WBCHSE HS Exam 2022 – উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা, এক সপ্তাহের মধ্যে করতে হবে

WBCHSE HS Exam 2022 – উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা।

পুনরায় সংক্রমনের তৃতীয় ঢেউ তোলপাড় করায়, রাজ্যের সমস্ত স্কুল কলেজ বেশ দীর্ঘদিন বন্ধ। এদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষা (WBCHSE HS Exam 2022) নিয়ে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেবে রাজ্যের শিক্ষা দপ্তর, এই বিষয়ে নানা রকম জল্পনা এখন সমস্ত পড়ুয়া এবং অবিভাবকদের মনে। তবে রাজ্যের শিক্ষা দপ্তর পড়ুয়াদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার কথা স্পষ্ট ভাবে ঘোষণা করে।

দিনের পর দিন অনলাইন ক্লাস চলছে তবে তা শুধুমাত্র থিওরি মূলক বিষয় নিয়েই। উচ্চমাধ্যমিক পরীক্ষার (WBCHSE HS Exam 2022) কথা মাথায় রেখে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এবারে অনলাইনে প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেয়। প্র্যাকটিক্যাল ভিত্তিক যে সমস্ত বিষয়গুলি যেমন বায়োলজি , ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি এগুলোর শুধুমাত্র থিওরি ক্লাসের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের বিষয়টা পরিস্কার হয়না।

এদিকে স্কুলে গিয়ে ও ক্লাস এই মুহূর্তে কার্যত অসম্ভব। তাই এই সমস্ত বিষয় গুলির অনলাইন প্রাক্টিক্যাল ক্লাস চালু করা হবে। আপাতত অনলাইনেই শুরু হবে এই সমস্ত বিষয়গুলির প্রাক্টিক্যাল ক্লাস। যদিও প্রাক্টিক্যাল ক্লাসে হাতে কলমে শেখা আর ভিডিও দেখা বিষয়টা এক নয়, তবে কিছুটা হলেও পরীক্ষার আগে উপকার হবে বলে মনে করছেন শিক্ষা দপ্তর। WBCHSE HS Exam 2022

কোন পদ্ধতিতে শুরু করা হবে উচ্চমাধ্যমিকের অনলাইন ক্লাস ?

সূত্রে খবর জানুয়ারি মাসের ৩১ তারিখের মধ্যে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) গুলি প্র্যাকটিকেল ক্লাসের কিছু ভিডিও সম্পন্ন করে সেগুলি আপলোড করবে তাদের নিজস্ব অনলাইন ওয়েবসাইটগুলিতে। উচ্চমাধ্যমিক পড়ুয়ারা ১লা ফেব্রুয়ারি থেকে বাংলার শিক্ষা পোর্টাল এবং শিক্ষা সংসদের ওয়েবসাইটগুলোতে প্রাকটিক্যাল ক্লাস এর ভিডিওগুলি দেখতে পারবে। WBCHSE HS Exam 2022

পূর্বনির্ধারিত তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকেই উচ্চমাধ্যমিকের প্রাকটিক্যাল পরীক্ষা আরম্ভ হওয়ার কথা। অতএব পরীক্ষার আগে যদি ছাত্র-ছাত্রীরা শিক্ষা সংসদের ওয়েবসাইটে আপলোড থাকা প্র্যাকটিকাল ভিডিও গুলোতে এক নজর দেয়, প্রাকটিক্যাল পরীক্ষার আগে পড়ুয়াদের জন্য আশানুরূপ বেশ উপযোগী বিষয় হবে বলে ধারনা। অনলাইনে এ প্রাক্টিক্যাল ক্লাস এর ভিডিও গুলো আপলোড করার পুরো বিষয়টিকে ভার্চুয়াল ল্যাব (Virtual Lab) নামে আখ্যায়িত করেছে শিক্ষা সংসদ। WBCHSE HS Exam 2022

প্রস্নগত উল্লেখ্য সংক্রমনের পরিমাণ কিছুটা হ্রাস পেয়েছিল ২০২১ সালের শেষের দিকে, তাই সংক্রমণের পরিমাপের উপর ভিত্তি করে ২০২১ সালের নভেম্বর মাসের স্কুল খোলা হয়েছিল, এবং অফলাইনে সমস্ত প্রাক্টিক্যাল ক্লাস গুলো আরম্ভ হয়েছিল। তবে ডিসেম্বর মাসের শেষ দিক থেকে সংক্রমনের তৃতীয় ঢেউ পুনরায় বৃদ্ধি করে সংক্রমনের গ্রাফ যার ফলে ফের স্কুল কলেজ সমস্ত শিক্ষা কেন্দ্র বন্ধ করার সিদ্ধান্ত নেয় রাজ্য। বেশ দীর্ঘ দিন ধরে সমস্ত শিক্ষা কেন্দ্রগুলি বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীদের বেশ খানিকটা বিপাকে পড়তে হয়। WBCHSE HS Exam 2022

এবং হাতে কলমে প্রাক্টিক্যাল প্রাক্টিস না হওয়ায় ছাত্র-ছাত্রীদের মনে বিস্তারিত উদ্বেগের সৃষ্টি হয়। তাই পড়ুয়াদের কিছুটা হলেও টেনশন কমাতে রাজ্যের শিক্ষা দপ্তর অনলাইনে প্রাক্টিক্যাল বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার সিদ্ধান্ত নেয়, এমনটাই জানায় শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। WBCHSE HS Exam 2022

আরও পড়ুন, নয়া ভ্যারিয়েন্ট এ টিন এজ দের আশঙ্কা বেশী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পেছতে পারে। পড়তে ক্লিক করুন

এই পরিস্থিতিতে দীর্ঘদিন স্কুল-কলেজ সহ সমস্ত শিক্ষা কেন্দ্র বন্ধ থাকার সমসাময়িক, অনলাইনে উচ্চমাধ্যমিকের (WBCHSE HS Exam 2022) প্রাক্টিক্যাল ক্লাসের প্রয়োজনীয়তা কতটা গুরুত্বপূর্ণ ?? আদৌ পরীক্ষার আগে কতটা উপযোগী? এবং শোনা যাচ্ছে পরীক্ষা পেছতে পারে, সেক্ষেত্রে আপনার মতামত কি? এই বিষয়ে আপনার মতামত অথবা বক্তব্য নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনার মতামত সরকারের অবশ্যই নজরে থাকবে। এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের আপডেট পেতে নজর রাখুন EK24 News এ।

পড়তে ক্লিক করুন মাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় ঘোষণা

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment