WB School Teacher Transfer – শিক্ষক বদলী নিয়ে নয়া নীতি জারি করলো শিক্ষা দপ্তর।

WB School Teacher Transfer – করোনা আবহে শিক্ষা বিষয়ে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য শিক্ষা দফতর।

WB School Teacher Transfer – শিক্ষক-শিক্ষিকা বদলি নিয়ে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য স্কুল শিক্ষা দফতর।তবে এক্ষেত্রে বিশেষ কিছু শর্ত আরোপ করেছে রাজ্য। সেই শর্ত গুলি হলো : ২০০ থেকে ৫০০ কিলোমিটারের মধ্যে বাড়ি থেকে স্কুলের দূরত্ব হলে নির্দিষ্ট শিক্ষক বা শিক্ষিকা বদলির ক্ষেত্রে ৩ নম্বরে থাকবেন। ৫০০ কিলোমিটারের বেশি দূরে কর্মরত হলে তিনি থাকবেন ৫ নম্বর।

চল্লিশ বছর বয়স পর্যন্ত শিক্ষক-শিক্ষিকারা বদলির আবেদনে ১ নম্বর পাবেন। ৪১ থেকে ৫০ বছর বয়সীরা পাবেন ২ নম্বর। ৫১ বছর বয়সের বেশি হলে বরাদ্দ ৩ নম্বর। সংশোধিত নতুন নির্দেশিকা অনুযায়ী ‘সিঙ্গেল টিচার’রা বদলির আবেদন করলে প্রধান শিক্ষক বা পরিচালন সমিতি কোনো রকম ভাবে আটকানোর ক্ষমতা রাখবেন না। WB School Teacher Transfer

উৎসশ্রী প্রকল্পে অনুযায়ী ১ আগস্ট থেকে রাজ্যের স্কুল শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ এনওসি দিচ্ছে না বলে অভিযোগ দায়ের করা হয়েছে। স্কুলগুলির বক্তব্য, নির্দিষ্ট বিষয়ে একজন শিক্ষককে (সিঙ্গেল টিচার) ছেড়ে দিলে ওই বিষয়ে পড়াবে কে? স্কুলশিক্ষা দপ্তর জানিয়েছে, বিষয়টি দেখবেন নির্দিষ্ট জেলার স্কুল পরিদর্শক (DI)। মেডিক্যাল গ্রাউন্ড (MedicalGround)-এর ক্ষেত্রে আবেদন করলে রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন আবশ্যক। নির্দেশিকায় জানানো হয়েছে শিক্ষক-শিক্ষিকার নিজের বা তাঁর সন্তানের বা তাঁর স্বামী বা স্ত্রীর হৃদরোগ, কিডনি বিকল, থ্যালাসেমিয়া, অঙ্গ প্রতিস্থাপন বা স্ত্রী রোগের মতো গুরুতর সমস্যার ক্ষেত্রে বদলিতে বিশেষভাবে সুবিধা পাবেন। WB School Teacher Transfer

নয়া নির্দেশিকা অনুযায়ী, বদলির ক্ষেত্রে ৫ বছর কর্মরত থাকা আবশ্যক। তবে শারীরিক প্রতিবন্ধকতা ৪০% কে বাড়িয়ে ৬০% করা হয়েছে। অর্থাৎ, আগে ৪০% প্রতিবন্ধকতা থাকলে যে সুবিধা গুলি পাওয়া যেত তা এখন ৬০% থাকতে হবে. WB School Teacher Transfer

যদিও শিক্ষক বদলীর এই অর্ডার নিয়ে একাধিক শিক্ষক মনে করছেন, “প্রত্যেক শিক্ষক বা শিক্ষিকা নিজের জেলায় সুযোগ পাবেন বলে ঘোষণা করেছিল সরকার। সেই ঘোষণার প্রতিফলন সংশোধিত নির্দেশিকায় আমরা পেলাম না। এটা খুব দুর্ভাগ্যজনক। WB School Teacher Transfer

আরও পড়ুন, পুরাতন নোট কয়েনের বাম্পার সেল, ঘরে বসে লাখপতি হওয়ার সুযোগ, কিভাবে বেচবেন দেখুন

নির্দেশিকা অনুসারে, বদলির আবেদনের ৭দিনের মধ্যে স্কুল শিক্ষা দফতর কে পদক্ষেপ নিতে হবে। WB School Teacher Transfer
বদলির জন্য ৫ বছর কর্মরত থাকা অনিবার্য।ডিআইরা অন্য স্কুল থেকে অস্থায়ী ভিত্তিতে শিক্ষক নিয়োগ করতে পারবেন। কমিশনার অফ স্কুল এডুকেশন( commisioner of School Education)- কে এক্ষেত্রে রিপোর্ট করবেন ডিআই। জুনিয়র হাইস্কুলের কম শিক্ষক থাকলেও শিক্ষকরা বদলির আবেদন করতে পারবেন। বলাবাহুল্য, সিঙ্গেল টিচার অথবা জুনিয়র হাইস্কুলের শিক্ষকদের বদলির দায়িত্ব ডিআইদের নিতে হবে। আবেদনকারীর ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দেওয়া যাবে না।

আরও পড়ুন, প্রাথমিক থেকে মাধ্যমিক, এবার সবাইকে অনলাইন ক্লাস করার নির্দেশ

এদিকে বঙ্গীয় শিক্ষক শিক্ষাকর্মী সমিতির সহ সাধারন সম্পাদক স্বপন মন্ডল বলেন, বহুদিন ধরে আমরা এই দাবী জানিয়ে ইয়ে আসছি। সরকারের এই সিদ্ধান্তের ফলে বহু শিক্ষকের উপকার হবে, তবে আরো কিছু বিষয় রয়েছে যেগুলোর সমাধান ও দ্রুত করা দরকার। ভিডিও দেখুন

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment