পাল্টে গেল মাধ্যমিক পরীক্ষা 2023 এর নিয়ম, টেস্টের আগে নতুন নিয়ম জেনে নিন।

আর বেশি দেরি নেই মাধ্যমিক পরীক্ষা 2023 (Madhyamik Exam 2023) এর। আর পুজোর ছুটি কাটতেই মাধ্যমিক টেস্ট পরীক্ষার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে পড়ুয়াদের মধ্যে। স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে ছাত্রছাত্রী, তার অভিভাবকদের ও অনেক প্রশ্ন রয়েছে এই বিষয়ে। আর এর মধ্যেই মাধ্যমিকের নিয়ম সংক্রান্ত নতুন নির্দেশিকা প্রকাশ করলো পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ (WBBSE)।

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষা 2023 এর রুটিন প্রকাশ করে দিয়েছে। সেই রুটিন অনুযায়ী ফেব্রুয়ারির শেষের দিক থেকেই মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। আর এবার টেস্ট পরীক্ষার আগে নতুন নির্দেশিকা। এক নজরে দেখে নিন পর্ষদের নির্দেশিকা।

আগামী ১৭ই নভেম্বর থেকে সমস্ত স্কুলের মাধ্যমিক পরীক্ষার পূর্ববর্তী টেস্ট পরীক্ষা। সাধারণত মাধ্যমিকের টেস্ট পরীক্ষা (Test Exam) সব সময় নিজের স্কুলেই সম্পন্ন হয়। তবে এবার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে নয়া বেশ কিছু নিয়ম জারি করা হয়েছে। যার ফলে পরীক্ষার্থীরা উপর সুবিধা পেতে চলেছে। এখন জেনে নেওয়া যাক, নতুন নিয়মের ফলে কি সুবিধা পাবে পরীক্ষার্থীরা।

মাধ্যমিক পরীক্ষা 2023 তে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীরা এই সুবিধা পাবে। তাছাড়া প্রত্যেকটি স্কুল কর্তৃপক্ষকে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে সার্কুলার পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, এবার থেকে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত পড়ুয়াদের মধ্যে যারা বিশেষ চাহিদাসম্পন্ন (CWSN) তারাও এই সুবিধা পাবে।

মাধ্যমিক পরীক্ষা 2023 এর নিয়মাবলী

পর্ষদের বিজ্ঞপ্তিতে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য মাধ্যমিক পরীক্ষা 2023 তে বিশেষ সুবিধাগুলো কি কি:
পরীক্ষার্থীরা স্কেচ পেন ব্যবহার করতে পারবে।
ম্যাগনিফাইং গ্লাস বা আতস কাঁচ ব্যবহার করতে পারবে। (যাদের চোখের সমস্যা আছে)
সাধারণ পরীক্ষার্থীদের চেয়ে অতিরিক্ত বেশি সময় পাবে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীরা।
Interpreter বা রাইটার ব্যবহার নিতে পারবে।

রাজ্যের SC ST OBC ছেলে মেয়েদের জন্য বিরাট সুবিধা ঘোষণা করলেন মমতা, আর কোনও চিন্তা নেই।

নতুন নিয়ম অনুযায়ী নবম শ্রেণীর ঊর্ধ্বে যেন বেশি পড়াশোনা না করা থাকে সেই রকম রাইটার ব্যবহার করার সুবিধা পাবে পরীক্ষার্থীরা। তবে তার জন্য টাকা দিতে হলে পরীক্ষার্থীকেই দিতে হবে।
বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের প্রশ্নপত্রে ম্যাপ বা ছবি আঁকার বিষয় থাকছে না।
কোনোরকম পরীক্ষার ফি দিতে হবে না।

চেয়ার, টেবিল সহ পরিকাঠামোর ব্যবস্থা পৃথকভাবে করতে হবে।
পরীক্ষার্থীরা অসুস্থ হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
বিজ্ঞপ্তি যেটা জানানো হয়েছে সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয়, তার কারণ এখনও পর্যন্ত মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীরা বসবেন, তাদের তুলনায় সুবিধা নেওয়ার জন্য অনেক কম আবেদন পর্ষদের কাছে পৌঁছেছে। সেই কারণে এগুলি আপডেট করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এবার মাধ্যমিক পরীক্ষা 2023 এর রুটিন জেনে নেওয়া যাক:
১. ২৩ ফেব্রুয়ারি, ২০২৩- বৃহস্পতিবার- প্রথম ভাষা
২. ২৪ ফেব্রুয়ারি, ২০২৩- শুক্রবার- দ্বিতীয় ভাষা
৩. ২৫ ফেব্রুয়ারি, ২০২৩- শনিবার- ভূগোল

৪. ২৭ ফেব্রুয়ারি, ২০২৩- সোমবার- ইতিহাস
৫. ২৮ ফেব্রুয়ারি, ২০২৩- মঙ্গলবার জীবন বিজ্ঞান
৬. ০২ মার্চ, ২০২৩- বৃহস্পতিবার- অংক
৭. ০৩ মার্চ, ২০২৩- শুক্রবার- ভৌত বিজ্ঞান
৮. ০৪ মার্চ, ২০২৩- শনিবার- ঐচ্ছিক বিষয়

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নতুন স্কলারশিপ, পাশ করলেই ১৮০০০ টাকা।

এছাড়া এবারের মাধ্যমিক পরীক্ষা হবে সম্পূর্ণ সিলেবাসের উপরে। আর টেস্ট পরীক্ষা নিজের স্কুলে হলেও, মাধ্যমিক পরীক্ষা 2023 হবে বাইরের পরীক্ষা কেন্দ্রে।
Written by Rajib Ghosh.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment