স্কুল খোলার দাবিতে রাজ্যে এবার বিক্ষোভ

দিল্লিতে আজ খুলে গেল স্কুল। অথচ রাজ্যে বার বার কেন্দ্রের কাছে রিপোর্ট পাঠাচ্ছে রাজ্যে করোনা সংক্রমণ কম। ভোট করা যেতে পারে। অথচ স্কুল খুলটর চাইছে না শিক্ষা দপ্তর। সেই মর্মে একাধিকবার রাজ্য সরকার কে আক্রমন করছে বিরোধীরা। এদিকে কোভিড বিধি মেনে অবিলম্বে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে মিছিল ও অবস্থান কর্মসূচি গ্রহণ করলে আর এস পি এর ছাত্র সংগঠন পিএসইউ, গতকাল বহরমপুর মোড়ে ওই কর্মসূচিতে স্কুল কলেজ খোলার দাবি সহ আরো কিছু স্থানীয় দাবি জানানো হয়। জেলা শাসকের অফিসেও সেই দাবিপত্র তুলে দেওয়া হয়। অন্যদিকে এই কর্মসূচি শুধুমাত্র বহরমপুর ই নয়, সারা রাজ্যে করার কথা ঘোষণা করেন। অন্যদিকে স্কুল খুলতে চাইছেন শিক্ষক ও অভিভাবকদের একাংশ। ধীরঘদিন ধরে স্কুল বন্ধ থাকার প্রভাব দীর্ঘ মেয়াদী, এবং একটি প্রজন্মকে অনেকাংশেই পিছিয়ে দেবে বলে ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছেন শিক্ষাবিদেরা।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment