West Bengal Traffic Update : যানজট কমাতে বাবুঘাটের আন্তঃরাজ্য বাসস্ট্যান্ড সরতে চলেছে সাঁতরাগাছি বাস টার্মিনাসে …. শহর কলকাতায় যানজট কমাতে বাবুঘাটের আন্তঃরাজ্য বাসস্ট্যান্ড সরতে চলেছে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের সাঁতরাগাছি বাস টার্মিনাসে।সাঁতরাগাছি বাস টার্মিনাস চালু হলে উপকৃত হবে হাওড়া ও কলকাতা– দুই শহরের মানুষই। বৃহস্পতিবার সাঁতরাগাছি বাস টার্মিনাসের পরিকাঠামো দেখতে এসে এমনটাই জানান পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। তার সঙ্গে এদিন পরিদর্শনে ছিলেন এইচ আর বি সি আধিকারিকরা, হাওড়া পুরসভার কমিশনার, হাওড়া সিটি পুলিস ও জেলাশাসক সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।আগামী বছর ১ বৈশাখেই উদ্বোধন হবে বাস টার্মিনাস সংলগ্ন ফ্লাইওভারের। তার আগেই পাইলট প্রজেক্ট হিসেবে কিছু বাস সরিয়ে দেওয়া হবে সাঁতরাগাছিতে।পরিকল্পনা প্রসঙ্গে পরিবহণমন্ত্রী বলেন, পাইলট প্রজেক্ট হিসেবে কিছু বাস চালু হবে সাঁতরাগাছি থেকে। যাতে যানজট না হয়, তার জন্য উড়ালপুলের কাজ চলছে। তা বৈশাখের আগেই শেষ করা হবে |উল্লেখ্য, বেশ কয়েকবছর আগে সাঁতরাগাছি বাস টার্মিনাস চালু হয়। কিন্তু কোনা এক্সপ্রেসওয়েতে বাস ঘোরানোর জন্য যানজটের সমস্যা দেখা দেয়। গতি হারায় এক্সপ্রেসওয়ে। ফলে বাস চালানো যায়নি। এরপর সমস্যা মেটাতে টার্মিনাসে বাস ঢোকা ও বেরোনোর জন্য একটি ফ্লাইওভার তৈরির পরিকল্পনা নেওয়া হয়। যদিও তা এখনও অসম্পূর্ণ। এবার দ্রুত ফ্লাইওভারের কাজ শেষ হয়ে যাবে। এছাড়াও এই টার্মিনাসে জল জমার একটা সমস্যা রয়েছে। তাই নতুন একটি নয়ানজুলি কাটতে হতে পারে। এতে নিকাশির সমস্যা অনেকটাই মিটবে। তবে সাঁতরাগাছি বাস টার্মিনাস চালু হলে গাড়ির চাপ বাড়বে সাঁতরাগাছি ব্রিজে। সেক্ষত্রে মন্ত্রী বলেন, ওই ব্রিজ সম্প্রসারণের দায়িত্ব রেলের। তবে রাজ্য সরকারের তরফ থেকে রেলের সঙ্গে আলোচনা চালানো হচ্ছে। আশা করা যায় সমস্যার সমাধান হবে। উল্লেখ্য, পার্শ্ববর্তী সাঁতরাগাছি স্টেশনের গুরুত্বও বাড়ছে ক্রমশ। এরপর বাবুঘাটের আন্তঃরাজ্য বাস পরিষেবা এখানে চলে এলে পরিবহণ ক্ষেত্রেও বিরাট রদবদল হওয়ার সম্ভাবনা। একইসঙ্গে কমবে কলকাতার উপর বড় গাড়ির চাপ।