Holiday List 2025: অবশেষে প্রকাশিত হলো পশ্চিমবঙ্গের ছুটির তালিকা 2025. সমস্ত দপ্তরের ছুটির ক্যালেন্ডার ও লিস্ট PDF Download করে নিন

অবশেষে প্রকাশিত হলো পশ্চিমবঙ্গের ছুটির তালিকা ২০২৫ (Holiday List 2025 PDF) ও ক্যালেন্ডার ২০২৫। যেখানে কোন মাসের কোন দিন ছুটি, ছব ও গ্রাফিক্স দিয়ে উল্লেখ করা আছে। এটা নিজের মোবাইলে সেভ করে রাখতে পারেন। এটি ফাইলের মধ্যেই ক্যালেন্ডার ও ছুটির লিস্ট আলাদা করে দেওয়া আছে। এই ছুটির তালিকা দেখে নিন। ও PDF ডাউনলোড করুন।

West Bengal Holiday list 2025 pdf download

শুরু হয়ে গেছে ২০২৫ সাল। আর নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গের ছুটির তালিকা 2025 হাতে পাওয়ার আশায় হা পিত্তেশ করে বসে আছে পড়ুয়া থেকে শুরু করে সরকারি কর্মীরা। তাদের সেই আশা পূরণ করল রাজ্য সরকার। ২০২৫ সালের সম্পূর্ণ ছুটির তালিকা (Holiday List 2025) প্রকাশ করা হয়েছে, যেখানে নববর্ষ, দুর্গাপুজো, কালীপুজো, বড়দিনের মত গুরুত্বপূর্ণ ছুটি গুলো যেমন রয়েছে, তেমনি ছোট ছোট বিভিন্ন উপলক্ষ এবং বিশেষ কারণে বহু অতিরিক্ত ছুটিও প্রদান করেছে রাজ্য সরকার এ বছর। পশ্চিমবঙ্গের সরকারি ছুটির তালিকা 2025 হাতে পেয়ে সকলে নিজেদের কাজ বা ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন সহজেই। তাই আর কথা না বাড়িয়ে ছুটি গুলি নিয়ে আলোচনা করে নেব নীচে।

সরকারি কর্মীদের ছুটি

নতুন বছরের ক্যালেন্ডারে এনআই অ্যাক্ট অনুযায়ী মোট ২৫টি ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, রাজ্যের নিজস্ব ছুটির সংখ্যাও কম নয়। তবে, কিছু ছুটি রবিবার বা অন্যান্য সপ্তাহান্তে পড়ায় কিছুটা হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে অনেকের জন্য।

পশ্চিমবঙ্গের ছুটির তালিকা 2025

প্রতি বছরের মতোই এনআই অ্যাক্ট অনুযায়ী বেশ কিছু গুরুত্বপূর্ণ ছুটি (West Bengal Holiday list 2025) রাখা হয়েছে। এই ছুটির তালিকা ২০২৫ অনুযায়ী, জানুয়ারি মাসের শুরুতেই নববর্ষ উদযাপনের জন্য ১ জানুয়ারি (বুধবার) ছুটি রয়েছে। ১২ জানুয়ারি পড়েছে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী (রবিবার) এবং ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন (বৃহস্পতিবার). সাধারণতন্ত্র দিবসের ছুটি থাকবে ২৬ জানুয়ারি (রবিবার)। ফেব্রুয়ারি মাসে সরস্বতী পূজার জন্য ছুটি মিলবে ২ ফেব্রুয়ারি (রবিবার).

ক্যালেন্ডার ও পশ্চিমবঙ্গের ছুটির তালিকা 2025 PDF Download

মার্চ মাসে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ ছুটি। ১৪ মার্চ (শুক্রবার) দোলযাত্রা উদযাপন এবং ৩১ মার্চ (সোমবার) ইদ-উল-ফিতর। এপ্রিল মাসে আছে মোট পাঁচটি ছুটি। রামনবমী (৬ এপ্রিল, রবিবার), মহাবীর জয়ন্তী (১০ এপ্রিল, বৃহস্পতিবার), বি.আর. আম্বেদকরের জন্মদিন (১৪ এপ্রিল, সোমবার), বাংলা নববর্ষ (১৫ এপ্রিল, মঙ্গলবার), এবং গুড ফ্রাইডে (১৮ এপ্রিল, শুক্রবার)। মে মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী ৯ মে (শুক্রবার) বিশেষভাবে উল্লেখযোগ্য।

