পশ্চিমবঙ্গে প্রাথমিক টেট বা Primary TET নিয়ে ফের এক নতুন খবর সামনে আসলো। সবে মাত্র এক সপ্তাহ পেরিয়েছে। গত ২২ এপ্রিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) বাতিল করেছে ২০১৬ সালের গোটা নিয়োগ প্যানেল (SSC Recruitment 2016). যার জেরে চাকরি হারিয়ে পথে বসেছেন প্রায় ২৬ হাজার জন। শিক্ষক থেকে শুরু করে গ্রুপ সি ও ডি কর্মীরাও রয়েছেন তালিকায়।
Primary TET 2014 Recruitment Scam Case In Calcutta High Court.
দুর্নীতির অভিযোগে তাদের সকলকে হারাতে হয়েছে চাকরি। তবে এর মধ্যে কিছু যোগ্য কর্মরতরাও রয়েছেন যারা ভুল বোঝাবুঝির শিকার। সে নিয়ে এখন মামলা চলছে সুপ্রিম কোর্টে (Supreme Court Of India). এরই মাঝে নতুন করে আবারো 70000 শিক্ষকের চাকরি নিয়ে আশঙ্কায় রাজ্যের শিক্ষক মহল। ২০১৪ থেকে শুরু করে এযাবৎকাল পর্যন্ত প্রাইমারি টেটে নিয়োগ (Primary TET 2014 Recruitment) হওয়া সমস্ত শিক্ষকদের তথ্য যাচাই করবে এবার হাইকোর্ট।
যার জেরে আবারো কপাল পুড়তে চলেছে শিক্ষকদের। ২০১৪ সালের প্রাইমারি টেট পরীক্ষায় (Primary TET Exam) দুর্নীতির অভিযোগ জানিয়ে হাইকোর্টের কাছে মামলা দায়ের করে বেশ কিছু পরীক্ষার্থী। কেস ওঠে বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে। বিচারপতি মান্থা বলেন, “সিবিআইকে নির্দেশ দেওয়া হলো অভিযুক্তদের ওএমআর শিটের (OMR Sheet) তথ্য যাচাই করার।
যদি সিবিআই তা খুঁজে না বের করতে পারে শেষ পর্যন্ত, তবে ১৪ সালের গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল (Primary TET) করে দেওয়া হবে। এরপর কিছুদিন আগেই পুনরায় এই মামলা নিয়ে শুনানি হয় আদালত কক্ষে। সেই দিন বিচারপতি মান্থার এজলাসে পরীক্ষার্থীদের তথ্য পেশ করে সিবিআই। সেই সঙ্গে তাদের তদন্তে নকল ওয়েবসাইট তৈরি করে নিয়োগ, অকৃতকার্যদের নিয়োগ।
ফেল করা পরীক্ষার্থীদের পাস করিয়ে চাকরিতে নিয়োগ (Primary TET) সহ বিভিন্ন দুর্নীতি ধরা পড়েছে বলে জানায় তারা। এই ঘটনা শোনার পর সকলের চোখ কপালে ওঠার যোগাড় হয়। ঘাবড়ে যায় আদালতও। কারণ 2014 এর টেট পরীক্ষার উপর ভিত্তি করেই ২০১৬, ২০২০, ২০২২ এর নিয়োগ হয়েছে, এমনকি ২০২৪ এরও নিয়োগ হবে। তাই যদি ২০১৪ টেট পরীক্ষায় দুর্নীতি পাওয়া যায় তার জেরে বাতিল হবে এই ৪ দফার সমস্ত নিয়োগ প্রক্রিয়া।
ফলে চাকরি হারাবে কয়েক হাজার প্রাথমিক শিক্ষক (Primary Teachers). সিবিআই এর তদন্তের ওপর ভিত্তি করে পর্ষদকেও তলব করা হয়েছে আদালতের তরফে। কিন্তু পর্ষদ কোন সদুত্তরই দিতে পারেনি এর। এদিকে নিয়োগ দুর্নীতি (Primary TET Scam) সামনে আসার পর উত্তেজিত হয়ে আরো চাকরিপ্রার্থীরা যুক্ত হতে চেয়েছেন সেই মামলার আবেদনকারীদের তালিকায়। তাদের সকলকে সম্মতি দিয়েছে আদালত।
পহেলা মে থেকে ATM Card এর খরচ বাড়ছে। গ্রাহকদের বিভিন্ন চার্জ বেড়ে গেল। জেনে নিন
আট সপ্তাহ পর ফেলা হয়েছে চলতি মামলার শুনানির দিন। তার আগে সমস্ত পক্ষকে আদালতের কাছে হলফনামা জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। এবারে এই Primary TET বা প্রাথমিক টেট নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে সেই দিকে নজর সকলের। আর এই বিপুল পরিমাণ শিক্ষকদের চাকরি বাতিল হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থার কি হাল হবে সেই নিয়ে চিন্তায় সকলে।
Written by Nabadip Saha.
বাড়ি বানানোর জন্য 30 লাখ টাকা পাবেন। শুধু CLSS স্কিমে আবেদন করুন।