West Bengal Government Employee DA Case Update

West Bengal Government Employee DA Case Update (Editorial Post)

বিষয়: ডিএ মামলা

আমরা জানি ডিএ মামলা নিয়ে অনেকেই উদ্বিগ্ন৷ তাই আমাদের সংগঠনের সদস্য-সদস্যা সহ আম সরকারি কর্মচারি উদ্দেশ্যে ডিএ মামলার শেষ প্রেক্ষিত কি, তা জানান দিতেই আমাদের এই পোস্ট৷আপনারা সকলেই জানেন, প্রায় শেষের মুখে গিয়ে গত ১৪|০৯, এবং ১৫|০৯ ডিএ মামলাটির শুনানি হল না৷ তার কারন পূর্বেই বলা থাকলেও আবারও বলি গত ১৩|০৯ মাননীয় বিচারপতি সৌমেন সেন মহাশয়ের Detarmination Chang হয়ে (১), তাঁর স্থলাভিসিক্ত হন মাননীয় বিচারপতি তপোব্রত চক্রবর্তী৷ সেই মূহূর্তে শুনেছিলাম মামলাটি বিশ বাও জলে কারন মামলা couse list এ স্থান পাওয়ার পর আবারও তা প্রথম থেকে শোনা হবে এবং শুনে খানিকটা হতাশও হয়েছিলাম৷তৎক্ষনাত আমাদের আইনজীবি মাননীয় আমজাদ আলির সঙ্গে যোগাযোগ করলে তিনি পূর্বের আদেশনামা (২)বের করে উপরের একটি নির্দেশ (The matter is heard in part) উল্লেখ করে বলেন, আমাদের মামলাটি PARTHEARD Matter হিসেবে আছে৷ এই Part heard বিষয়টি কি তা আমারও জানা ছিল না৷ Part heardএর বিষয় হল, মামলাটির অনেকাংশই শোনা হয়ে গিয়েছে৷ কোর্টের নিয়মানুসারে কোনও মামলা Part heard হলে বাকি অংশও পূর্বের বিচারকদ্বয় শুনে তার ইতি ঘটাবে (৩) এবং তা স্বাভাবিক নিয়মেই একটি নিদিষ্ট দিনে Daily Cause list স্থান পাবে৷ তথাপি আমাদের আইনজীবি, উচ্চ আদালতের মাননীয় প্রধাণ বিচারপতির দৃষ্টি আকর্ষন করে একটি আবেদন পত্র দাখিল করেছেন৷তাই আমরাদের আশা মামলাটি পূর্বের দুই বিচারপতির এজলাসে খুব শীঘ্রই উঠবে বলে মনে করছি৷

ধন্যবাদন্তে

মলয় মুখোপাধ্যায়

সাঃ সম্পাদককনফেডারেশন অব স্টেট গভঃ এমপ্লয়িজ(আইএনটিইউসি)

Install Our Android News App Click Here

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment