অক্টোবর নভেম্বর মাস হল বাঙালির উৎসবের মাস। আর কাল ও আজ রয়েছে ছট পুজো। আর ২ দিন পর থেকেই শুরু হচ্ছে Madhyamik Pariksha তথা মাধ্যমিক পরীক্ষা ও HS Exam বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিমুলক তথা টেস্ট পরীক্ষা। আর এর মাঝেই মাধ্যমিক পরীক্ষা (Madhyamik pariksha 2024) নিয়ে জারি হলো নতুন নির্দেশিকা।
WBBSE Madhyamik Pariksha 2024 Schedule
এই মাসে দুর্গাপুজো, লক্ষ্মীপূজো কালীপুজো ভাইফোঁটা ছট পুজো সমস্ত পুজোগুলো অনুষ্ঠিত হয়। বিভিন্ন উৎসবের জন্য অক্টোবর নভেম্বর মাসে প্রায় ২৬ দিন বন্ধ ছিল রাজ্যের স্কুলগুলি। বহুদিন স্কুল বন্ধ থাকায় পঠন পাঠনও বন্ধ ছিল। কিন্তু সামনেই আসছে মাধ্যমিক পরীক্ষা। আর এই সময় সিলেবাস শেষ না হওয়ায় মধ্যশিক্ষা পর্ষদ হয়তো মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দিতে পারে বলে খবর পাওয়া গেছে। যদিও এই খবর একাধিক সংবাদ মাধ্যমে পাওয়া গেছে, তবে WBBSE পর্ষদ থেকে অফিশিয়াল কোনও খবর মেলেনি।
কয়েক বছর আগেও এই মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Pariksha) অনুষ্ঠিত হতো মার্চ মাসের প্রথম সপ্তাহে। কিন্তু দিনে দিনে পরীক্ষার তারিখ এগিয়ে আসছে। এই বছর মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে ২রা ফেব্রুয়ারি। যদিও কয়েক বছর আগেও স্কুলের সেশন শুরু হতো এপ্রিল থেকে। আর ফাইনাল পরীক্ষা মার্চে হতো। সেই নিয়ম বদলে জানুয়ারি থেকে এখন সেশন শুরু হয়। আর স্বভাবতই WBBSE Madhyamik Pariksha ও এগিয়ে ফেব্রুয়ারীর প্রথম দিকেই করা হয়। ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয় চলতি বছরের মে মাসে। আর এবছরের ফল প্রকাশের দিনই আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়।
WBBSE Madhyamik Exam
এই বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ থেকে। কিন্তু আগামী বছরের ২০২৪ সালের লোকসভা ভোটের জন্য মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Pariksha) এগিয়ে আনা হয়েছে। ফেব্রুয়ারি মাসের ২ তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলবে দশ দিন ধরে। কিন্তু এই মুহূর্তে এক বড় সমস্যার সৃষ্টি হয়েছে। এই বছর বেশিদিন স্কুল ছুটি ছিল। আবার অক্টোবর নভেম্বর মাসে দূর্গা পুজা উপলক্ষে ২৬ দিন স্কুল বন্ধ ছিল। সেই কারণে সিলেবাস শেষ হয়নি। আবার সামনে আসছে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। সেই কারণে শিক্ষকদের একাংশ মধ্যশিক্ষা পর্ষদের কাছে আবেদন করেছে যে আর এক সপ্তাহ ক্লাস করিয়ে তবে যেন টেস্ট পরীক্ষা নেওয়া হয়। কারণ স্কুল ছুটি থাকার জন্য সিলেবাস শেষ হয়নি।
আরও পড়ুন, শুরু হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া! দেখেনিন সম্পূর্ণ আবেদন পদ্ধতি।
টেস্ট পরীক্ষা শেষ মানেই মাধ্যমিক পরীক্ষার ঘন্টা বেজে গেল। কিন্তু পরীক্ষার সিলেবাস শেষ না হওয়ায় বেশ খানিকটা চাপের মুখে পড়তে হয়েছে রাজ্যের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের। খবর পাওয়া গেছে হয়তো ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই Madhyamik Pariksha পিছিয়ে দিতে পারে মধ্যশিক্ষা পর্ষদ। তবে এই বিষয়ে এখনো কিছু খবর জানায়নি মধ্যশিক্ষা পর্ষদ। তবে শিক্ষকদের একাংশ মনে করছে যে মাধ্যমিকের পরীক্ষা পিছিয়ে দেওয়ার আশার আলো ক্ষীণ। তবে ভোটের কারনে সেই সম্ভাবনা একদম নেই বললেও ভুল হবে না।
এর আগে আমরা দেখেছি কিছু শিক্ষকরা মধ্যশিক্ষা পর্ষদের কাছে আবেদন জানিয়েছিল যে মাধ্যমিকের সিলেবাস শেষ না হওয়ার পুজোর ছুটি কমিয়ে দেওয়ার। কিন্তু সেই আবেদন মঞ্জুর হয়নি। তবে সবকিছু মধ্যেই মাধ্যমিকের পরীক্ষার্থীরা মনে করছেন তারা কঠোর পরিশ্রম করে ভালো রেজাল্ট করবে।
আরও পড়ুন, আর্থিকভাবে দুর্বল পড়ুয়াদের জন্য দারুন ঘোষণা। উপকার হবে কোটি কোটি পড়ুয়ার।
বিশেষ দ্রষ্টব্যঃ
তবে পরীক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশ্যে বলে রাখা ভালো, বাংলার প্রথম সারীর একাধিক সংবাদ মাধ্যমেই কেবল এই খবর জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মাধ্যমিক পরীক্ষার রুটিন বদলের কোনও অফিশিয়াল তথ্য নেই। তাই সঠিক খবর না পয়া পর্যন্ত কেউ বিভ্রান্ত হবেন না আপডেট পেতে EK24 News ফলো করুন।