পশ্চিমবঙ্গের OBC Certificate মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রায় ঘোষণা। 12 লাখ চাকরিপ্রার্থীর জন্য জরুরী ঘোষণা

ওবিসি সার্টিফিকেট (অনগ্রসর শ্রেণি) সংক্রান্ত সংরক্ষণ তথা OBC Certificate নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। সম্প্রতি কলকাতা হাইকোর্টের রায়ে ২০১০ সালের পর থেকে রাজ্যে জারি করা সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়। এই সিদ্ধান্তের ফলে প্রায় ১২ লক্ষ সার্টিফিকেট বাতিল হয়ে যায়। তবে রাজ্য সরকারের তরফে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়। সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪, সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হয়। কি জানানো হল আদালতে? কাদের পক্ষে গেল রায়? জানতে সঙ্গে থাকুন।

West Bengal OBC Certificate case in Supreme Court

রাজ্যের দাবি এবং সুপ্রিম কোর্টে শুনানি

রাজ্যের পক্ষ থেকে মামলায় প্রতিনিধিত্ব করেন বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল। তিনি আদালতকে জানান, কলকাতা হাইকোর্টের রায় মুসলিম সম্প্রদায়ের মতো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিরুদ্ধে একপাক্ষিক। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে মোট ২৮ শতাংশ সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে ২৭ শতাংশ মুসলিম। সংরক্ষণের বিষয়টি রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুসারে করা হয়েছিল।
সুপ্রিম কোর্টে (Supreme Court) রাজ্যের পক্ষ থেকে এও দাবি করা হয় যে, হাইকোর্টের রায়ে উল্লেখিত ‘ধর্মের ভিত্তিতে সংরক্ষণ’ অভিযোগ সঠিক নয়। রাজ্যের ওবিসি তালিকায় মুসলিম ছাড়াও অন্যান্য সম্প্রদায় অন্তর্ভুক্ত আছে।

সুপ্রিম কোর্টের প্রশ্ন ও পর্যবেক্ষণ

সুপ্রিম কোর্টে বিচারপতি কে ভি বিশ্বনাথন এবং বিচারপতি গাভাইয়ের বেঞ্চ OBC Certificate নিয়ে রাজ্য সরকারের পদক্ষেপ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে। বিচারপতিদের মতে, সংরক্ষণ তালিকা তৈরির জন্য যথাযথ কমিশন গঠন না করেই শ্রেণীবিন্যাস কীভাবে করা হলো? হাইকোর্টের রায় অনুযায়ী, তালিকা তৈরি করার আগে উপযুক্ত সমীক্ষার প্রমাণ থাকা উচিত। তবে রাজ্য জানায় যে তারা কোনো তালিকা তৈরি করেনি, শুধুমাত্র শ্রেণীগুলিকে শ্রেণীবিন্যাস করেছে।

আরও পড়ুন, অনলাইনে নতুন প্যান কার্ডের আবেদন কিভাবে করবেন? প্যান কার্ড আবেদন পদ্ধতি

হাইকোর্ট এই শ্রেণীবিন্যাস রাজ্য বিধানসভায় পেশ করার নির্দেশ দিয়েছিল। বিচারপতি গাভাই মন্তব্য করেন, “রাজ্য কেন নিজ ক্ষমতা প্রয়োগ করে এই তালিকা তৈরি করছে না?” যদিও রাজ্যের আইনজীবী পিএস পাটোয়ালিয়া পাল্টা জানান, সংরক্ষণ প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয়েছে এবং হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ চায় রাজ্য।

স্থগিতাদেশ না মেলায় অনিশ্চয়তা

তবে সুপ্রিম কোর্ট এখুনি কোনো স্থগিতাদেশ দেয়নি। রায়ের জন্য জানুয়ারি মাসে পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে। এই স্থগিতাদেশ না মেলায় অনিশ্চয়তায় রয়েছেন বহু ওবিসি সার্টিফিকেটধারী।

আরও পড়ুন, বাইকপ্রেমীদের জন্য সুখবর! 2025 Bharat Mobility Expo-তে বাইক ও স্কুটারের তালিকা দেখে নিন

ধর্মের ভিত্তিতে সংরক্ষণ আর নয়

ভারতে সংরক্ষণ নীতি বরাবরই বিতর্কিত। সংরক্ষণ নিয়ে ধর্ম ও জাতির মিশ্রণ বহুবার বিভিন্ন আদালতে চ্যালেঞ্জের মুখে পড়েছে। এবার সুপ্রিম কোর্টের এই মামলার শুনানিতেও সেই নিয়ে প্রশ্ন উঠে এল। ধর্মের ভিত্তিতে সংরক্ষণ গ্ৰাহ্য নয়, স্পষ্ট জানিয়েছে আদালত। সুপ্রিম কোর্টের এই রায় শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য নয়, গোটা দেশের সংরক্ষণ নীতির জন্য এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!