ভ্যাকসিন কতটা সুরক্ষিত ? ভ্যাকসিন নেওয়ার পরেও কিছু ব্যক্তি করোনা আক্রান্ত হতে পারেন। যদিও সম্ভাবনা অনেকটা কম, মাত্র ০.২ শতাংশ। অর্থাৎ প্রতি ৫০০ জন টিকা নেওয়া ব্যক্তির মধ্যে একজন করোনায় আক্রান্ত হতে পারেন, ইংল্যান্ডে এই সমীক্ষাটি করা হয়। করোনা ভাইরাসকে রুখতে গোটা বিশ্ব জুড়ে চলছে টিকাকরণ অভিযান বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ভ্যাকসিন নেওয়ার পর করোনা আক্রান্ত হলেও মৃত্যুর সম্ভাবনা থাকে খুবই কম, ইংল্যান্ডে করা একটি সমীক্ষায় দেখা গিয়েছে, প্রতি ৫০০ জন মানুষের মধ্যে মাত্র একজন টিকা দেওয়ার পরেও সংক্রমিত হয়েছেন। একটি গবেষণায় দেখা গিয়েছে, ভ্যাকসিন নেওয়ার দুসপ্তাহ পরে টিকার সুরক্ষাচক্র সবচেয়ে বেশি মজবুত হয়।কোভিড -১৯ নিয়ে একটি গবেষণায় দেখা গিয়েছে, সংক্রমণের পাঁচটি সাধারণ লক্ষণের মধ্যে রয়েছে মাথা ব্যথা, নাক দিয়ে জল পড়া, হাঁচি, গলা ব্যথা এবং গন্ধ কমে যাওয়া। তবে এমনও বেশ কিছু সংখ্যক করোনা পজিটিভ রুগী রয়েছেন, যাদের এসব কিছুই হয়নি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ভ্যাকসিন নেওয়ার পর করোনা আক্রান্ত হলেও মৃত্যুর সম্ভাবনা থাকে খুবই কম। পাশাপাশি, আক্রান্ত হলেও ওই ব্যক্তির দ্রুত সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাও থাকে বেশি।