এই কাজ না করলে এপ্রিলেই রেশন দেওয়া বন্ধ হয়ে যাবে

গণ বন্টন ব্যবস্থার মাধ্যমে দেশজুড়ে বহু মানুষ খাদ্য সামগ্রী সংগ্রহ করেন। আর সেটা Ration Card এর দ্বারাই দোকান থেকে গিয়ে তুলে আনতে হয়। ফলে Ration Card হোল্ডারদের কাছে নিয়মিত খাদ্য শস্য সংগ্রহ করার জন্য রেশন কার্ডটি গুরুত্ব দিয়ে আপডেট করে রাখা প্রয়োজন। ভোটার কার্ড, আধার কার্ড এবং প্যান কার্ডের মতোই Ration Card ও একটি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় নথি। এবার Ration Card নিয়ে নয়া আপডেট জানা যাচ্ছে।

West Bengal Ration Card – রেশন কার্ড এর নতুন নিয়ম।

চলতি এপ্রিল মাসের মধ্যে যদি Ration Card এর এই কাজটি না করা হয়, তাহলে Digital Ration Card সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যেতে পারে। যে খাদ্যশস্য আপনি ওই রেশন কার্ডের মাধ্যমে পেয়ে থাকেন তা আর পাবেন না। কেন রেশন কার্ড বন্ধ হতে পারে? কি জানা যাচ্ছে?

এপ্রিল মাসের মধ্যে আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক (Aadhaar Ration Card Link) করানোর জন্য নির্দেশিকা জারি করা হয়েছিল। এবার যদি এপ্রিল মাসের মধ্যে Ration Card আধারের সঙ্গে লিংক না করেন তাহলে Digital Ration Card বন্ধ হয়ে যাবে। এর আগে অনেকেই রেশনের সঙ্গে আধার লিঙ্ক করেছেন। তবে এখনো বহু Ration Card হোল্ডার রয়েছেন যারা আধার কার্ডের সঙ্গে লিংক করেন নি, বা লিংক করে থাকলেও সেটা কার্যকর হয়নি। এবার আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়েছে কিনা সেটা কিভাবে জানবেন?

এর জন্য খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট https://food.wb.gov.in/ পেতে গিয়ে রেশন কার্ড অপশনে Check the status of your Ration Card অপশনে ক্লিক করতে হবে। সেখানে রেশন কার্ড নম্বর এবং কার্ডের ক্যাটাগরি সহ সঠিকভাবে Captcha কোড বসিয়ে Search অপশনে ক্লিক করতে হবে।

এরপর যদি কার্ডের স্ট্যাটাসে Active লেখা থাকে, তাহলে চিন্তার প্রয়োজন নেই। যদি Deactive লেখা থাকে তাহলে তার পাশে Do E-KYC অপশনে ক্লিক করতে হবে। যে পেজ খুলবে সেখানে আপনাকে Link Aadhaar with Deactivated/Newly Approved Cards ক্লিক করতে হবে। যে পেজ আসবে সেখানে Ration Card নম্বর এবং ক্যাটাগরি সিলেক্ট করে সার্চ অপশনে ক্লিক করতে হবে।

এবার কার্ড Active করার জন্য আধার এবং Ration Card লিঙ্ক থাকতে হবে। এবার Link Aadhaar and Mobile no. অপশনে ক্লিক করতে হবে।
Send OTP অপশনে ক্লিক করে OTP Submit করে Preview অপশনে গিয়ে তথ্য যাচাই করে সাবমিট করতে হবে।

এবার Verify and Submit অপশন ক্লিক করতে হবে। Ration Card এর সঙ্গে আধার কার্ড লিঙ্ক হওয়ার পরেই কার্ডটি Active হয়ে যাবে। তারপর আপনি ডিলারের কাছ থেকে খাদ্যশস্য সংগ্রহ করতে পারবেন।
এছাড়া আন্য কোনও সহযোগিতার জন্য আপনার নিজের ডিলারের সাথে যোগাযোগ করুন। আর প্রতিমাসে কি কি সামগ্রী পাবেন, জানতে হলে এই লিংকে ক্লিক করুন।
Written by Rajib Ghosh.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment