এই সময় শেয়ার মার্কেটে বিনিয়োগ অনেকেই করে থাকে। ভালো শেয়ার (Best Stock) নির্বাচন করে শেয়ারের দাম বৃদ্ধি পেলেই মানুষ বিনিয়োগ করতে শুরু করে। তবে শেয়ার মার্কেটে বিনিয়োগ করা যেমন লাভজনক তেমন ঝুকিপুর্ণ । তবে শেয়ার মার্কেটে বিনিয়োগ করলে ভালো রিটার্ন পাওয়া যায়। চলুন আজকে জেনে নেওয়া যাক শেয়ার মার্কেট এর 5 টি সেরা স্টক সম্পর্কে। যা এখন trending এ চলছে।
বৃহস্পতিবার ভারতীয় স্টক মার্কেট টানা দ্বিতীয় দিনে হ্রাস পেয়েছে। নিফটি 50 সূচক 46 পয়েন্ট কমে গিয়ে 19,624 স্তরে বন্ধ হয়েছে। BSE সেনসেক্স 247 পয়েন্ট হারিয়েছে এবং 65,629 চিহ্নে শেষ হয়েছে। যেখানে ব্যাঙ্ক নিফটি সূচক 134 পয়েন্ট কমেছে এবং 43,754 স্তরে শেষ হয়েছে। এই দিনের বাজারে মিড-ক্যাপ সূচক বেশ কিছুটা কম হয়েছে।
Best Stock
১) লুপিনঃ লুপিনের শেয়ারের দাম বৃদ্ধি পেতে শুরু করেছে। স্টকটি সম্প্রতি 1180 টাকায় একটি ব্রেকআউট পেয়েছে। লুপিন 20, 50, 100, এবং 200 দিনের এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ (EMA) সহ স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী চলমান গড়গুলির উপরে বন্ধ হয়েছে।
২) BSE: BSE-এর শেয়ারের দাম 1537.6 টাকায় রয়েছে। যদি এই দাম নিজেকে 1540 টাকার লেভেলের উপরে বজায় রাখতে পারে, তাহলে 1630 টাকা এবং 1697 টাকার টার্গেট করার সম্ভাবনা রয়েছে। ফলে এই স্টকে বিনিয়োগ করা যেতে পারে।
৩) আদিত্য বিড়লা ক্যাপিটালঃ স্বল্প মেয়াদী প্রবণতায়, স্টকের একটি বুলিশ রিভার্সাল প্যাটার্ন রয়েছে। আদিত্য বিড়লা ক্যাপিটাল-এর স্টকের দাম 183 টাকায় ট্রেড করছে। শেয়ারটি আজ 189 টাকা পর্যন্ত যেতে পারে বলে মনে করা হচ্ছে।
৪) টাটা এলক্সিঃ এই স্টকটি সপ্তাহের শেষ ট্রেডিং-এ ভালো লাভ দিতে পারে বলে মনে করা হচ্ছে। ADX লাইন DI+ এবং DI- এর উপরে ট্রেড করছে যা ভালো অবস্থা নির্দেশ করে। শেয়ারটি আজ 7704 টাকায় ট্রেড করছে। যা শীঘ্রই 8012 টাকায় পৌঁছতে পারে।
৫) মিন্ডা কর্পোরেশনঃ আজকের শেয়ার বাজারের অন্যতম ভালো স্টক (Best Stock) হল মিন্ডা কর্পোরেশন। স্টকটির RSI (14) বুলিশ মোডে রয়েছে এবং 60 স্তরের উপরে ট্রেড করছে। শেয়ারটির দাম আজ 387 টাকা পর্যন্ত যেতে পারে বলে মনে করা হচ্ছে।
আরোও পড়ুন » Second Hand Bike Offer – মাত্র 20000 টাকায় মিলছে Bajaj Pulsar, দুর্গা পুজোর বাম্পার অফার টু হুইলারে।
শেয়ার (Best Stock) বাজারে বিনিয়োগ করার আগে আপনারা অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিন। কারন এটি বাজারগত ঝুঁকি সাপেক্ষ। এখানে অর্থ বিনিয়োগে কোন নিশ্চয়তা নেই। Written by ananya Chakraborty.