিতীয়া দীপাবলি থেকে ভ্রাতৃদ্বিতীয়া পর্যন্ত একটানা ছুটি থাকবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এমনকি অফিস গুলিও। এর মধ্যেই শিশু দিবস পড়ায় একটি ছুটি নষ্ট হয়েছে।
- রবিবার, নভেম্বর ১৯, ২০২৩ – ছট পুজো।
- শুক্রবার, নভেম্বর ২৪, ২০২৩ – গুরু তেগ বাহাদুরের শাহাদত দিবস।
- রবিবার, নভেম্বর ২৬, ২০২৩ – সাপ্তাহিক ছুটি।
- সোমবার, নভেম্বর ২৭, ২০২৩ – গুরু নানক জয়ন্তী।
চাকরি ও শিক্ষা সংক্রান্ত আপডেট পেতে EK24 News ফলো করুন। পরবর্তী আপডেট খুব শীঘ্রই দেওয়া হবে। আপনাদের মন্তব্য বা কোনও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন। Written By Nabadip Saha.