নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য সুখবর, অবশেষে স্কুলের সময় (School Timing) কমানো হলো, এবং তার সাথে একদিন পর একদিন ও ক্লাস করার ঘোষণা হল। আজ রবিবার ছুটির দিনেও জরুরী ভিত্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করলো পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ। কি কি আছে বিজ্ঞপ্তিতে, কি কি নিয়ম পরিবর্তন হলো রইলো বিস্তারিত বিবরণ।
গতকালই আমাদের প্রতিবেদনে জানানো হয়েছিল পর্ষদ খুব শীঘ্রই স্কুলের সময় কমাতে (School Timing) চলেছে। আর যেহেতু কাল স্কুল রয়েছে তাই আজই বিজ্ঞপ্তি প্রকাশিত হলো আর এই নতুন নিয়ম আগামীকাল থেকেই চালু হবে।
আজ পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা সোম, বুধ ও শুক্রবার স্কুলে আসবে। এবং নবম ও একাদশ শ্রেণীর পড়ুয়ারা মঙ্গল, বৃহস্পতিবার স্কুলে আসবে। অতিমারী আবহে শারীরিক দুরত্ব বজায় রাখার জন্যই এই নির্দেশিকা। (School Timing)
এছাড়াও আগের যে স্কুলের সময় নির্ধারণ হয়েছিল, সেটার ও পরিবর্তন হলো। এদিন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী অর্থাৎ সকল শ্রেণীর পড়ুয়ারা সকাল ১০ টা ৫০ এর মধ্যে স্কুলে আসবে। ক্লাস হবে বিকাল ৪.৩০ পর্যন্ত। অর্থাৎ আগের সময় মতই। শীতকালীন সময় অনুসারে পার্বত্য অঞ্চল যেমন দার্জিলিং, কালিম্পং জেলার পড়ুয়ারা সকাল ৯.৩০ টায় স্কুলে আসবে এবং ক্লাস হবে বিকাল ৩ টে পর্যন্ত। অর্থাৎ দীর্ঘক্ষণ ধরে স্কুলে থাকা লাগবে না।
এছাড়াও, প্রতি শনিবার কোনও ক্লাস হবে না, পড়ুয়া, অবিভাবকদের ফিডব্যাক এবং বিভিন্ন পর্যালোচনার জন্য স্কুল খোলা থাকবে। সুতরাং কার্যত শিক্ষক ও পড়ুয়াদের দাবী মেনে নিলো রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। অন্যদিকে টেস্ট পরীক্ষা নিয়ে ও আপডেট আসছে, সঙ্গে থাকুন।
আরও পড়ুন, আগামীকাল থেকে স্কুলে মানতেই হবে এইসব নিয়ম