রেশন কার্ড থাকলেই ৭ ভাবে টাকা দিচ্ছে সরকার। কোন প্রকল্পে আপনি পাবেন, জেনে নিয়ে আবেদন করুন

সারা দেশের জনগণকে বিনামূল্যে বা স্বল্পমূল্যে খাদ্য সামগ্রী প্রদান করতে Ration Card তথা রেশন কার্ড দেওয়া হয়ে থাকে। এই রেশন কার্ড গ্রাহকের পারিবারিক ও আর্থিক অবস্থা অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে। আর কোন ক্যাটাগরির রেশন কার্ডে কি সুবিধা রয়েছে, সেটা জানতে হলে এখানে ক্লিক করে জানতে পারবেন। আর এবার এই Ration কার্ড গ্রাহকদের PMAY, PM Kisan Yojana, E Shram Card, PM Ujjawala Yojana এর মতো কমপক্ষে সাতটি প্রকল্পের মাধ্যমে আর্থিক বা বিভিন্ন ভাবে সহযোগিতা করে থাকে রাজ্য ও কেন্দ্র সরকার। তবে সবার জন্য সমস্ত প্রকল্প নয়। কোন প্রকল্পের মাধ্যমে আপনি উপকৃত হতে পারবেন, জেনে নিয়ে সেই প্রকল্পে আবেদন করতে পারেন।

Advertisement

রেশন কার্ডের মাধ্যমে ৭টি প্রকল্পে লাভবান হতে পারবেন

রেশন কার্ড অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। যা বহু মানুষের অন্ন সংস্থান যোগায় বহু নিম্ন মধ্যবিত্ত মানুষের। তারসাথে এই কার্ড একটি উল্লেখযোগ্য পরিচয়পত্র হিসেবেও ব্যবহৃত হয়। যা অনেক ধরনের সরকারি প্রকল্পের সুবিধা পেতে সাহায্য করে। এরকম সাতটি কেন্দ্রীয় সরকারের প্রকল্প রয়েছে, যেগুলিতে গরিবদের জন্য অর্থ সাহায্য ছাড়াও অন্যান্য সুবিধা দেওয়া হয়। শুধু Ration কার্ড থাকলেই এই প্রকল্পগুলোতে আবেদন করতে পারবেন। কোন কোন প্রকল্প? জেনে নিন।

Advertisement

বিশ্বকর্মা যোজনা

দরিদ্র কারিগর ও শ্রমিকদের উন্নতির জন্য ২০২৩ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চালু করেন বিশ্বকর্মা যোজনা তথা PM Biswakarma Yojana. এই প্রকল্পের আওতায় ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ (Loan) পাওয়া যায়। এই প্রকল্পের সুবিধা নিতে নির্দিষ্ট ক্যাটাগরির Ration Card দেখিয়ে আবেদন করতে পারেন উপযুক্ত ব্যক্তিরা। এই সম্মন্ধে আরও জানতে এখানে ক্লিক করুন।

প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY)

বাস্তুহীন মানুষদের মাথার উপর পাকা ছাদ তৈরি করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana) চালু হয়েছে। যা পশ্চিমবঙ্গে বাংলা আবাস যোজনা (Bangla Awas Yojana) নামেও পরিচিত। পাহাড় ও শহরাঞ্চলে আবেদনকারীদের এই প্রকল্পে ১ লক্ষ ৩০ হাজার এবং গ্রামাঞ্চলে ১ লক্ষ ২০ হাজার টাকা ঘর তৈরির জন্য দেওয়া হয়। এই প্রকল্পে বিপিএল রেশন কার্ড (BPL Ration Card) থাকলে তবেই ব্যক্তি আবেদন করতে পারেন।

প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা

কৃষকদের স্বার্থের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করা হয়েছে। এর আওতায় উৎপাদিত ফসল যদি পোকামাকড়, প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য কারণে ক্ষতিগ্রস্থ হয়, তবে তার ক্ষতিপূরণ দেবে কেন্দ্র। কৃষকরা রেশন Ration দ্বারা এই প্রকল্পে আবেদন করতে পারেন। আধার ভেরিফিকেশন হয়ে গেলে একাউন্টে টাকা ঢুকতে শুরু করবে।

