সব কিছু খুলে গেছে, স্কুল কবে খুলবে। করোনা আবহে গত বছরের মার্চ মাস থেকেই বন্ধ দেশের এবং রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি। প্রথম ঢেউয়ের পর দ্বিতীয় ঢেউ এসে গিয়েছে, এখন আবার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা, তাই স্কুল কলেজ কবে খুলবে সেই ব্যাপারে এখনও পরিষ্কার কিছুই বলা সম্ভব হচ্ছে না সরকারের তরফে। কিন্তু দেশের শীর্ষ আদালতের পড়ুয়াদের আবেদন ছিল যে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলিকে স্কুল খোলার ব্যাপারে নির্দেশ দিক আদালত। কিন্তু স্কুল খোলা নিয়ে নির্দেশ দিতে নারাজ সুপ্রিম কোর্ট। পড়ুয়াদের আবেদন ছিল যাতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারকে নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত। কিন্তু এই ব্যাপারে সুপ্রিম কোর্টের বক্তব্য, শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপার রাজ্যের এক্তিয়ারভুক্ত তাই এই ব্যাপারে আদালত কোনও নির্দেশ দিতে পারবে না। এই বিষয় নিয়ে কেন্দ্র এবং রাজ্যের দুই তরফের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই বিষয়ে আরও জানানো হয়েছে, একাধিক দেশে এই পরিস্থিতিতে স্কুল খোলার পর পরিস্থিতি কেমন হয়েছে তা ইতিমধ্যেই সকলে জানে। তাই এই বিষয়টির জটিলতার জন্য সরকারের ওপর সিদ্ধান্তের ব্যাপারটি ছেড়ে দেওয়াই ভালো। এমনই মনে করছে দেশের শীর্ষ আদালত। তাই তাদের স্পষ্ট বক্তব্য, এই ব্যাপারে কেন্দ্র এবং রাজ্য ছাড়াও সিদ্ধান্ত নেবে স্কুল কর্তৃপক্ষ। তাই পড়ুয়াদের যে আবেদন ছিল তা খারিজ করে দিয়েছে ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। অন্যদিকে স্কুল খোলা নিয়ে দ্বিধা বিভক্ত অভিভাবকেরা। আবার ১৮ বছরের নিচে ভ্যাক্সিন দেওয়া চালু হওয়ার আগে রিস্ক নিতে চাইছে না কেন্দ্র ও রাজ্য। এদিকে উত্তরবঙ্গে শিশুদের অসুস্থতা নতুন করে ভাবাচ্ছে।