স্কুল তথা WBBPE Holiday List 2025 PDF Download Link

জুন মাসে ইদুজ্জোহা উদযাপিত হবে ৭ জুন (শনিবার)। জুলাই মাসে মহরম পড়েছে ৬ তারিখে (রবিবার)। অগাস্ট মাসের ১৫ তারিখে একই দিনে জন্মাষ্টমী এবং স্বাধীনতা দিবস উদযাপিত হবে (শুক্রবার)। সেপ্টেম্বর মাসে মহালয়া পড়েছে ২১ তারিখে (রবিবার)। এরপরই দুর্গাপুজোর আনন্দ শুরু হবে, যা চলবে ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত।

West Bengal Government Employees Holiday List 2025

অক্টোবর মাসে গান্ধীজয়ন্তী (২ অক্টোবর, বৃহস্পতিবার) ছাড়াও লক্ষ্মীপুজো (৬ অক্টোবর, সোমবার), এবং কালীপুজো (২০ অক্টোবর, সোমবার) রয়েছে। একই মাসে ভ্রাতৃদ্বিতীয়া পড়েছে ২৩ অক্টোবর (বৃহস্পতিবার)। নভেম্বর মাসে নানকজয়ন্তী পালন করা হবে ৫ তারিখে (বুধবার)। বছরের শেষ মাস ডিসেম্বরে বড়দিন (২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার) দিয়ে শেষ হবে ছুটির তালিকা।

অন্যান্য ছুটি

রাজ্য সরকারের তরফে এনআই অ্যাক্ট ছাড়াও আরও কিছু ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৩ ফেব্রুয়ারি সরস্বতী পুজোর পরদিন, ১৪ ফেব্রুয়ারি শবে বরাত এবং ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রির দিন ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া, ৬ জুন ইদুজ্জোহার আগের দিন এবং ২৭ জুন রথযাত্রার দিনও ছুটি থাকবে। দুর্গাপুজোতে চতুর্থী, পঞ্চমী, একাদশী ও দ্বাদশীর দিনগুলোতেও ছুটি ঘোষণা করা হয়েছে। শিবরাত্রি (২৬ ফেব্রুয়ারি), দোলযাত্রার পরদিন (১৫ মার্চ), রথযাত্রা (২৭ জুন), এবং রাখিবন্ধন (৯ অগাস্ট)। এছাড়া দুর্গাপুজোর আগে ও পরে কিছু অতিরিক্ত দিন ছুটি থাকছে, যা পুজোর আনন্দ আরও বাড়িয়ে তুলবে।

সমস্ত দপ্তরের West Bengal Government Employees Holiday List

ব্যাঙ্ক ও বিশেষ সম্প্রদায়ের ছুটি

ব্যাঙ্ক কর্মীদের জন্য ১ এপ্রিল আর্থিক বছরের সমাপ্তি উপলক্ষে বিশেষ ছুটি রয়েছে। শিখ সম্প্রদায়ের জন্য ৬ জানুয়ারি প্রকাশ পরব উপলক্ষে এবং খ্রিস্টান সম্প্রদায়ের জন্য ১৯ এপ্রিল ইস্টার স্যাটারডে ছুটি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন, সরকারি কর্মীদের সুখবর। এবার একাউন্টে ডাইরেক্ট এই টাকা ঢুকবে।

কেন গুরুত্বপূর্ণ এই ছুটি গুলো?

নতুন বছরের ছুটির তালিকা হাতে পাওয়ার পরেই অনেকেই নিজেদের কাজকর্ম এবং অবসরযাপনের পরিকল্পনা করতে শুরু করে দিয়েছেন। অনেকেই ইতিমধ্যেই পুজোর ছুটিতে ভ্রমণের জন্য বিভিন্ন পর্যটনস্থলের বুকিং শুরু করে দিয়েছেন। দীর্ঘ ছুটিগুলো যেমন আনন্দময় হয়ে উঠবে, তেমনই স্বল্প ছুটির দিনগুলো নিজেদের পছন্দমতো কাজে ব্যবহার করার জন্য উপযুক্ত সময়।
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!