Free Gas Cylinder – মহিলাদের বিনামূল্যে ৩টি রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা। কারা ও কিভাবে আবেদন করবেন?

দেশের নিম্নবিত্ত অসহায় মহিলাদের উনুনের ধোঁয়া থেকে মুক্ত করতে আর বিনামূল্যে রান্নার গ্যাস বা Free Gas Cylinder দিতে আগেই মোদি সরকার চালু করেছিল পিএম উজ্জ্বলা যোজনা (PM Ujjwala Yojana Scheme). দেশের মোট ১০ কোটি মহিলা বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে গ্যাস কানেকশন এবং প্রতি মাসে ভর্তুকিযুক্ত দামে LPG সিলিন্ডার লাভ করেছেন।

Free Gas Cylinder Scheme for Every Woman in this state.

তবে এবার সেই উজ্জ্বলা যোজনা কে টেক্কা দিতে মহারাষ্ট্র রাজ্য সরকার নিয়ে এলো মহিলাদের জন্য আরো বেশি সুবিধা। রান্নার গ্যাস ভর্তি সিলিন্ডার নিতে এবার এক টাকাও লাগবেনা। মহিলারা পাবেন বছরে ৩ টি করে রান্নার গ্যাস সিলিন্ডার সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। শুধু নিম্নবিত্ত বা দুস্থ নন, রাজ্যের বাসিন্দা হলেই এবং তার নামে গ্যাস কানেকশন থাকলেই যে কোন মহিলা এই Free Gas Cylinder এর সুবিধা পাওয়ার যোগ্য।

আরও পড়ুন, মোবাইল রিচার্জের দাম বাড়তেই গ্রাহক বাড়ছে BSNL এর। পাবেন ১ মাসের দামে ৩ মাসের ভ্যালিডিটি।

মহিলাদের জন্য বিশেষ ঘোষণা

মহারাষ্ট্রে বর্ষাকালীন অধিবেশনের সময় বিধানসভায় বাজেট পেশ করেছেন উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। সকল মহিলাদের Free Gas Cylinder Scheme এর মাধ্যমে বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়া, মাসিক ভাতা সহ আরো বেশ কিছু বিশেষ সুবিধার কথা এবারের বাজেটে ঘোষণা করা হয়েছে, যা তাদের জন্য একটি বড় সুখবর। কি কি ঘোষণা হল, তা একনজরে নিচে দেখে নিন।

বিনামূল্যে এলপিজি সিলিন্ডার

উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ঘোষণা করেছেন যে প্রতিটি যোগ্য পরিবারকে বছরে বিনামূল্যে ৩টি গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। রান্নাঘরে পরিষ্কার জ্বালানির ব্যবহার বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কারা এই সুবিধা পাবেন, সরকারই বিজ্ঞপ্তির মাধ্যমে খুব শীঘ্রই জানানো হবে।

আরও পড়ুন, রেশন কার্ড গ্রাহকদের মোবাইলে মেসেজ ঢুকছে। আপনি পেয়েছেন? না পেলে কার্ড বাতিল?

‘আমার প্রিয় বোন’ স্কিম

পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আদলে এবার মহারাষ্ট্রের মহিলারা মাসে মাসে ভাতা পাবেন। যে স্কীমের নাম দেওয়া হয়েছে, আমার প্রিয় বোন স্কীম। এই স্কিমের অধীনে ২১ থেকে ৬০ বছর বয়সী মহিলারা প্রতি মাসে ১৫০০ টাকা করে পাবেন। তবে শুধুমাত্র মহারাষ্ট্রের মহিলারা এই স্কিমের সুবিধা নিতে পারবেন।

মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনা

কেন্দ্রে অন্নপূর্ণা যোজনা ও লাখপতি দিদি যোজনা চালু রয়েছে। আর এবার মহারাষ্ট্রেও মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনার অধীনে ২৫ লক্ষ মহিলাকে কোটিপতি বানানোর লক্ষ্য নেওয়া হয়েছে। বৃত্তিমূলক শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর উদ্দেশ্যে স্বনির্ভর কৃষকদের সহায়তা প্রদান করা হবে।

অন্যান্য ঘোষণাগুলিঃ
১. মহারাষ্ট্রের মহিলাদের জন্য ১০ হাজার গোলাপি রিকশা সরবরাহ করা হবে।
২. নতুন মেডিক্যাল যান বা Ambulance কেনা হবে।
৩. বাচ গ্রুপের তহবিলে ১৫,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকা প্রদান করা হবে।
৪. বৃত্তিমূলক শিক্ষায় ৮ লক্ষ টাকা আয়ের মেয়েদের একশো শতাংশ ছাড় দেওয়া হবে।

আরও পড়ুন, মাসে মাসে ২০০০ টাকা দেবে কেন্দ্র সরকার। এই স্কীমে আবেদন পদ্ধতি জেনে নিন

অজিত পাওয়ার এর বক্তব্যঃ
অজিত পাওয়ার তাঁর বক্তব্যে উল্লেখ করেছেন, তৃতীয়বার কেন্দ্রীয় সরকার গঠনের পর ৭৬ হাজার কোটি টাকার সম্প্রসারণ বন্দর অনুমোদন হয়েছে এবং রাজ্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে শক্তিশালী সমর্থন আশা করছে।
মহারাষ্ট্র সরকারের ফ্রি গ্যাস সিলিন্ডার ও মাসিক ভাতার মতো এই নতুন পদক্ষেপগুলি নারীদের উন্নয়ন ও স্বনির্ভরতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিনামূল্যে এলপিজি সিলিন্ডার বিতরণের (Free Gas Cylinder) উদ্যোগটি নারীদের গৃহস্থালীর কাজ সহজ করে তুলবে এবং পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহারকে উৎসাহিত করবে।।
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment