DA Hike – চলতি মাসে ১৮% ডিএ পাবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা। হিসাব টা কিভাবে করবেন?

১৪ শতাংশ নয়, একেবারে ১৮ শতাংশ ডিএ বাড়লো রাজ্য সরকারি কর্মীদের। এমনটাই গুঞ্জন কর্মীদের মধ্যে! এই বিষয়ে কিছুদিন আগেই DA Hike এর বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট করেছে নবান্ন। গত বছর ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী প্রথম রাজ্য সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেন। এই নিয়ে অনেকেই বিভ্রান্ত, তাই সঠিক তথ্য জেনে নেওয়া ভালো।

DA Hike for West Bengal Govt Employees

গত বছর নভেম্বর পর্যন্ত ষষ্ঠ বেতন কমিশনের (6th Pay Commission) আওতায় সকলের ডিএ ছিল ৬ শতাংশ। ডিসেম্বরের পর থেকে তা বেরিয়ে হয় ১০ শতাংশ। যা ফেব্রুয়ারিতে একাউন্টে পান কর্মীরা। এরপর ফেব্রুয়ারি মাসে রাজ্যের বাজেটে আরও ৪ শতাংশ দিয়ে ঘোষণা করা হয়। যেটি মে মাসের একাউন্টে ঢোকার কথা ছিল। স্বাভাবিকভাবেই এরপর ডিএর পরিমাণ হয় ১৪ শতাংশ। মে মাসের বেতনে এই হারেই টাকা লাভ করেছেন সকলে। কিন্তু এবার রাজ্য সরকার জানালো ১৪ নয়, বরং আরো ৪ শতাংশ বাড়িয়ে মোট ১৮ শতাংশ করা হবে রাজ্য সরকারি কর্মীদের ডিএ। যাতে খুশির হাওয়া বইছে সকলের মনে।

এখন কত শতাংশ ডিএ পাবেন?

মে মাসের বেতন ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মীদের একাউন্টে ঢুকে গেছে জুনে। কথা মত ১৪ শতাংশ হারে ই বেতন লাভ করেছেন সমস্ত রাজ্য সরকারি কর্মী ও পেনশনাররা। যদিও অনেকেই এতে খুশি হননি। কারণ কেন্দ্রীয় সরকার যেখানে ডিএ বাড়িয়ে ৫০ শতাংশ করেছে, আর কিছুদিন পর তাদের অষ্টম বেতন কমিশন চালু হবে, সেখানে রাজ্য এখন তাদের মাত্র ১৪ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করছে। এই কারণে একাংশের বক্তব্য ছিল, “কেন্দ্ররাজ্য ফারাক ৩৬ শতাংশ রয়ে গেল এখনো।”

কিন্তু এরপর গত ১১ ই জুন নবান্নের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয় তাতে আনন্দে ভরে যায় অনেক রাজ্য সরকারি কর্মীদেরই মন। মে মাসের ডিএ (DA Hike) নিয়ে এই বিজ্ঞপ্তি জারি করেছিল নবান্ন। যেখানে বলা হয় মহার্ঘ ভাতা মে মাস থেকে নয় বরং রাজ্য সরকারি কর্মীদের এপ্রিল মাস থেকে প্রদান করবে সরকার। এরপর অনেকের মনেই প্রশ্ন ঘুরতে থাকে, তবে কি রাজ্য সরকার আরও ৪ শতাংশ ডিএ বাড়াতে চলেছে? ১৪ নয়, এর পরের মাস থেকে ১৮ শতাংশ ডিএ পাবেন তারা?

আরও পড়ুন, চলতি বছরেই বসছে নতুন বেতন কমিশন। সরকারি কর্মীদের বেতন দেড় গুন বাড়বে

তবে এই হিসাবে অনেকেই ভুল করছেন বা ভুল বুঝছেন। তাহলে বর্তমানে ঠিক কত শতাংশ DA Hike পাবেন রাজ্য সরকারি কর্মীরা?
এপ্রিলে বেসিকের সঙ্গে ১০ শতাংশ হারে ডিএ যোগ করে বেতন পেয়েছেন রাজ্যের কর্মীরা। যেহেতু বাজেটের ঘোষণায় মে মাস থেকে DA Hike এর উল্লেখ ছিলো তাই তারা এপ্রিল মাসে ১০% হারেই DA পেয়েছিলেন। কিন্তু গত সপ্তাহে এই অর্ডার পরিবর্তন করে এপ্রিল মাস থেকে ১৪% হারে DA চালু করা হয়।

যার জেরে যেহেতু এপ্রিল মাসের বেতনে ১০% DA ই সকলে পেয়েছেন, তাই এপ্রিল মাসের বকেয়া ৪% DA মে মাসের ১৪% DA এর সাথে এরিয়ার হিসাবে পাবেন। অর্থাৎ সহজ কথায় বর্তমানে ডিএ ১৪% ই আছে। শুধুমাত্র এপ্রিল মাসের বকেয়া ৪% চলতি মাসে পাবেন, তাই জুন মাসে ১৪+৪% = ১৮% ডিএ পাবেন। কিন্তু পরের মাস থেকে আবার ১৪% করেই ডিএ পাবেন। তাই আর বিভ্রান্ত না হয়ে সকলকে এই প্রতিবেদনটি শেয়ার করার অনুরোধ রইলো।
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment