এমনিতেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশ ছোঁয়া। তার মধ্যে Kerosene Oil Price in Ration Card বা রেশনে কেরসিনের দাম বাড়লো লিটার প্রতি ৪ টাকা করে। যদিও বর্তমানে কেরোসিন তেল সকলের প্রয়োজন হয় না। তবে গ্রাম গঞ্জের অনেক প্রান্তিক মানুষ কেরোসিন তেলে রান্না করেন বা প্রয়োজনীয় কাজে লাগে। অনেকে এই তেলের বদলে অন্য তেল ও বদলে নিতে পারেন। তাই পর পর ৩ মাস এই দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের পকেটে চাপ বাড়লো। শুধু তাই নয়, এছাড়া যারা নিয়মিত রেশন তোলেন, তাদের জন্য ও আরও চাপ বাড়তে চলেছে। বিস্তারিত জেনে নিন।
Raise of Kerosene Oil Price in Ration Card
সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তে কেরোসিনের দামে বড় ধাক্কা পড়েছে। এক ধাক্কায় রেশনে কেরোসিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বেড়ে এখন দাম হয়েছে প্রায় ৬৭ টাকা। কলকাতায় এই দাম হলেও, গ্রাম বাংলায় এই দাম প্রায় ৭০ টাকার কাছাকাছি হবে। শহরের লোকের কেরোসিন তীর বিশেষ প্রয়োজন না হলেও, যারা গুটে, কাঠকয়লা দিয়ে রান্না করেন তাদের কেরোসিন তেলের প্রয়োজন হয়। রঙ এর কাজে তারপিন তেলের প্রয়োজন হয়, গ্রামে অনেকেই এই তেল দিয়ে বাতি জ্বালান, অনেকেই এখন স্টবে রান্না করেন। তাদের জন্য এই দাম বৃদ্ধি, বিনা মেঘে বজ্রপাতের মতো মনে হবে।
কেরোসিনের দাম কেন বাড়লো?
একদিকে অনেকেই বলছেন, কেরোসিন তেলের ব্যাবহার কমানোর জন্যই তেলের দাম (Kerosene Price) বার বার বাড়ানো হচ্ছে। যাতে মানুষ বিকল্প ব্যবস্থা খুঁজে নেয়। আবার অনেকেই বলছেন, বিশ্বব্যাপী তেলের দামের ঝড় উঠেছে কয়েক মাস ধরে। মধ্যপ্রাচ্যের অস্থিরতা আর যুদ্ধের ছায়া পড়ায় সাপ্লাই চেইন বিঘ্নিত হয়েছে। আমদানি খরচ বেড়ে যাওয়ায় দেশের ভেতরে কেরোসিনের মূল্য নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। যার জেরে ধাপে ধাপে বাড়ছে তেলের দাম। সূত্রের খবর, সরকারের তেল মন্ত্রণালয় ইতিমধ্যেই এই নিয়ে ভাবনা চিন্তা করছে। তাতে সাময়জ দাম কম্লেও দাব বাড়তেই থাকবে, এটাই বাস্তব।
গ্রামীণ অর্থনীতিতে কী প্রভাব পড়বে?
গ্রামের অনেক পরিবার কেরোসিনে রান্না করে এবং আলো জ্বালায়। হটাত করে দাম বৃদ্ধিতে তাদের মাসিক খরচ ১০-১৫% বাড়তে পারে। কৃষকরা মশাল জ্বালাতে এটা ব্যবহার করেন, তাদের উৎপাদন খরচও উঠবে। ছোট ব্যবসায়ীরা যারা কেরোসিন-নির্ভর, তারা দাম বাড়িয়ে গ্রাহক হারাতে পারেন। সামগ্রিকভাবে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বাড়ার আশঙ্কা রয়েছে। সরকার সাবসিডি বাড়ানোর কথা ভাবছে
কেরোসিন তেলের দাম বৃদ্ধি নিয়ে সরকারের প্রতিক্রিয়া
যদিও কেরোসিন তেল (Kerosene Oil Price) সহ সমস্ত পেট্রোলিয়াম পণ্যের দাম বৃদ্ধি নিয়ে কেন্র সরকারের বরাবরের মতো একটাই উত্তর, সেটি হলো আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি ও পরিবহন খরচ বেড়ে গেছে। কেন্দ্রীয় তেল মন্ত্রী বলেছেন, জাতীয় স্বার্থ রক্ষার জন্য ও আন্তর্জাতিক চুক্তি মেনেই এই দাম বৃদ্ধির সিদ্ধান্ত। তবে সরকার বিপিএল কার্ড তথা দরিদ্রদের জন্য Kerosene Price নিয়ে বিশেষ প্যাকেজ ঘোষণা করতে পারে। তাদের সাবসিডির পরিমাণও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন, পশ্চিমবঙ্গে ডিসেম্বর মাসের রেশন তালিকা। কোন রেশন কার্ডে কি কি বিনামূল্যে রেশন পাবেন তালিকা দেখে নিন
সরকার প্রদত্ত কেরসিনের বিকল্প উপায়
- এলপিজি গ্যাসে রান্না করলে খরচ কমবে।
- বিদ্যুৎহীন গ্রামে সৌরশক্তির আলো ব্যবহারের উদ্যোগ।
- অপ্রচলিত শক্তি ব্যবহারে সরকারি সাবসিডি।
- রেশনের কেরোসিনে পুনরায় সাবসিডি চালু করার প্রস্তাব।
ভবিষ্যতে কেরোসিন তেলের দাম
বিশেষজ্ঞরা বলছেন, পরের তিন মাসে আরও Kerosene Oil Price বা তেলের দাম বাড়তে পারে। চুপিসারে সরকার নতুন আমদানির চুক্তি করছে যাতে সাময়জ ভাবে দাম নিয়ন্ত্রণে আসতে পারে। তবে কেরোসিন তেল যেহেতু আগের মতো বহুল ব্যবহৃত পণ্য নয়, তাই সরকার এর দাম কমাতে কতটা পদক্ষেপ নেবে প্রশ্ন রয়েছে। তবে রাজ্য সরকার বিনামূল্যে রেশন আলিয়ে যাবে, সেই ঘোষণা ইতিমধ্যেই পাওয়া গেছে।