শিক্ষামন্ত্রীর বিবৃতির পর আজ আপার প্রাইমারী (WBSSC Upper Primary) নিয়ে শুনানির প্রথম দিন। আর এই মামলা দ্রুত নিস্পত্তির একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রাজ্য সমস্ত শিক্ষক নিয়োগের কোর্ট কেস গুলর দ্রুত নিস্পত্তি করে নিয়োগ শুরু করতে চায়, শিক্ষামন্ত্রীর সেদিনের বক্তব্যে তা স্পষ্ট।
কলকাতা হাইকোর্টের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে নিয়ে বিশেষ আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC)। নিয়োগ বিষয়ে CAN ফাইল করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়া তে যাতে আরো গতি আসে সেজন্য কলকাতা হাইকোর্টে CAN ফাইল করেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC)। (WBSSC Upper Primary)
সংবাদ সূত্রে জানা গেছে, কমিশনের আবেদন করা ক্যান (CAN) ফাইলটির শুনানি আজ সোমবার কলকাতা হাইকোর্টে উঠছে। গ্রিভেন্স শুনানি অতিরিক্ত তিন মাস সময় ও এ গ্রেড অফিসার আর্জি নিয়ে কমিশনের ক্যান মামলা আজ লিস্টেড হয়েছে। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্থর ডিভিশন বেঞ্চে ৩০ নম্বর কোর্টে শুনানি হবে। CAN ফাইলটি ৩২ নম্বর সিরিয়ালে আছে। সকাল ১১টা থেকে শুনানি প্রক্রিয়া শুরু হবে। এবং আজ কি রায় দেয় আদালত সেই দিকে তাকিয়ে WBSSC এবং প্রার্থীরা। (WBSSC Upper Primary)
প্রসঙ্গত, গতবছর ১১ই ডিসেম্বর উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ (WBSSC Upper Primary) সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলায় উচ্চ প্রাথমিকে মেধা তালিকা বাতিল করে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ মেনে বঞ্চিত চাকরিপ্রার্থীদের শুনানি প্রক্রিয়ায় জন্য ডাকছে এসএসসি। এই বিশেষ প্রক্রিয়া চলছে বেশ কিছুদিন ধরেই। এর জন্য প্রয়োজনীয় কয়েকটি তালিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC Upper Primary)।
এদিকে, কমিশন সূত্রে খবর, প্রথম দফায় ২১১০ জন, দ্বিতীয় দফায় ১০০৫ জন, তৃতীয় দফায় ৩৪৮৩ জন, চতুর্থ দফায় ৩৮১৪ জন, পঞ্চম দফায় ২৪০০ জন এবং ষষ্ঠ দফায় ১১৭৭ জন প্রার্থীকে ডাকা হয়েছে অভিযোগের নিষ্পত্তির জন্য। কমিশন সূত্রে জানা গিয়েছে, ১৭ হাজারেরও বেশি চাকরিপ্রার্থী উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া নিয়ে অভিযোগ জমা দিয়েছে। তবে কমিশন ভেবেছিলো তাদের অনেক প্রার্থীই বাতিল হবেন, মূলত একই আবেদন একাধিকবার করা এবং ইনভ্যালিড আবেদন। সেক্ষেত্রে ষষ্ঠ দফার এই তালিকা বের হওয়ার পরেও আরও কয়েক হাজার প্রার্থীর অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া বাকি থেকে যাবে।
কমিশন সূত্রে জানা গেছে, উচ্চপ্রাথমিকের ইন্টারভিউ তালিকা নিয়ে প্রায় ২৬ হাজার অভিযােগ জমা পড়েছিল স্কুল সার্ভিস কমিশনের কাছে। কমিশনের প্রাথমিক অনুমান ছিল, একাধিকবার আসা একই অভিযােগ এবং ভিত্তিহীন অভিযােগগুলি যাচাই করে বাছাইয়ের পর প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল ১০-১২ হাজার অভিযােগের শুনানি হতে পারে। যদিও সেই সংখ্যা বেড়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, সব মিলিয়ে প্রায় ১৭ হাজার প্রার্থীর অভিযোগের শুনানি হতে পারে। তাই ষষ্ঠ দফার এই তালিকা বের হওয়ার পরেও আরও কয়েক হাজার প্রার্থীর অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া বাকি থেকে যাবে। যদিও একে একে সমস্ত সুনানী শেষ হবে, এবং দ্রুততার সাথে নিয়োগ শুরু হবে। আপনাদের মন্তব্য নিচে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
আরও পড়ুন, শিক্ষামন্ত্রীর বক্তব্যের পর প্রাথমিক শিক্ষক নিয়োগে নন-ইঙ্কলুডেড ও ২০১৭