চরমে উঠেছে বিশ্বভারতীর ছাত্র বিক্ষোভ। উপাচার্য অসুস্থ হয়ে পড়েছেন জেনেও চিকিৎসক এবং নার্সকে তাঁর বাসভবনে ঢুকতে দিলেন না তাঁরা। ছাত্রদের দাবি না মানলে চিকিৎসককে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিেয়ছেন ছাত্ররা। ছাত্র বিক্ষোভের জেরে বিশ্ববিদ্যালয় প্রায় বন্ধ হওয়ার মুখে। বন্ধ হয়ে গিয়েছে ভর্তি প্রক্রিয়াও।গত ৬ দিন ধরে চলছে বিশ্বভারতীতে ছাত্র বিক্ষোভ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়ির সামনে ধরনা দিয়েছেন ছাত্রছাত্রীরা। গত ৬ দিন ধরে বাড়ির বাইরে বেরোতে পারছেন না উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তিন ছাত্রকে বহিস্কার করার ঘটনা নিয়ে উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়। নতুন উপাচার্য আসার পর থেকেই তাঁর একাধিক কাজ নিয়ে বিক্ষোভ দানা বাঁধতে শুরু করেছিল। বিশ্বভারতীর গৈরিকীকরণ করার চেষ্টা করছেন উপাচার্য অভিযোগ করেছিলেন তাঁরা। পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে কয়েকদিন আগেই চরম গণ্ডগোল তৈরি হয়েছিল বিশ্বভারতীতে। তারপরে বিজেপির অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান করা নিয়েও তীব্র সমালোচনা হয়।