আরবিআই-এর নতুন নিয়ম – চেকের মাধ্যমে কিভাবে টাকা তুলবেন ?

চেকের মাধ্যমে টাকা লেনদেনের ক্ষেত্রে নিম্নলিখিত নিয়মগুলি মনে রাখতে হবে, না হলে জরিমানা পর্যন্ত হতে পারে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখন ২৪ ঘন্টাই বাল্ক ক্লিয়ারিং এর সুবিধা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। যা চেক প্রদানের পদ্ধতিতে প্রভাব ফেলবে। এই মুহূর্তে যে কোনও চেক ক্লিয়ার হতে ২ দিন পর্যন্ত সময় লাগে। কিন্তু নতুন নিয়মে আর দুই দিন লাগবে না। চেকটি দিলেই তা ক্লিয়ার হয়ে যাবে। সেই কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রাখতে হবে, যাতে কাউকে চেক দিলে তা ক্লিয়ার হতে বাধা না পায়।যদি আপনি আজ চেক দিয়ে ভাবেন, কাল অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন, তাহলে সেই চেক বাউন্স হতে পারে। যার জেরে আপনাকে জরিমানা দিতে হতে পারে। সেই কারণে চেক ইস্যু করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে, তবেই চেক ইস্যু করা উচিত। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউস ২৪ ঘন্টা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়ম রিজার্ভ ব্যাঙ্ক অনুমোদিত সব সবকটি ব্যাঙ্ক অর্থাৎ রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্কের ক্ষেত্রেই প্রয়োজ্য। এই নতুন ব্যবস্থায় যে কোনও ছুটির দিনেও চেক ক্লিয়ার হয়ে যাবে। সেই পরিস্থিতিতে যিনি চেক ইস্যু করবেন, তাঁকে সতর্ক থাকতে হবে। কেননা যদি কেউ শনিবার চেক ইস্যু করেন, তাহলে তা রবিবারেও ক্লিয়ার হয়ে যাবে। এর আগে অবশ্য কোনও চেক শনিবার জমা পড়লে, তা রবিবার বাদ দিয়ে সোমবার ক্লিয়ার হত। আরও এই ধরনের তথ্য জানতে নীচের দিকে সোয়াইপ করুন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment