State Education Policy 2023 – প্রকাশিত হল রাজ্যের নতুন শিক্ষানীতি, কি কি বদল ঘটল রাজ্যের শিক্ষানীতি দেখেনিন

State Education Policy 2023: রাজ্যের পুরো শিক্ষানীতিতে আমূল পরিবর্তন। কেন্দ্রের জাতীয় শিক্ষানীতিকে গ্রহণ না করে রাজ্যে শিক্ষা দপ্তর রাজ্যের নতুন শিক্ষা নীতি প্রকাশ করেছে। ৯ই সেপ্টেম্বর শনিবার সকালে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে রাজ্যের নতুন শিক্ষানীতি নিয়ে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৭৮ টি পাতা সহ রাজ্য শিক্ষানীতি সংক্রান্ত একটি দীর্ঘ নির্দেশিকা প্রকাশ করেছে রাজ্য শিক্ষাদপ্তর। রাজ্যের নতুন শিক্ষানীতিতে যেরকম রাজ্যের তৈরি কমিটিতে আলোচনা করে রাজ্য শিক্ষা সংক্রান্ত কিছু নতুন পদক্ষেপও গ্রহণ করা হয়েছে ঠিক তেমনই কেন্দ্রের জাতীয় শিক্ষানীতিকেও কিছুটা অনুসরণ করা হয়েছে। রাজ্যের এই নতুন শিক্ষানীতি রাজ্যের অভিজ্ঞ শিক্ষামন্ডলী এবং অভিজ্ঞ শিক্ষাবিদদের পরামর্শ ও আলোচনার এবং সম্পূর্ণ সম্মতির সহযোগেই প্রকাশ করা হয়েছে।

Advertisement

রাজ্যের নতুন শিক্ষা নীতি (State Education Policy 2023)

রাজ্যের নতুন শিক্ষানীতিতে অঙ্গনওয়াড়ি থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সমস্ত স্তরের পড়ুয়াদের শিক্ষা ব্যবস্থার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। রাজ্যের নতুন শিক্ষানীতি অনুযায়ী ১ বছরের প্রাক-প্রাথমিকের ক্লাস, প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত এই ৪ বছর প্রাথমিকের ক্লাস এবং পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই ৪ বছর আপার প্রাইমারি ক্লাস। এরপর নবম ও দশম শ্রেণীর পড়ুয়ারা মাধ্যমিক স্তরের এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা উচ্চ মাধ্যমিক স্তরের অন্তর্ভুক্ত।

Advertisement

নতুন শিক্ষানীতি অনুযায়ী অষ্টম শ্রেণী থেকেই সেমিস্টার পদ্ধতিতে ক্লাস শুরু করার ভাবনা স্কুল শিক্ষা দপ্তরের এবং একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদেরো সেমিস্টার সিস্টেমে পড়ানোর সিদ্ধান্ত উচ্চশিক্ষা দপ্তরের এবং একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় OMR সিটে পরীক্ষা নেওয়ার ভাবনা উচ্চশিক্ষা দপ্তরের। উচ্চশিক্ষা দপ্তরের এই ভাবনা ২০২৬ সাল নাগাদ বাস্তবায়িত করার লক্ষ্যে রয়েছে।

আরোও পড়ুন » National Education Policy – বদলে যাচ্ছে শিক্ষা ব‍্যবস্থা, স্কুলগুলোতে শুরু হচ্ছে নয়া সিস্টেম, জেনে নিন।

রাজ্যের নতুন শিক্ষা পদ্ধতিতে (West Bengal Education Policy) মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং এর পাশাপাশি ইংরেজি ভাষার উপরেও গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন শিক্ষানীতি অনুযায়ী বাংলা এবং ইংরেজি ভাষা পড়ুয়াদের পড়তেই হবে।

রাজ্যের নতুন শিক্ষা পদ্ধতিতে সমস্ত পড়ুয়াদের একটি ‘ইউনিক আইডেন্টিটি কার্ড’ দেওয়া হবে ওই কার্ডে একটি মেমরি থাকবে ওই মেমোরির মধ্যে পড়ুয়ার বিগত বছরগুলির সমস্ত পরীক্ষার রেজাল্ট নথীভুক্ত থাকবে। কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি অনুযায়ী রাজ্যের শিক্ষা নীতিতে ৪ বছরের স্নাতক কোর্সের(Graduation) পাঠক্রম ইতিমধ্যেই চালু করা হয়েছে।

Advertisement

রাজ্যের নতুন শিক্ষা পদ্ধতিতে বলা হয়েছে যে সদ্য নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যেমন গ্রামে গিয়ে চিকিৎসা করা বাধ্যতামূলক সেরকমই শিক্ষকদেরও প্রথমে গ্রামের স্কুলগলিতে গিয়ে শিক্ষকতা করতে হবে।

আরোও পড়ুন » Unique id Card – আধার কার্ড অতীত, পশ্চিমবঙ্গের প্রত্যেক নাগরিকদের করতে হবে এই কার্ড, নইলে পরিষেবা পাবেন না।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment