LIC Customer দের জন্য দুঃসংবাদ, বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় LIC Policy, পলিসি থাকলে এক্ষুনি দেখুন।

এলআইসি গ্রাহকদের বা LIC Customer দের জন্য দুঃখের খবর নিয়ে এলো সংস্থা। সাধারণভাবে এলআইসি বোধ হয় ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের পর দ্বিতীয় ভরসার জায়গা। এখানে নিশ্চিত গ্যারান্টি সহ টাকা জেনারেশনের পর জেনারেশন পেয়েই যাচ্ছে। শুধুমাত্র নিশ্চিত রিটার্নই নয়, কোনও দুর্ঘটনা বা মৃত্যু ঘটলে সাথে সাথে LIC Customer এর টাকা ফিরিয়ে দেয় সেই সংস্থা, এবং তার সাথে ক্লেইমের টাকা ও নিরাপদে পরিবারের হাতে তুলে দেয়।

কিন্তু এলআইসি নোটিস দিল তারা এবছর থেকে দুটি স্কিম বা LIC Policy আর চালু রাখবেনা। এই সংস্থা নিয়ে টানাপোড়েন চলছে দেশে বেশকিছু দিন হলো। এলআইসিকে বেসরকারিকরণের পথে হেঁটেছে কেন্দ্র। বিপুল পরিমাণ ছাঁটাই হয়েছে কিছুদিন আগে। তারা বাজারে তাদের IPO নিয়ে এলেও তারা লাভের মুখ দেখেনি। কিছু বেসরকারি কোম্পানির বড়ো রকম বিনিয়োগ ছিল এই এলআইসিতে কিন্তু তারা মুখ থুবড়ে পড়েছে।

LIC Customer Update – কোন পলিসি বন্ধ হবে?

ভাইয়া বন্দনা যোজনা এবং ধনবর্ষা দুটো স্কিম ২০২৩ সালের ৩১ শে মার্চ থেকে বন্ধ হতে চলেছে।
প্রসঙ্গত ভাইয়া বন্দনা যোজনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই আসে ২০১৭ সালের ৪ঠা মে। এটা বিশেষত বয়স্কদের পেনশন স্কিম। এখানে আপনার বিনিয়োগের উপর নির্ভর করে আপনি কতটা রিটার্ন পাবেন। আপনি ৬০ বছরের বেশি বয়স হলে পেনশন পাবেন। তবে সুদের হার অনেক বেশি। এখানে প্রায় কম বেশি ৭.৪ শতাংশ সুদ পাওয়া যায়। সাথে ডেথ বেনিফিট।

এখানে ৬০ বছরের বেশি একজন বয়স্ক মানুষ ১৫ লাখ টাকা অবধি জমা রাখতে পারে। সকলের তো আর সরকারি চাকরি থাকেনা কিন্তু বার্ধ্যকে এমন একটা মাসের শেষে নিরাপদ পেনশনের সবার দরকার। সরকারের তরফে এই স্কিমটি আর না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই কেউ যদি করতে চান এই সময়ের মধ্যে করে নিন।

আরও পড়ুন, সকল পোস্ট অফিসের গ্রাহকদের জরুরী নির্দেশ, 31শে মার্চের মধ্যে এই কাজ না করলে একাউন্টের টাকা তোলা যাবে না।

আর একটি জনপ্রিয় পলিসি বা স্কিম ধনবর্ষা যোজনাও বন্ধের মুখে একই সময়ে।
এই পলিসিতে কি সুবিধা?
ধনবর্ষা যোজনা বা এই স্কিমে কোনো দুর্ঘটনায় মারা গেলে বিনিয়োগের রিটার্ন দিয়ে পাশে দাঁড়ানো। আর যদি কেউ পুরো ম্যাচিউরিটির নিয়ম মেনে বিনিয়োগ করেন তাহলে মেয়াদ শেষে তিনি দ্বিগুণ টাকা ফেরত পাবেন ।

রবিবারও খোলা থাকবে ব্যাংক, বিরাট সিদ্ধান্ত নিল আরবিআই।

LIC Customer দের জন্য জরুরী ঘোষণাঃ
LIC Policy বন্ধ হওয়া মানে, নতুন করে আর এই প্ল্যান করা যাবে না। কিন্তু মার্কেটে LIC এর হাজার একটা প্ল্যান রয়েছে। এটা বন্ধ হলেও আবার নতুন প্ল্যান আসবে। তাই এতে সম্পূর্ণ বিনিয়োগের আস্থা হারাবেন না। মাঝে মাঝে LIC Customer দের উৎসাহিত করার জন্যই নতুন নতুন প্ল্যান নিয়ে আসে। এটাই মার্কেটিং স্ট্রাটেজি। কিন্তু আপনি যদি এই পলিসি করতে চান, তবে এই মাসেই আবেদন করুন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment