HS Exam Question Leak – উচ্চ মাধ্যমিকের প্রশ্ন ফাঁস, হুবহু মিলে গেল, আবার পরীক্ষা হবে?

HS Exam Question Leak – পরীক্ষা শুরুর আগেই WhatsApp এ ঘুরছে প্রশ্ন।

অতিমারী আবহের পর এবারের বোর্ড পরীক্ষাগুলো নিয়ে বিতর্কই যেন ছাড়ছে না (HS Exam Question Leak). আর শেষ বেলায় এসে প্রশ্ন ফাঁস হলো পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা কাউন্সিলের প্রশ্নপত্রে। আর পরীক্ষা শুরুর আগেই বিভিন্ন স্যোশাল মিডিয়ায় ঘুরছে পরীক্ষার প্রশ্নপত্র।

পরীক্ষা শুরু হওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্নপত্র ভাইরাল হল। মঙ্গলবার অর্থাৎ ২৬ এপ্রিল একাদশ শ্রেণির রসায়ন পরীক্ষা ছিল। পরীক্ষা শুরুর ৩ ঘণ্টা আগেই ফাইনাল হয়ে গিয়েছিলো পরীক্ষার প্রশ্নপত্র। এবার আবারও একই ঘটনা ঘটল একাদশ শ্রেণির অন্য একটি বিষয়ে পরীক্ষা প্রশ্নপত্র নিয়ে। HS Exam Question Leak

এদিন রসায়নের প্রশ্নপত্র ভাইরাল হওয়ার পরে, তা পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে গিয়েছিল। রসায়ন পরীক্ষার পরে রাতারাতিই ভাইরাল হলো বায়োলজি বিভাগের প্রশ্নপত্র। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার অনেকের কাছেই প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে পৌঁছে গিয়েছে। কিভাবে এটি সম্ভব? HS Exam Question Leak

প্রাইভেট টিউটর অ্যাসোসিয়েশনের পদাধিকারীরা জানান, রসায়ন প্রশ্নপত্র যেমন মিলে গিয়েছিল, সম্ভবত এটিও মিলে যাবে। তাদের অভিযোগ, স্কুল শিক্ষকদের একাংশ এই কাজের সাথে জড়িয়ে থাকতে পারেন। তারা প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন। যদিও EK 24 NEWS ভাইরাল হওয়া প্রশ্ন পত্র যাচাই করেনি। HS Exam Question Leak

অন্যদিকে সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রাইভেট টিউটর অ্যাসোসিয়েশনের মুর্শিদাবাদ শাখার ওয়ার্কিং প্রেসিডেন্ট বিভাস মন্ডল বলেন, কাউন্সিলের পরীক্ষা বাদেও স্কুলের প্রায় সকল পরীক্ষার ক্ষেত্রেই প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি জড়িয়ে থাকে। তিনি এও বলেন জেলার প্রায় সব শিক্ষক যারা প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা এ ধরনের কাজ করে থাকেন।

তীব্র গরম থেকে স্বস্তি কলকাতাবাসীর! ঝাঁপিয়ে আসছে বৃষ্টি

এছাড়া ওই অ্যাসোসিয়েশনের সদস্যদের দাবি, শিক্ষকেরা যাতে টিউশন পেতে পারেন, তাই ব্যবসায়িক কারণে এমনটা করেছেন। সংবাদ মাধ্যম সূত্রে সংশ্লিষ্ট আধিকারিকদের তরফ থেকে জানা যায়, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এ বিষয়ে এখনো কিছু বলেনি। HS Exam Question Leak

রসায়ন পরীক্ষার প্রশ্নপত্রের পর ভাইরাল হওয়া বায়োলজি পরীক্ষার প্রশ্নপত্রও যদি মিলে যায়, একের পর এক প্রশ্নপত্র ভাইরালে ক্ষতিগ্রস্ত হচ্ছে পড়ুয়াদের ভবিষ্যৎ। এ বিষয়ে আপনার কোন মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।

এ সম্পর্কিত (HS Exam Question Leak) অন্যান্য খবরের আপডেট পেতে হলে অবশ্যই ফলো করতে ভুলবেন না এই ওয়েবসাইটটি। উচ্চ মাধ্যমিকের খাতা কেমন দেখা হচ্ছে, এই নিয়ে খবর আসছে। সঙ্গে থাকুন।
Written by Manika Basak.

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করলেই পাবে এই স্কলারশীপ, আবেদন করুন

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment