Post Office Scheme – পোস্ট অফিসের বাম্পার স্কীম, হাত খরচের টাকা জমিয়ে পান 1 লাখ টাকা।

বর্তমানে সকলেই প্রায় পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্প বা Post Office Scheme এ টাকা রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তার প্রধান দুটি কারন হলো এটি সরকারি প্রকল্প, তাই টাকা মার যাওয়ার ভয় নেই। আর দ্বিতীয়ত ব্যাংক থেকে অপেক্ষাকৃত বেশি সুদ দেয়। তাই নতুন নতুন Post Office Scheme চালু হলে প্রত্যেক গ্রাহক ই এই ব্যাপারে খোঁজ খবর নিয়ে থাকেন। আর এই মুহুর্তে এমনই একটা লাভজনক Post Office Scheme নিয়ে আলোচনা করা হবে।

Post Office Scheme 2023

পোস্ট অফিসে টাকা রাখলেই একেবারে ভান্ডার উপচে পড়বে। বর্তমানে পোষ্ট অফিসের এমন কিছু স্কিম আনা হয়েছে যে স্কিমগুলিতে টাকা বিনিয়োগ করলে অল্প সময়ের মধ্যে মোটা টাকার সুদ পেয়ে যাবেন। সারা দেশজুড়ে পোস্ট অফিসের অজস্র শাখা রয়েছে যে সমস্ত শাখায় গিয়ে পোস্ট অফিসের বিভিন্ন ধরনের স্কিমে বিনিয়োগ করা যায়।

আর যেহেতু পোস্ট অফিসে বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ এবং ঝুঁকিহীন, ফলে দেশের বহু মানুষ এই মুহূর্তে পোস্ট অফিসের বিভিন্ন প্রকল্পে (Post Office Scheme Investment) টাকা সঞ্চয় করছেন। সমাজের সমস্ত স্তরের মানুষের জন্যই পোস্ট অফিসে নানা ধরনের প্রকল্প রয়েছে। এবার এখানে এমন একটি প্রকল্প সম্বন্ধে জানানো হবে, যাতে খুব অল্প সময়ের মধ্যেই মোটা টাকার রিটার্ন পেয়ে যাবেন।

পোস্ট অফিসের এই প্রকল্পটির নামঃ
পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম (Post Office Time Deposit Scheme).

সুদের হারঃ
বর্তমানে এই প্রকল্পে সর্বোচ্চ ৭.৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়।

টাকা রাখার নিয়মঃ

পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম সিঙ্গেল বা জয়েন্ট দুই ভাবেই খোলা যায়।
অর্থাৎ একক বা যৌথভাবে একাউন্ট খোলা যায়।
মিনিমাম ১০০০ টাকা বিনিয়োগ করেও POTD একাউন্ট খুলতে পারেন।

Post Office Savings Account - পোস্ট অফিস সেভিংস একাউন্ট

কত বিনিয়োগে কত রিটার্ন?

নির্দিষ্ট মেয়াদ শেষে প্রায় ৯০ হাজার টাকার সুদ পাওয়া যেতে পারে এই স্কিমে।
সুদের হারের দিকে যদি নজর দেওয়া যায়, দেখা যাবে, ১ বছরের জন্য দেওয়া হচ্ছে 6.8% সুদ।
২ বছরের জন্য ৬.৯% সুদ, ৩ বছরের জন্য ৭ শতাংশ সুদ, আবার ৫ বছরের জন্য POTD স্কিমে সুদ দেওয়া হচ্ছে ৭.৫%.

আরও পড়ুন, RBI – রিজার্ভ ব্যাংকের বড় ঘোষণা, লাভবান হবেন আপনিও।

যদি কোনো ব্যক্তি ৫ বছরের জন্য পোস্ট অফিস টাইম ডিপোজিটে ২ লক্ষ টাকার বিনিয়োগ করেন, তাহলে মেয়াদ পূর্তির পরে 89990 টাকা সুদ পাবেন। এক লপ্তে সুদ আসল সমেত প্রায় ৩ লক্ষ টাকা পেয়ে যাবেন। আর POTD স্কিমে টাকা বিনিয়োগ করলে ৫ বছরের জন্য প্রাপ্ত সুদ 80C আইনের অধীনে আয়কর ছাড় পাওয়া যাবে। বার্ষিক বা ত্রৈমাসিক দুইভাবেই এখান থেকে সুদ তোলা যেতে পারে।

আরও পড়ুন, চালু হল এলআইসি এর জনপ্রিয় পলিসি, পাবেন বেশি রিটার্ন আর জীবনের সুরক্ষা।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment