ATM কার্ড ছাড়াই টাকা তুলুন এটিএম থেকে (ATM Withdrawal Without Card), কিভাবে তুলবেন, একবার দেখে নিন।
দোকান বাজার থেকে কোনো জিনিস কিনলেন। পকেট থেকে স্মার্টফোন বার করে পেমেন্ট করে দিলেন। অ্যাপ ক্যাব থেকে শুরু করে অটো রিক্সায় কোথাও যাচ্ছেন, গন্তব্যে পৌঁছে অনলাইন পেমেন্ট এর মাধ্যমে ভাড়া মিটিয়ে দিলেন। অনলাইন পেমেন্ট (Online Payment) ধীরে ধীরে সর্বত্রই ছড়িয়ে পড়ছে। কিন্তু এখনো পর্যন্ত এমন বহু জায়গা রয়েছে, যেখানে নগদ ক্যাশের প্রয়োজন হয়। ইউপিআই (UPI) বা অনলাইন পেমেন্টের কোনো সুবিধা নেই।
Learn How to ATM Withdrawal Without Card:
সেক্ষেত্রে অবশ্য এটিএম (ATM) রয়েছে। কাছে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড (Debit Card or Credit Card) থাকলেই নিকটবর্তী যে কোনো ATM এ গিয়ে প্রয়োজনীয় টাকা তুলে নিতে পারবেন। আর তাহলেই নগদ টাকার ঝামেলা আর থাকবে না। তাহলে সঙ্গে এটিএম মেশিনে যাওয়ার জন্য ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থাকার প্রয়োজন। এবার অনেক সময় দেখা যায়, তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছেন। এটিএম কার্ডটি সঙ্গে নিতে ভুলে গিয়েছেন। ভাবলেন, হয়তো স্মার্ট ফোনের মাধ্যমে ইউপিআই পেমেন্ট (UPI Payment) করবেন।
বর্তমানে ইউপিআই পেমেন্ট প্রায় সর্বত্রই রয়েছে। সেক্ষেত্রে স্মার্ট ফোন থেকে যে কোনো ইউপিআই অ্যাপ ব্যবহার করে পেমেন্ট করে দেওয়া যাবে।
কিন্তু এখনো পর্যন্ত যতই অনলাইন পেমেন্টের কথা বলি না কেন, অধিকাংশ ক্ষেত্রেই নগদ টাকার প্রয়োজন হয়। আর যদি সঙ্গে নগদ টাকা না থাকে, তার পাশাপাশি এটিএম কার্ডটিও ভুলে যান, তাহলে তো চরম সমস্যায় পড়বেন। তাহলে উপায়? ATM Withdrawal Without Card কি সম্ভব?
না, ঘাবড়ানোর কিছু নেই। উপায় রয়েছে। ডেবিট বা ক্রেডিট কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তুলে নিতে পারবেন। এই পরিষেবার নাম ইন্টারওপারেবল কার্ডলেস ক্যাশ উইথড্রল (ICCW)
দেশের বেশ কিছু ব্যাংক যেমন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), এইচডিএফসি (HDFC), পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (Punjab National Bank) সহ আরো কয়েকটি ব্যাংক এই ICCW- এর পরিষেবা দিয়ে থাকে। বিভিন্ন এটিএম মেশিনে গিয়ে এই সমস্ত ব্যাংকের তরফে এই পরিষেবা পাওয়া যায়। সে ক্ষেত্রে Google Pay, Paytm, PhonePe ইত্যাদি অ্যাপের মাধ্যমে এটিএম থেকে কার্ড ছাড়াই টাকা তোলা সম্ভব।
এবার একবার জেনে নেওয়া যাক, এটিএম কার্ড ছাড়া (ATM Withdrawal Without Card) কিভাবে ATM থেকে টাকা তুলবেন:
ATM Withdrawal Without Card:
ATM কার্ড ছাড়া টাকা তুলতে হলে প্রথমেই এটিএম মেশিনের সামনে গিয়ে Cash Withdrawal অপশনটি ট্যাপ করুন।
এরপর UPI অপশনটি ট্যাপ করুন। (অনেক মেশিনে এই সুবিধা থাকে না, সেক্ষেত্রে তুলতে পারবেন না।)
এবার এটিএম মেশিনের স্ক্রিনে একটি QR Code দেখা যাবে। আপনার মোবাইল থেকে যে কোনো ইউপিআই অ্যাপ খুলে মেশিনের এই কিউআর কোডটি স্ক্যান করতে হবে।
আরও পড়ুন, বাম্পার মোবাইল রিচার্জ সেরা অফার, এক রিচার্জে 4 গুন সুবিধা, কম দামে সেরা প্ল্যান।
Scan করা হলে এবার যে পরিমাণ টাকার প্রয়োজন, সেটা লিখতে হবে। তবে এটিএম কার্ড ছাড়া টাকা তোলার ক্ষেত্রে ৫ হাজার টাকা পর্যন্ত তোলা যাবে।
এবার UPI PIN দিয়ে Proceed করলেই মেশিন (ATM Withdrawal Without Card) থেকে টাকা তুলতে পারবেন।
Written by Rajib Ghosh.