আবার নতুন করে স্কুল ছুটির সিদ্ধান্ত বিভিন্ন রাজ্যে!
ভারী বৃষ্টিতে জেরবার দেশ! কলকাতা সহ বাংলাও বাদ যায়নি। আর এই কারনে বিভিন্ন রাজ্যের একাধিক এলাকায় স্কুল-কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ সরকারের। অর্থাৎ গরমের ছুটি কাটতে না কাটতেই স্কুল ছুটির ঘোষণা।
আবার বৃষ্টির কারনে স্কুল ছুটি বিভিন্ন রাজ্যে
দেশের অধিকাংশ রাজ্যেই ভারী বৃষ্টির কারণে জলমগ্ন পরিস্থিতি। কলকাতা সহ সমগ্র বাংলাও এই প্রবল বৃষ্টিপাত থেকে রেহাই পাচ্ছে না।
এরই পরিপ্রেক্ষিতে আবহাওয়া দফতরের পক্ষ থেকে ভারী বৃষ্টি নিয়ে বড় আপডেট দেওয়া হয়েছে। আর সেই কারণে আপাতত রাজ্যে স্কুলগুলিকেও কিছুদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
উল্লেখ্য, গতমাসেই গরমের ছুটি কাটিয়ে স্কুল গুলি খুলে ছিল রাজ্যে। ফের আগের নিয়মে ক্লাস করতে যেতে হচ্ছিল ছাত্র-ছাত্রীদের। কিন্তু প্রখর রোদের তাপে তাতে কষ্টও হচ্ছিল ভীষণ।
এজন্য অবশ্য আমাদের রাজ্যে বেশ কিছু স্কুল মর্নিং ক্লাস করানোর সিদ্ধান্ত নেয়। ভারতের বেশ কিছু রাজ্যে যেগুলিতে গরমের ছুটি শেষ হয়নি তখনো সেগুলি গরমের ছুটি আরো বাড়িয়ে দেয়। কথা ছিল গরম কমলে পুনরায় খোলা হবে সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু এবার গরম অতীত হলেও, ভারী বৃষ্টিপাতের জেরে স্কুল খোলার আগেই ফের স্কুল ছুটি ঘোষণা করতে হলো স্কুলগুলিতে।
কোন কোন রাজ্যে?
আইএমডির বিজ্ঞানী সোমা সেন জানিয়েছেন, “সৌরাষ্ট্র, কচ্ছ, গোয়া, মধ্যপ্রদেশ অঞ্চলে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি গুজরাটে ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ভারতেও ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দিল্লিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, মেঘালয়ে বৃষ্টিপাত অব্যাহত থাকবে।”
বৃষ্টির কারণে আপাতত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে উত্তরাখণ্ডের রাজ্য সরকার। ৩ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত উত্তরাখণ্ডেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন, জুলাই মাসে কোন কার্ডে কতটা রেশন দেবে, দেখে নিন পুর্নাঙ্গ তালিকা
আবহাওয়া দফতরের শেষ রিপোর্ট অনুযায়ী, নৈনিতাল, বাগেশ্বর, চম্পাওয়াত, আলমোড়া, পিথোরাগড় এবং উধম সিং নগর জেলার কিছু এলাকায় বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। একই সাথে উত্তরাখণ্ডের দেরাদুন, পৌরি, তেহরি ও হরিদ্বার জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন, ভারতীয় নাগরিকদের জন্য অপরিহার্য ৫ টি সরকারি নথি। কোন ক্ষেত্রে কোনটি বাধ্যতামূলক, জেনে নিন
দেরাদুনের আবহাওয়া দফতর বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে। এই সতর্কতার পরিপ্রেক্ষিতে সমস্ত সরকারি, বেসরকারি, বেসরকারি স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছুটি ঘোষণা করা হয়েছে। এই প্রবল বৃষ্টিপাতের ফলে জনজীবনে ব্যাপক বিঘ্ন ঘটেছে। স্থানীয় প্রশাসন সকলকে সতর্ক থাকার এবং নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। যদিও পশ্চিমবঙ্গে কোথাও ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়নি। সামনে ২য় পার্বিক মুল্যায়ন পরীক্ষা, তাই এই মুহূর্তে স্কুল ছুটি নিয়ে ভাবছে না শিক্ষা দপ্তর।
Written by Nabadip Saha.