আপনি কি ভারতের স্থায়ী নাগরিক? আধার কার্ড রয়েছে? তবে আধার কার্ড বাতিলের বা Aadhar Card Deactivate নিয়ে একটি খারাপ খবর রইল আপনার জন্য। কেন্দ্রীয় সরকার একের পর এক আধার কার্ড বাতিল করে যাচ্ছে বর্তমানে। এখনো পর্যন্ত আধার সংস্থা UIDAI এই রকম হাজার হাজার মানুষের আধার কার্ড বাতিল করেছে। কেন হচ্ছে এরকম? কাদের কাদের আধার কার্ড (Aadhaar Card) বাতিল করা হচ্ছে? এই নিয়ে তীব্র সন্দেহ সৃষ্টি হয়েছে মানুষের মনে।
Aadhar Card Deactivate News In West Bengal.
কারণ সরকার মারফত ঠিকভাবে কিছুই বলা হয়নি। এদিকে আধার কার্ডের মতো প্রয়োজনীয় জিনিস তা যদি একবার বাতিল (Aadhar Card Deactivate) হয়ে যায়, তবে কোন সরকারি সুবিধাই আর পাওয়া যাবে না। তাই গভীরভাবে আশঙ্কায় ভুগছেন বর্তমানে দেশের আধার কার্ড ধারীরা। চলুন এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। বর্তমানে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হলো আধার কার্ড।
ব্যাংক একাউন্ট (Bank Account) থেকে শুরু করে রেশন প্রতিক্ষেত্রেই আধার লিংক (Aadhaar Link) বাধ্যতামূলক এখন। তাই এই কার্ড যার নেই সে সমস্ত ধরনের সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। UIDAI এর পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে দেশের মধ্যে 130 কোটি মানুষের আধার কার্ড রয়েছে। এর মধ্যে ৩২ কোটি লোকের Aadhar Card Deactivate বা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে আধার সংস্থা?
প্রায় ১০% লোকের নাম আধারের তালিকা থেকে সরতে চলেছে এক্ষেত্রে। ইতিমধ্যেই অনেকের ক্ষেত্রে এই প্রক্রিয়া সম্পন্ন করেছে আধার সংস্থা। যার কারণে অনেকের সুযোগ সুবিধা বন্ধ হয়ে গিয়েছে। একটি সূত্রের খবর অনুযায়ী দেখা গেছে, পশ্চিমবঙ্গের মধ্যে এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুরের জৌগ্রাম, আজাপুর, আবুজহাটি এই তিনটি গ্রামে। মোট ৭০০টি পরিবারের এক বা একাধিক সদস্যের Aadhar Card Deactivate চিঠি পেয়েছেন তারা।
যেমন তাদের কারোর রেশন (Ration) আটকে গেছে, আবার কেউ ব্যাংক একাউন্ট (Bank Account) থেকে টাকা তুলতে পারছেন না। এরকম আরো অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন মানুষ। আর এই Aadhar Card Deactivate হওয়ার কারণের জন্য ভবিষ্যতে এই ধরণের আরও সমস্যা হতে পারে বলে মনে করছেন অনেকে। এই সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক।
Why UIDAI Aadhar Card Deactivate?
কেন বাতিল হচ্ছে কোটি কোটি আধার কার্ড? এই নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিছুই স্পষ্টভাবে বলা হয়নি। তবে যাদের আধার কার্ড বাতিল (Aadhar Card Deactivate) হচ্ছে তাদের চিঠি থেকে এ ব্যাপারে কিছু তথ্য পাওয়া গেছে। চিঠিতে বলা আছে, আধার রেগুলেশন আইন ২০১৬ র ২৮ নম্বর ধারা অনুযায়ী, কিছু ব্যক্তি নাকি ভারতের নাগরিক হওয়ার যোগ্যতা পূরণে ব্যর্থ হয়েছেন। তাই তাদের Aadhar Card Deactivate করা হচ্ছে।
এদিকে এরকম কথার কোনো ঢের খুঁজে পাচ্ছে না কেউ। কারণ পূর্ব বর্ধমানের যে ৭০০ পরিবারের সদস্যরা এই চিঠি পেয়েছেন তারা সকলেই এদেশের স্থায়ী নাগরিক। আবার যদি বলা হয় এন আর আই দের কথা, তাহলে ২০১৮ র পর যারা এদেশে এসেছেন তাদের অনেকেরই ভিসার মেয়াদ ফুরিয়ে যাবার পরও এদেশে বাস করায় অনেক আগেই তাদের আধার বাতিল (Aadhar Card Deactivate) করা হয়েছে। তাহলে ঠিক কাদের আধার কার্ড আবারো বাতিলের সিদ্ধান্ত নিল কেন্দ্র?
কোনটাই বা আসল কারণ? কিছুই বুঝতে পারছে না মানুষ। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলেও তরজা শুরু হয়ে গিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “লোকসভা নির্বাচনে রাজ্যের মানুষ যাতে ভোট না দিতে পারে সেই জন্যই মোদি সরকার এই চাল চলেছে। আবার রাজ্যের বিজেপি সাংসদ দিলীপ ঘোষের মন্তব্য, “যারা আধার কার্ড করেছিল তাদের গুলোই কেবল মাত্র বাতিল করা হচ্ছে। কিন্তু আদৌ Aadhar Card Deactivate এই বিষয়টি সত্যি কিনা তা নিয়ে এখনও সংশয় থেকে গিয়েছে।
আপনার কার্ড বাতিল হয়েছে কিনা কিভাবে জানবেন?
১. UIDAI এর ওয়েবসাইট ভিজিট করুন।
২. হোমপেজের নীচে Check Aadhaar Validity অপশনে ক্লিক করুন।
৩. এরপর একটি নতুন পেজ খুলবে। সেখানে নির্দিষ্ট স্থানে নিজের আধার নম্বর এবং ক্যাপচা কোড এন্ট্রি করুন।
৪. সাবমিট বাটনে ক্লিক করুন।
৫. যদি আপনার আধার কার্ডে মোবাইল নম্বর যুক্ত থাকে এবং এর ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পূর্ণ করে থাকেন তবে Adhaar Verification Complete এই লেখাটি দেখাবে। এর অর্থ আপনার আধার কার্ড বৈধ, এটি বাতিল করা হবে না।
টাকার প্রয়োজনে এবার আধার কার্ড। মাত্র 5 মিনিটে 5 লাখ টাকা লোন পেতে এইভাবে আবেদন করুন।
Aadhar Card Deactivate বা আধার কার্ড বাতিল নিয়ে এখনো পর্যন্ত কোন ধরনের স্পষ্ট বার্তা কেন্দ্রীয় সরকারের তরফে পাওয়া যায়নি এবং এছাড়াও যারা এই চিঠি পেয়েছে তারাইবা কি করবেন? সকলেই খুবই চিন্তিত হয়ে রয়েছেন বর্তমানে। কিন্তু এই সম্পর্কে আরও কোন খবর পেলে আমরা অবশ্যই সবার সঙ্গে শেয়ার করব। সেই জন্য আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ।
Written by Nabadip Saha.
স্টেট ব্যাংকের নতুন স্কিম। 5 লক্ষ দিন 10 লক্ষ রিটার্ন নিন। খুশি হয়েছে কোটি কোটি মানুষ।
Aadhaar card