HS Exam 2022: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা, কী কী নিয়ম চালু হলো?

রাজ্যের কয়েক লক্ষ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের (HS Exam 2022) জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা কাউন্সিলের (WBCHSE)। আজই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হল, আগামী বছর উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা নিজের স্কুলেই পরীক্ষা দিতে পারবেন। অন্যদিকে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার কয়েকটি নিয়ম ও যুক্ত হলো।

উচ্চমাধ্যমিক সংসদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবারের এনরোলমেন্ট ফর্মে উপস্থিতির জায়গায় ‘NA’ লিখতে হবে। এবং অনলাইন ক্লাসের ভিত্তিতে পূরণ করতে হবে সেই শূন্যস্থান, জানানো হয়েছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক সংসদের তরফ থেকে। কি কি করতে হবে রইলো বিস্তারিত বিবরণ (HS Exam 2022)।

দীর্ঘ কুড়ি মাস পর স্কুল খোলার পর এবছর নিজেদের স্কুলেই উচ্চ মাধ্যমিক (HS Exam 2022) নেওয়া হবে। গত ১ নভেম্বর উচ্চ মাধ্যমিকের সূচির উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানায়, আগামী বছর ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তা চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে এবার বাইরের স্কুলে আসন পড়বে না। অর্থাৎ পরীক্ষা হবে নিজের স্কুলে বা Home Center এ পরীক্ষা হবে।

পরীক্ষা নিজের স্কুলে হলেও গণটোকাটুকি করা যাবে না, বিশেষ ব্যাবস্থা নিলো সংসদ

প্রসঙ্গত রাজ্যে প্রায় ৬,৭২৩ টির মতো উচ্চ মাধ্যমিক স্কুল আছে। আর এবছর যেহেতু নিজের স্কুলেই পরীক্ষা হবে, তাই তিন গুণ বেড়েছে পরীক্ষাকেন্দ্রের (Exam Center) সংখ্যা। আর এতগুলো কেন্দ্রে সঠিক সময়ে প্রশ্নপত্র পৌছানো কার্যত চ্যালেঞ্জিং ফ্যাক্টর। HS Exam 2022

বদলে যাচ্ছে পরীক্ষার রুটিন, আগেভাগে দেখতে ক্লিক করুন

এছাড়া এবারের পরীক্ষায় সিলেবাস ও কমানো হয়েছে। অন্যদিকে অনেক স্কুলেই শুরু হয়েছে টেস্ট পরীক্ষা। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষকেরা জানাচ্ছেন, এবারের টেস্ট পরীক্ষা সিরিয়াস ভাবে ফাইনাল পরীক্ষা (HS Exam 2022) ভেবেই দিতে। কারন কোনও কারনে পরীক্ষা না হলে এই মার্কই মূল মার্কশিটে বসবে। তার জন্য সংসদ ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন সমস্ত স্কুলকে।

বিজ্ঞপ্তি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment