West Bengal Land Khajna Online : আর লাইনে দাঁড়ানো নয়, এবার মোবাইল থেকেই দিন বাড়ি ও জমির খাজনা
রাজ্য সরকার প্রতিবারই নিত্ত নতুন প্রকল্পের (West Bengal Land Khajna Online) মাধ্যমে সাধারন মানুষের সুবিধার্থে অনেক কাজ করে থাকে, সেই রকমই এইবারও আপনাদের সুবিধার জন্য জমির খাজনা সরকার অনলাইনের মাধ্যমে দাওয়ার ব্যাবস্থা করেছে।
আপনারা সকলেই স্মার্ট ফোন ব্যাবহার করে থাকেন, এবার রাজ্য সরকারের অকৃষি জমির খাজনা দেওয়ার জন্য দিতে হবে না আর লম্বা লাইন। বাড়িতে বসেই দিতে পারবেন অকৃষি জমির খাজনা (West Bengal Land Khajna Online)।
এর জন্য আপনার কাছে শুধু থাকতে হবে স্মার্টফোন। নতুন বছরে রাজ্যবাসীকে রাজ্য সরকার দিচ্ছে এই সুবিধা। এর ফলে সাধারণ মানুষ বাড়িতে বসেই দিতে পারবে তাদের জমির খাজনা, এরফলে রাজ্য সরকারের আর্থিক কাঠামোও কিছুটা মজবুত হবে (West Bengal Land Khajna Online)।
কিভাবে অনলাইনে অকৃষি জমির খাজনা জমা করবেন (West Bengal Land Khajna Online)?
অনলাইনে অকৃষি জমির খাজনা দেওয়ার জন্য-
১. প্রথমে ‘https://banglarbhumi.gov.in/’ পোর্টালে যেতে হবে।
২. পোর্টালে যাওয়ার পর সিটিজেন সার্ভিস অপশনে গিয়ে লগ ইন করতে হবে।
৩. তারপরে একটি রেজিস্ট্রেশন ফর্ম বেরিয়ে আসবে। এই ফর্মে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও ই-মেল অ্যাড্রেস দিতে হবে।
৪. সেটি সম্পন্ন হয়ে গেলেই জমির মৌজা, দাগ ও খতিয়ান নম্বর দিয়ে খাজনা সংক্রান্ত তথ্য জানতে পারবেন। সেখানে গিয়ে অতি সহজেই বাকি খাজনা মেটাতে পারবেন। সেক্ষেত্রে কোনও ঝামেলা ছাড়াই পেয়ে যাবেন খাজনা জমা দেওয়ার রসিদ। (West Bengal Land Khajna Online)
এই নতুন বছর থেকে এই ব্যবস্থা চালু করছে রাজ্য সরকার। এই মুহূর্তে এই ব্যবস্থা চালু করা হয়েছে বিভিন্ন জেলার একাধিক ব্লক ভূমি ও ভূমি সংস্কার অফিসে। তবে রাজ্যের সকলের জন্য এই ব্যবস্থা চালু করার জন্য কর্মীদের ট্রেনিং দেওয়া শুরু করেছে সরকার। জেলায় জেলায় যে সমস্ত মাস্টার ট্রেনার রয়েছে তাদের এবিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে রাজ্য। (West Bengal Land Khajna Online)
আরও পড়ুন, ট্রেনে পকেটমার বা ব্যাগ চুরি হলে এবার ক্ষতিপুরন দেবে রেল।
বর্তমানে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা অনলাইনের মাধ্যমেই পাওয়া যাচ্ছে। জমির রেকর্ড, মিউটেশন, কনভার্সন প্রভৃতি ব্যবস্থার আবেদন অনলাইনের মাধ্যমে করা হয়েছে। এইবার আরও একধাপ এগিয়ে অকৃষি জমির খাজনা দেওয়ার ব্যবস্থা অনলাইনে করার ফলে বাড়ি এবং বিদেশে থাকা মানুষের সুবিধা করে দিচ্ছে সরকার। (West Bengal Land Khajna Online)
Breaking news, গ্যাস বুক করে অগ্রীম টাকা দিলে ৫০ টাকা ছাড়, ,কিভাবে পাবেন?