WB Teacher Recruitment 2022 – রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে দারুন সুখবর দিলেন শিক্ষামন্ত্রী, কবে থেকে নিয়োগ শুরু?

WB Teacher Recruitment 2022 – বাংলার হবু শিক্ষকদের জন্য বিধানসভায় বিশেষ সুখবর বার্তা শিক্ষামন্ত্রীর, এবার সব শূন্যপদেই নিয়োগ হবে খুব তাড়াতাড়িই…

 ‘রাজ্যে শিক্ষক নিয়োগ (WB Teacher Recruitment 2022) নিয়ে স্বস্তির খবর শোনালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।’ আজ বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বললেন শিক্ষামন্ত্রী বলেন, “দ্রুতই শিক্ষক নিয়োগ হবে। তবে এখন নিয়োগ নিয়ে কিছু সমস্যা চলছে। সেই সমস্যার দ্রুত সমাধান হবে। দ্রুত নিয়োগ হবে।”

শিক্ষামন্ত্রীর বয়ান: “মুখ্যমন্ত্রীর নির্দেশ, যাতে সব পদে নিয়োগ হয়। সেভাবেই আমরা নিয়োগ (WB Teacher Recruitment 2022) প্রক্রিয়া যাতে দ্রুত হয় সেভাবেই এগোচ্ছি।” বিরাট ঘোষণা ব্রাত্য বসুর।

শিক্ষামন্ত্রী আরও বলেন, “আগামীদিনে কোনও শূন্য পদ থাকবে না। মুখ্যমন্ত্রী বলেছেন যাতে সব পদে নিয়োগ হয়। সেভাবেই আমরা এগোচ্ছি। কী ভাবে কবে সেটা এখনই সুনির্দিষ্ট বলা সম্ভব নয়। তবে আমরা নিয়োগ করব।”

প্রসঙ্গত, বর্তমানে বারবারের রাজ্যের বিভিন্ন প্রান্তে ও মহানগরীর রাজপথে হামেশাই বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিপ্রার্থীরা। টেট উত্তীর্ণরা নিয়োগের দাবিতে বহুদিন ধরেই ধরনা, অনশন মঞ্চ গড়ে বিক্ষোভ দেখাচ্ছেন। কখনো বিকাশ ভবনের সামনে একের পর এক বিক্ষোভ, কখনও হাজরা রোড, কখনো কালীঘাট অভিযানে উত্তপ্ত হয়েছে মহানগরী।

এদিকে নিয়োগের (WB Teacher Recruitment 2022) দাবিতে পারদ চড়ছে রাজ্যের সমস্ত জেলাগুলিতেও। চাকরিপ্রার্থীদের বিক্ষোভ মিছিলে চলেছে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ঘটেছে গ্রেফতারির ঘটনা। প্রবল বাধার মুখে পড়েছেন চাকরিপ্রার্থীরা।

পুলিশের লাঠি চার্জ ও ধস্তাধস্তি যে তাঁদের অসুস্থ হয়ে পড়ার মতো ঘটনা ঘটেছে গত সপ্তাহেই। মনে করা হচ্ছে, শিক্ষামন্ত্রীর এহেন আশ্বাস (WB Teacher Recruitment 2022) চাকরিপ্রার্থীদের জন্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ।

তবে বিরোধীরা এ আশ্বাস মানতে নারাজ। তাদের মতে, গত বিধানসভা অধিবেশনেও শিক্ষামন্ত্রী বলেছিলেন, দু’মাসের মধ্যেই নিয়োগ হবে। কিন্তু আদৌ তা বাস্তবায়িত হয়নি। সেই বিষয়টি মনে করিয়ে বিরোধীরা বলছেন, এ সবই লোক দেখানো গিমিক।

ব্রাত্য বসু প্রশ্নোত্তর পর্বে জানিয়েছিলেন, দুমাসের মধ্যে নিয়োগ (WB Teacher Recruitment 2022) হবে। নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে। কিন্তু রাজ্য নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে না, মত বিরোধী দল গুলির।

আরও পড়ুন, রাজ্য জুড়ে ১৫০০ পার্শ্ব শিক্ষক নিয়োগ, এখুনি আবেদন করুন

সূত্রের খবর, এখনও পর্যন্ত কমপক্ষে পাঁচ হাজার চাকরি প্রার্থীর মামলা মহামান্য আদালতের বিচারাধীন। রয়েছে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ। হাইকোর্টের সাম্প্রতিক রায় অনুসারে, দ্রুত চাকরিপ্রার্থীদের অভিযোগের নিষ্পত্তি করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সরকার কে।

এখন শিক্ষামন্ত্রীর এই আশ্বাস বাস্তবায়িত হয় সরকারের তরফে, তাহলে নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি অনেকটাই ইতিবাচক বলে আশা করা যেতে পারে। এই ব্যাপারে আপনাদের সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের অবশ্যই জানান।

বাড়িতে বসে বাংলা আর্টিকেল লিখে, মাসে ৩০০০০ টাকা ইনকাম করুন।

ইন্টারভিউ ছাড়াই SBI তে চাকরির সুবর্ণ সুযোগ। হাতছাড়া করলে পস্তাবেন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment