নানা রকম নতুন নতুন প্রকল্প (Govt. Scheme) এনে যেমন মোদি সরকার মানুষের মন জিতে চলছে তেমন তৃণমূল সরকারও নতুন নতুন প্রকল্প এনে মানুষের মন জিতেছে। পুজোর মরসুমে রাজ্য বাসীদের জন্যে দারুন খবর নিয়ে এলো রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুর্গা পুজোর প্যান্ডেল উদ্বোধন করতে গিয়ে বৃদ্ধ ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সুখবর দিয়েছে। কী সেই খবর ? চলুন জেনে নিন।
বর্তমানে বাংলার সবচেয়ে জনপ্রিয় প্রকল্প (Popular Govt. Scheme) হলো লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্প উদ্বোধন করতেই খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে গিয়েছে। এই প্রকল্পের আওতায় যারা জেনারেল তারা পাচ্ছে 500 ও যারা SC ST তারা পাচ্ছে 1000 টাকা। এই প্রকল্পে 25 থেকে 59 বয়স পর্যন্ত মা-বোনেরা আবেদন করতে পারে। এই প্রকল্প চালু হওয়ার ফলে রোজগারহীন মহিলারা প্রতি মাসে নির্দিষ্ট কিছু টাকা পাচ্ছে।
Mamata Banerjee big announcement about WB Govt. Scheme
কিছুদিন আগে দুর্গা পুজোর উদ্বোধন করতে গিয়ে এই সংক্রান্ত বিষয় নিয়ে ঘোষনা করেছে মুখ্যমন্ত্রী। তিনি সেখানে গিয়ে সংবাদমাধ্যম কে জানিয়েছেন, নতুন যে 90 হাজার আবেদন লক্ষ্মীর ভাণ্ডার এর জন্য জমা পরেছে তার টাকা পুজোর পর থেকে দেওয়া হবে। আর যাদের বৃদ্ধ ভাতার টাকা বাকি আছে তাদের ও টাকা পুজোর পর পর ই দেওয়া হবে।
এবছর সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হওয়া দুয়ারে সরকার ক্যাম্প এ প্রায় 90 হাজার এর মতো নতুন করে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন পত্র জমা পড়েছে। এই প্রকল্পে (Govt. Scheme) আবেদনকারীর সংখ্যা দিন দিন ক্রমশই উর্ধ্বমুখী হচ্ছে , তাই পুজোর মধ্যেই তাড়াতাড়ি এত বিশাল সংখ্যক আবেদনকারীর আবেদন পত্র ভেরিফাই করে টাকা পাঠানো একটু চাপের ব্যাপার।
অবশ্যই পড়ুন » কৃষকদের একাউন্টে 8 হাজার টাকা দিচ্ছে মোদি সরকার। নভেম্বরে মিলবে টাকা। এইভাবে চেক করুন।
তাই এদিন দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পুজোর পরে খুব তাড়াতাড়ি নতুন লক্ষ্মীর ভান্ডারে আবেদনকারীদের বকেয়া টাকা মিটিয়ে হবে। আর যারা নতুন বৃদ্ধ ভাতার জন্য আবেদন করেছেন আর যাদের বকেয়া টাকা বাকি আছে তাদের ও দিয়ে দেওয়া হবে। Written by Ananya Chakraborty.