Advertisement

ফ্রি সেলাই মেশিন যোজনা

মহিলাদের স্বনির্ভর করার জন্য কেন্দ্র বিনামূল্যে সেলাই মেশিন দেওয়ার যোজনা চালু করেছে। উপযুক্ত মহিলারা Ration কার্ডের মাধ্যমে আবেদন সম্পন্ন করে বিনামূল্যে সেলাই মেশিন পেতে পারেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তবে আবেদন করার আগে নিশ্চিত হতে হবে, যে এই প্রকল্প কিন্তু সমস্ত রাজ্যে চালু নেই। আবেদন করার আগে দেখে নেবেন, আপনি যে রাজ্যে বসবাস করেন, সেই রাজ্যে এটি উপলব্ধ আছে কিনা।

আরও পড়ুন, প্রতিমাসে 30 হাজার টাকা আয় করতে এই ব্যবসা করুন। গরমকালে রমরমিয়ে চলবে।

কিষান সম্মান নিধি (PM Kisan Yojana)

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষকদের স্বার্থে আরো একটি যোজনা চালু করেছেন। যার নাম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। কৃষিকাজ তথা কৃষকদের জীবনধারণের মান উন্নত করতে বছরে ৬ হাজার টাকা ভাতা প্রদান করে এই প্রকল্প কেন্দ্র। তিনটি কিস্তি মারফত ২০০০ টাকা করে দেওয়া হয়। এই প্রকল্পে আবেদন করতে Aadhaar Card ও Ration Card এর প্রয়োজন হয়। এই বিষয়ে আরও জানতে এখানে ক্লিক করুন।

শ্রমিক সুরক্ষা কার্ড ও E Shram Card

শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য চালু করা হয়েছে শ্রমিক সুরক্ষা কার্ড। ১৮ থেকে ৫৯ বছর বয়সে থাকা শ্রমিক এখানে আবেদন জানাতে পারেন। ৬০ বছর বয়স পূর্ণ হলে তাকে প্রতি মাসে ৩০০০ টাকা নিশ্চিত পেনশন প্রদান করে কেন্দ্র সরকার। সেই সঙ্গে ১ লক্ষ এবং ২ লক্ষ টাকা জীবন বীমা ও দেওয়া হয়। E Shram Card পেতে রেশন ও আধার কার্ড দিয়ে আবেদন করুন।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা

দরিদ্র মা-বোনেদের উনুনের ধোঁয়া থেকে রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক চালু করা হয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PM Ujjawala Yojana). এর আওতায় বিনামূল্যে গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder) এবং প্রতি সিলিন্ডার পিছু ৩০০ টাকা ভর্তুকি দেওয়া হয়। অন্ত্যোদয় যোজনার রেশন ও আধার কার্ড দেখিয়ে এই প্রকল্পে আবেদন করা যায়। এছাড়া উজ্জলা যোজনা ছাড়াও সাধারণ গ্রাহকেরা সাবসিডি যুক্ত রান্নার গ্যাস সিলিন্ডার পেয়ে থাকেন।

আরও পড়ুন, ব্যবসা করতে টাকা দিচ্ছে সরকার, এইভাবে আবেদন করলেই ৫ মিনিটে একাউন্টে টাকা ঢুকবে।

সুতরাং এই সকল প্রকল্পে রেশন ও আধার কার্ড থাকলেই সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। আর কৃষক, দিন মজুর, গৃহিণী, বেকার, স্বনির্ভর গোষ্ঠীর মহিলা, ছোট ব্যাবসায়ী অর্থাৎ সমাজের সমস্ত শ্রেণীর মানুষ কোনওনা কোনও প্রকল্পের দ্বারা আর্থিক ও বিভিন্নভাবে উপকৃত হতে পারেন। তাই আপনি যে প্রকল্পের যোগ্য সেই প্রকল্পে আবেদন করেই সরকারি সুযোগ সুবিধা ভোগ করতে পারেন। এই বিষয়ে আপনার আরও তথ্য জানতে নিচে কমেন্ট করতে পারেন। অথবা কোন প্রকল্পে কিভাবে আবেদন করবেন ও কি কি সুবিধা রয়েছে, জানতে হলে এখানে ক্লিক করুন।
নিয়মিত এইধরনের আপডেট পেতে EK24 News ফলো করুন।
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment