Ration Card – বাংলার রেশন গ্রাহকদের জন্য সুখবর। পুজোর আগে রেশন তোলা আরো সহজ। খুশি 9 কোটি রেশন গ্রাহক।

আপনার কি রেশন কার্ড (Ration Card) আছে? বায়োমেট্রিক দিয়ে রেশন তুলতে অসুবিধা হয় আপনার! এবার রাজ্য সরকার রেশন কার্ড ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে নতুন নিয়ম। রেশন কার্ড (Ration Card) প্রতিটি মানুষের কাছে বেশ গুরুত্বপূর্ণ।

Advertisement

West Bengal Ration Card

বিশেষত যারা দরিদ্র সীমার নিচে বসবাস করছে তাদের কাছে এটির গুরুত্ব অনেক। ভারতবর্ষে প্রচুর মানুষ গরিব। স্বাভাবিক জীবনযাপন করতে রেশন ব্যবস্থা দরিদ্র মানুষদের জন্য ভীষণভাবে প্রয়োজনীয়। এবার এই নিয়েই এসেছে বড়সড় নিয়ম।

Advertisement

রেশন কার্ডের মাধ্যমে পরিবারের সদস্য সংখ্যার ভিত্তিতে রেশন বিতরণ করা হয়। কেবলমাত্র খাদ্য সামগ্রী পাওয়ার জন্যই রেশন কার্ডের (Ration Card) গুরুত্ব রয়েছে তা কিন্তু নয়। রেশন কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি। সরকার বিভিন্ন দোকানের মাধ্যমে রেশন বিতরণ করে থাকে। এই গুরুত্বপূর্ণ নথি নিয়ে প্রায়শই রাজ্য সরকার ও কেন্দ্র সরকার বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে থাকে। আপনি কি বায়োমেট্রিক -এর মাধ্যমে রেশন তোলেন? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Seba Sakhi Prakalpa

রেশন তোলার পদ্ধতি নিয়ে নতুন আপডেট (Ration Card New Update)

গত কয়েক বছর ধরে রেশন তোলার ক্ষেত্রে বায়োমেট্রিক লকের ব্যবহার শুরু হয়েছে। এবার এতেই পশ্চিমবঙ্গ সরকার বড়সড় পদক্ষেপ নিতে চলেছে। এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বদলে দিতে পারে অনেকের জীবন। রাজ্য খাদ্য দপ্তর জানিয়েছে, বায়োমেট্রিক লক থাকুক বা না থাকুক এবার থেকে রেশন তুলতে অসুবিধা হবে না উপভোক্তাদের।

আপনাদের জানিয়ে রাখি আগে থেকেই উপভোক্তাদের আঙ্গুলের ছাপ রেজিস্টার হয়ে আছে রেশন কার্ডের সাথে। ফলে রেশন তোলার ক্ষেত্রে কোন সমস্যা হবে না তাঁদের। বহু মানুষকে রেশনের ওপরই ভরসা করে থাকতে হয়। অতিমারী পরিস্থিতিতে মানুষ আরও ভালো ভাবে বুঝে গিয়েছিল রেশনের প্রয়োজনীয়তা।

Advertisement

আরোও পড়ুন » মাধ্যমিক পরীক্ষা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের জরুরী নির্দেশ। পরীক্ষার্থী ও শিক্ষকদের এই নিয়ম মানতেই হবে।

তবে মাঝেমধ্যেই শোনা যায় রেশন চুরির অভিযোগ। যাতে রেশন নিয়ে কোনরকম প্রতারণা না হয়, তা এড়াতেই সরকারের তরফ থেকে বায়োমেট্রিক লক পদ্ধতি চালু করা হয়েছিল। আগে রেশন ডিলারদের বিরুদ্ধে মাঝেমধ্যেই অভিযোগ উঠতো মজুদ থাকা রেশন বিক্রি করে দেওয়ার। তবে বায়োমেট্রিক লকের কারণে এই সমস্যা অনেকটাই আটকানো গেছে বলেই দাবি করছে সরকার পক্ষ। তবে এই সমস্যার খানিক সমাধান হলেও, সৃষ্টি হয়েছে নতুন সমস্যার।

আরও পড়ুন, 50 টাকার পুরনো নোট বিক্রয় করে পান লাখ টাকা। এই নোটের বিশেষত্ব কি, ও কিভাবে বেচবেন?

অনেক সময় বায়োমেট্রিকের মাধ্যমে রেশন তুলতে গেলে আঙ্গুলের ছাপ মেলে না। যে কারণে সমস্যায় পড়তে হয় সাধারণ উপভোক্তাদের। এই সমস্যার কারণে অনেকবার রেশন নিতেও পারেন না উপভোক্তারা। তবে এখন এই নিয়ে আর সমস্যায় পড়তে হবে না তাঁদের। বায়োমেট্রিক না মিললেও রেশন নিতে পারবেন উপভোক্তারা। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।
আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন, এখানে।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment