ইতিমধ্যেই ৫০ এর কোটা ছুঁয়েছে কেন্দ্রের মহার্ঘ ভাতা (Dearness Allowance). ফলে কর্মীদের বেতন (Salary Hike) ও এক ধাক্কায় অনেকটা বেড়েছে। যা অত্যন্ত আনন্দ সংবাদ। কিন্তু এবার বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে কাজের চাপও ডবল করে দিল কেন্দ্র। উনিশ থেকে বিশ হলেই পোহাতে হবে কঠিন শাস্তি। কেন্দ্রীয় সরকার সম্প্রতি তাদের কর্মীদের (Government Employee) জন্য কড়া নিয়ম জারি করেছে। নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, যারা কাজে গাফিলতি করবেন বা নির্ধারিত সময়ের মধ্যে অফিসে পৌঁছাবেন না তাদের ছাঁটাই করা হতে পারে, এমনকি তাদের বেতনও কাটা যেতে পারে।
এই নতুন নিয়ম কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগ এবং ব্যাঙ্কগুলির জন্য প্রযোজ্য। গত ২৭ জুন, কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং (DOPT) একটি নির্দেশিকা জারি করে যেখানে বলা হয়েছে যে সকল বিভাগকে তাদের কর্মীদের কাজের পারফরম্যান্স নিয়মিত পর্যালোচনা করতে হবে। পর্যালোচনায় যদি দেখা যায় যে কোন কর্মী তাদের কাজের প্রতি দায়িত্বশীল নয় বা নিয়মিতভাবে তাদের কাজে গাফিলতি করে, তাহলে তাদের আগাম অবসর দেওয়া হতে পারে।
আরও পড়ুন, পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ৩ বছরের বেশি এক অফিসে নয়। নিয়ম চালু হয়ে গেল। কাদের জন্য এই অর্ডার?
এই নির্দেশিকা ছাড়াও, কেন্দ্রীয় সরকার দেরিতে অফিসে আসা কর্মীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। নিয়ম অনুযায়ী, অফিসের নির্ধারিত সময় সকাল ৯:১৫টা। যদি কোন কর্মী ৯:১৬ মিনিটের পরে অফিসে আসেন তাহলে তাদের সেদিনের অর্ধেক বেতন কেটে নেওয়া হবে। তবে, মাসে দু’বার এই বিষয়ে ছাড় দেওয়া হবে। যদি কোন কর্মী তৃতীয়বার দেরিতে আসেন তাহলে তাদের একটি পূর্ণ দিনের ছুটি কাটা যাবে। যাইহোক, যদি কোন কর্মী দেরিতে আসার যৌক্তিক কারণ দেখাতে পারেন, তাহলে তাদের এক ঘন্টা দেরির জন্য ছাড় দেওয়া যেতে পারে।
কর্মীদের উপস্থিতির হিসাব রাখার জন্য, কেন্দ্রীয় সরকার তাদের মোবাইল-ভিত্তিক ফেস অথেন্টিকেশন সিস্টেম ব্যবহার করার নির্দেশ দিয়েছে। এই সিস্টেমটি জিও-ট্যাগিং সহ, তাই কর্মীরা কোথায় অবস্থান করছেন তাও ট্র্যাক করা যাবে।
আরও পড়ুন, SBI YONO Loan – স্টেট ব্যাংক গ্রাহকদের ধামাকা অফার। ডকুমেন্টস ছাড়াই ৫ মিনিটে লোন পাবেন।
২০২০ সালেও DOPT কর্মীদের পারফরম্যান্স পর্যালোচনার জন্য একটি নির্দেশিকা জারি করেছিল। কিন্তু অনেক কর্মীই সেই নির্দেশিকা এড়িয়ে চলেছিলেন। নতুন নির্দেশিকা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সরকার সতর্ক করেছে।
সরকারের এই কঠোর পদক্ষেপ কর্মীদের কাজের প্রতি দায়িত্বশীলতা বাড়াতে এবং কাজের গুণগত মান উন্নত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
Written by Nabadip Saha.