West Bengal weather Update

বর্ষার শুরুতেই ঝড়ো ইনিংস বৃষ্টির। বৃষ্টি চলছেই। সেই সঙ্গে দোসর হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ। যার ফলে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। বুধবার বিকেল থেকেই আকাশের মুখ ভার ছিল। সন্ধ্যা নামতেই শহরে ভারী বৃষ্টি শুরু হয়ে যায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে কোথাও ভারী, কোথাও আবার কম বা মাঝারি বৃষ্টি হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। কলকাতা, বারুইপুর, সোনারপুরে মুষলধারে বৃষ্টি হলেও দক্ষিণ ২৪ পরগনার অন্যত্র তেমন একটা হয়নি। ঝিরঝির করে বৃষ্টি হয়েছে হাওড়ায়। বারাকপুরের সন্ধ্যার দিকে বৃষ্টি না হলেও আকাশ মেঘে ঢাকা ছিল। বারাসাত, মধ্যমগ্রামে ইলশে গুঁড়ি বৃষ্টি হয়েছে। বসিরহাট, হিঙ্গলগঞ্জ এলাকাতে সন্ধ্যা থেকে বৃষ্টি হয়েছে। 

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment