পশ্চিমবঙ্গের পড়ুয়া ছাত্র ছাত্রীদের জন্য SVMCM Scholarship বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে বড় সুখবর। যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে (SVMCM Scholarship) আবেদন করেছিলেন তাদের ব্যাংক একাউন্টে SVMCM তথা মেরিট কাম মিনস স্কলারশিপের টাকা দেওয়া শুরু হয়েছে। সরকার আগেই ঘোষণা করেছিল যে নতুন বছরের শুরুতেই প্রত্যেক ছাত্রছাত্রীর একাউন্টে এই টাকা দিয়ে দেওয়া হবে। সেই কথাই রাখলো তারা। তবে একটি বিষয় মাথায় রাখা দরকার, মাত্র কিছুজনের কাছেই টাকা পাঠানো হয়েছে এই মুহূর্তে।
SVMCM Scholarship 2024 Payment Date.
অনেকের মোবাইলে টাকা ঢোকার মেসেজ আসার পর থেকেই যাদের মেসেজ আসেনি বা একাউন্টে টাকা ঢোকেনি, তারা চিন্তিত হয়ে পড়েছেন। তাদের অনেকেই মনে করছেন, তাদের আবেদন বাতিল (Swami Vivekananda Scholarship Status Check) হয়েছে কিনা। যাদের টাকা ঢোকেনি তাদের কি হতে পারে, এবং নতুন করে যারা আবেদন করবেন, তারা কি করবেন, বিস্তারিত জেনে নিন।
তাই কোন ছাত্র ছাত্রী যদি এখনই একাউন্টে টাকা না পেয়ে থাকেন তবে চিন্তা করবেন না। সরকার বিশেষ কয়েকটি নিয়মের ভিত্তিতে এই টাকা দেয় ছাত্র ছাত্রীদের একাউন্টে। তাই সিরিয়াল অনুযায়ী যার নাম আগে থাকবে সেই তাড়াতাড়ি টাকা পাবে। তাই চিন্তিত না হয়ে এই স্কলারশিপে কিভাবে আবেদন গ্রহণ, নিরক্ষন, পেমেন্ট ও সমস্ত নিয়ম ও SVMCM Scholarship এর টাকা পাওয়ার জন্য কি করণীয়, সকল তথ্য জেনে নিন।
SVMCM Scholarship সম্পর্কে জানুন
কেন্দ্রীয় সরকারের মেরিট কাম মিন্স (Merit cum Means Scholarship) নামক স্কলারশিপটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার SVMCM Scholarship নামে চালু করেছে। রাজ্যের সকল মেধাবী পড়ুয়ারা যারা পয়সার অভাবে উচ্চশিক্ষা সম্পূর্ণ করতে পারেন না তাদেরকে আর্থিকভাবে সহায়তা করে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। স্কুল বা কলেজে পড়াকালীন বা কোন প্রশিক্ষণ নেওয়া কালীন ছাত্র ছাত্রীরা। এই টাকার মাধ্যমে তাদের ইনস্টিটিউশনে ভর্তি, টিউশন ফি, বই পত্রের খরচ ও আনুষঙ্গিক অন্যান্য খরচ গুলি চালিয়ে নিতে পারেন।
SVMCM Scholarship Amount
- উচ্চ মাধ্যমিক স্তরে এই স্কলারশিপ এর মাধ্যমে প্রতি মাসে ১০০০ টাকা করে প্রদান করে সরকার।
- স্নাতক পড়ুয়াদের দেওয়া হয় প্রতিমাসে ১৫০০ করে টাকা।
- আর স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের দেওয়া হয় মাসে ২৫০০ টাকা।
- SVMCM Scholarship এর টাকার পরিমাণ সময়ে সময়ে পরিবর্তন করা হয়।
SVMCM Scholarship এ টাকা দেওয়ার নিয়ম
অনেক ছাত্র ছাত্রীর ধারণা, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে (SVMCM Scholarship 2024) হয়তো নামের অক্ষর অনুযায়ী লিস্ট তৈরি করা হয়, আবার অনেকে মনে করেন পরীক্ষার নাম্বার এর উপর ভিত্তি করে লিস্ট তৈরি হয়, অনেকের মুখে আবার এও শোনা গেছে, যে স্কুল ও কলেজ ভালো তার ছাত্র ছাত্রীদের একাউন্টে আগে নাকি টাকা ঢোকে। কিন্তু আমরা বলে রাখি আপনাদের, এই সব ধারণাই ভুল। আসলে এই স্কলারশিপকে আগে টাকা পাবে তা সম্পূর্ণটাই নির্ভর করে আবেদন ওপর। তবে যাদের আবেদন আগে জমা পড়ে তারা আগে টাকা পেয়েছেন, তবে এরও কোনও নিসচয়াতা কেউ দিতে পারে না।
সরকার লিস্ট প্রস্তুত করে ভেরিফিকেশন এর উপর ভিত্তি করে। আবেদনপত্র গুলি স্কুল বা কলেজ থেকে সরাসরি জেলাস্তরে এবং সেখান থেকে শিক্ষা দপ্তরের (WB Education Department) কাছে অনুমোদন পায়। তারপরেই টাকা দেওয়া শুরু হয় অর্থাৎ যে ছাত্র বা ছাত্রীর আবেদন পত্র এবং ডকুমেন্টস ভেরিফিকেশন আগে সম্পন্ন করা হয়েছে তার নামই লিস্টে সবার প্রথমে থাকবে এবং এইভাবে যাদের নাম প্রথমে থাকবে তারাই একাউন্টে আগে টাকা পাবে।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিভাবে স্ট্যাটাস চেক করবেন?
১) স্বামী বিবেকানন্দ স্কলারশিপের স্ট্যাটাস চেক করার প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইট এর হোম পেজে যেতে হবে।
২) এরপর Applicant Login অপশনে ক্লিক করতে হবে।
৩) এরপর Applicant id এবং Password লিখে লগইন করতে হবে।
৪) লগইন করার পর আপনার আবেদন সংক্রান্ত তথ্য এবং স্ট্যাটাস চলে আসবে।
৫) Track Application অপশনে ক্লিক করলে আবেদনের সমস্ত স্ট্যাটাস দেখতে পাবেন।
যোগ্যশ্রী প্রকল্পে আবেদন শুরু হল। 10 হাজার টাকা পেতে যোগ্যশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করবেন?
যারা টাকা পাননি তারা কবে পাবেন?
স্বামী বিবেকানন্দ স্কলারশিপে (Swami Vivekananda Scholarship) টাকা পাওয়া নিয়ে এখনো পর্যন্ত সঠিক করে কারা কবে টাকা পাবে সেই সম্পর্কে কিছু জানানো হয়নি পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) তরফে। তবে যারা আগে আবেদন করেছেন, এবং সমস্ত নিয়ম কানুন মেনেই করেছেন, তাদের টাকা ঢোকা শুরু হয়েছে। যারা পরে আবেদন করেছেন, বা পরে আপডেট করেছেন তাদের টাকা পেতে দেরি হবে। যারা টাকা পাননি তারা যদি সকল ধরণের নিয়ম সঠিক ভাবে পালন করে থাকেন তবে চিন্তার কারন নেই, আবেদন প্রসেস হলে সকলে সময় মত টাকা পেয়ে যাবেন নিজেদের ব্যাংক একাউন্টে।
নতুন আবেদন কবে শুরু?
অপরদিকে যারা নতুন আবেদন করবেন বলে অপেক্ষা করছেন, তারা খুব শীঘ্রই আবেদন করতে পারবেন। আর মাধ্যমিক পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষা ও রেজাল্টের পর নতুন করে আবেদন করতে পারবেন। এই সম্পর্কে আরও তথ্য জানার জন্য আমাদের সঙ্গে থাকুন, EK24 News ফলো করুন।
Written by Nabadip Saha.
স্কুলে স্কুলে মিড ডে মিলে শুরু হল ব্রেকফাস্ট প্রকল্প। পড়ুয়াদের সুখবর।