Madhyamik Exam – মাধ্যমিক সিলেবাসে আমূল পরিবর্তন! ইঙ্গিত দিল রাজ্য সরকার।

এখন অক্টোবর মাস চলছে এ বছর প্রায় শেষের মুখেই। আর বছর শেষ হতে না হতেই শুরু হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam and Higher Secondary exam)। লক্ষ লক্ষ পরীক্ষার্থীর জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক (Madhyamik Exam)। এর মধ্যেই সব পরীক্ষার্থী প্রায় তাদের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে । অনেকের সিলেবাস শেষ হয়ে গিয়ে রিভিসন দিতেও শুরু করে দিয়েছে অনেকে। এই পরীক্ষা সামনে আসতেই অনেকের মধ্যে চাপা উত্কণ্ঠা কাজ করছে , কেউ কেউ নার্ভাস হয়ে পরে কেউ কেউ আত্মবিশ্বাস এর সঙ্গে পরীক্ষার প্রস্তুতি নেয়।

Government of West Bengal Change Madhyamik Exam Syllabus

আপনার ছেলে বা মেয়ে কী প্রাথমিক স্কুল এ ভর্তি হয়েছে বা পড়াশুনো করছে? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। কানাঘুষো শোনা যাচ্চে এবার প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত সিলেবাস পরিবর্তন হতে পারে। আর এই নিয়ে প্রস্তুতিও শুরু করে দিয়েছে স্কুল শিক্ষা দফতর। স্কুল শিক্ষা দফতর থেকে জনন হয়েছে এর আগে 2012 সালের পর সিলেবাসে রদবদল করা হয়েছিল আর তার তোর থেকে সেভাবে পরিবর্তন করা হয় নি। তাই এবার ফের সেই পরিবর্তনের পথেই হাটছে রাজ্য।

The Amount of Scholarship has Increased

ইতিমধ্যেই রাজ্য সরকারের(State Government) তরফে নয়া শিক্ষানীতি জারি করা হয়েছে। এদিকে এই নয়া শিক্ষানীতির কথা মাথায় রেখেই রাজ্যের তরফে সিলেবাস কমিটিতে এই বড়সড় রদবদল শীঘ্রই হবে বলে মনে করা হচ্ছে।

অবশ্যই পড়ুন » CSS Scholarship – ছাত্র ছাত্রীদের 2000 টাকা দিচ্ছে কেন্দ্র সরকার। পশ্চিমবঙ্গের পড়ুয়ারা এইভাবে আবেদন করুন।

এই সিলেবাস কমিটির উপদেষ্টা হিসাবে অধ্যাপক সুমিত চক্রবর্তী এবং প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক অভিক মজুমদারকে রাখা হয়েছে। এখন কবে এই সিলেবাস পরিবর্তন করবে স্কুল শিক্ষা দফতর তার দিকেই তাকিয়ে আছে লক্ষ লক্ষ শিক্ষার্থীরা।
এই বিষয়ে আপনার মন্তব্য বা প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন।
শিক্ষা সংক্রান্ত খবর পেতে EK24 News ফলো করুন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment