Madhyamik Pass Marks – মাধ্যমিক পরীক্ষায় কত তে পাস। কত পেলে কোন গ্রেড?

মাধ্যমিক পরীক্ষার শুরুতেই সকলের মনে Madhyamik Pass Marks বা মাধ্যমিক পরীক্ষায় কত নম্বর পেলে আমরা পাস করতে পারবে? তারপর যত বেশি নম্বর পাওয়া যায় ততই ভালো। আর ছাত্র জীবনের সব থেকে বড় পরীক্ষা হল মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2024). এই পরীক্ষার প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে একজন পড়ুয়ার কেরিয়ার জীবন তৈরি হয়। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আলোচনা করা হল যে বর্তমান সময়ের নিয়ম অনুযায়ী মাধ্যমিকে ন্যূনতম কত নম্বর পেলে পাশ করা যায়।

Advertisement

Madhyamik Pass Marks For The Year 2024.

সাম্প্রতিককালে পরীক্ষার নম্বরের ভিত্তিতে গ্রেড দেওয়া হয়। আর কত নম্বরের ক্ষেত্রে কোন গ্রেড পাওয়া যায় সেই নিয়েই আজকে এই আর্টিকেলে আলোচনা করা হবে। মাধ্যমিকের নম্বর (Madhyamik Pass Marks) প্রতিটি পড়ুয়ার কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে অনেক সরকারি এবং বেসরকারি স্কলারশিপ (Scholarship) পাওয়া যায়। আবার বহু চাকরির ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা হিসেবে মাধ্যমিক পাশ চাওয়া হয়। তাই প্রতিটি পড়ুয়ার জীবনে এই পরীক্ষাটির গুরুত্ব অপরিসীম।

Advertisement

মাধ্যমিক পাশ নাম্বার (Madhyamik Pass Marks) মাধ্যমিক পরীক্ষায় জন্য সাতটি বিষয় থাকে। প্রতিটি বিষয়ে পূর্ণমান ১০০। এর মধ্যে লেখা পরীক্ষায় থাকে ৯০ এবং প্রজেক্ট এর জন্য থাকে ১০। প্রতিটি বিষয়ে ১০০ পূর্ণমান হলে ৭টা বিষয়ের জন্য ৭০০ নাম্বারের পরীক্ষা হয়। মাধ্যমিক পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের প্রতিটি পেপারে ২৫ নাম্বার করে পেতে হয়। লেখা পরীক্ষা এবং প্রজেক্ট মিলে ২৫ নাম্বার পেতে হয়।

পরীক্ষার্থীদের প্রতিটি পেপারে ২৫ বা তার বেশি নম্বর (Madhyamik Pass Marks) পেলে তবেই তারা মাধ্যমিক পরীক্ষায় পাশ (WBBSE Madhyamik Exam) বলে গণ্য হবে। তবে ২৫ এর কম নম্বর পেলে পড়ুয অকৃতকার্য বলে চিহ্নিত হবে। মাধ্যমিকে কত নাম্বার পেলে কোন গ্রেড পাবে ছাত্র ছাত্রীরা। ৯০-১০০ AA Outstanding (অসামান্য),
৮০-৮৯ A+ Excellent (চমৎকার), ৬০-৭৯ A Very Good (খুব ভালো), ৪৫-৫৯ B+ Good (ভালো), ৩৫-৪৪ B Satisfactory (সন্তোষজনক), ২৫-৩৪ C Marginal (প্রান্তিক), ২৫ এর কম D Disqualified (অযোগ্য)।

সামগ্রিক গ্রেড (Overall Grade) সামগ্রিক গ্রেড বলতে বোঝায় পড়ুয়াটি ৭০০ নন্বরের মধ্যে কত নম্বর (Madhyamik Pass Marks) পেয়েছে সেই নম্বরটিতে সাত দিয়ে ভাগ করে যে ভাগফলটি আসবে ওই ভাগফলটি কে গ্রেডে রূপান্তরিত করা হয়। এই নিয়ম অনুযায়ী কোনো পরীক্ষার্থী যদি মাধ্যমিকে ৭০০ এর মধ্যে ৫৬০ পায়, তবে তাকে A+ গ্রেট দেওয়া হয়। বিষয়টিকে বিস্তারিতভাবে আলোচনা করা যাক ৫৬০ কে ৭ দিয়ে ভাগ করলে পাওয়া যায় ৮০।

Advertisement
School Teacher - সরকারি স্কুল শিক্ষক

আর পরীক্ষায় প্রতিটি বিষয়ে ৮০ পেলে তার গ্রেড A+ দেওয়া হয়। তাই ৫৬০ পেলে সামগ্রিক গ্রেড (Overall Grade) হয় A+. আবার কেউ যদি মাধ্যমিক পরীক্ষায় ৬২৭ নম্বর পায়, তাহলে AA গ্রেড দেওয়া হয়। ৬২৭ কে ৭ দিয়ে ভাগ করলে পাওয়া যায় ৮৯.৫৭। এই ৮৯.৫৭ নম্বরটি ৮৯ এবং ৯০ এর মধ্যে রয়েছে। এরকম পরিস্থিতির ক্ষেত্রে সামগ্রিক গ্রেড (Overall Grade) নির্ণয় করার ক্ষেত্রে দশমিকের (Madhyamik Pass Marks) পরের সংখ্যাটি যদি ৫ বা ৫ এর অধিক হয় সে ক্ষেত্রে শতাংশ হিসাব করতে গিয়ে ৯০% বলা হয়।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার খাতা দেখা নিয়ে নয়া জটিলতা। টেনশনে রয়েছে পরীক্ষার্থী ও শিক্ষকেরা।

Madhyamik Pass Marks বা মাধ্যমিক পরীক্ষা ২০২৪ এর সকল পড়ুয়াদের এই সম্পর্কে আগের থেকে জেনে নেওয়া উচিত। এছাড়াও এই সকল বিষয় নিয়ে আপনাদের বেশি চিন্তা করার কোন দরকার নেই। আপনারা প্রথম থেকেই ভালো করে পড়াশোনার দিকে মনোযোগ দিন আর নিজেদের দক্ষতা অনুসারে আপনারা অবশ্যই ভালো নম্বর (Madhyamik Pass Marks) পাবেন। তাই নিয়ম অনুযায়ী ৬২৭ নন্বরকে AA গ্রেড হয়।
Written by Nupur Chattopadhyay.

প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থী পাবে ফ্রিতে টেস্ট পেপার। কবে থেকে

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment