WB School Reopen – সুখবর, ফুল পেন দিয়ে স্কুলে স্বাগত জানানো হবে রাজ্যের পড়ুয়াদের

WB School Reopen, দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর অবশেষে প্রায় কুড়ি মাস পর খুলতে চলেছে রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান। ২০২০ এর ২১ মার্চ অতিমারী আবহে বন্ধ হয় শিক্ষা প্রতিষ্ঠান। সংক্রমণের দুটি ঢেউ পেরিয়ে মঙ্গলবার থেকে পুরোদমে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। প্রাথমিক ভাবে নবম থেকে দ্বাদশের ক্লাস শুরু হলেও, ধাপে ধাপে সমস্ত ক্লাস খোলা হবে, গতকাল কলেজ স্ট্রিটের এক অনুষ্ঠানে বক্তব্য রাখার জময়ে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

 অন্যদিকে শিক্ষাদপ্তর সূত্রে জানা জাছে, এতদিন পর স্কুল খুলছে ( WB School Reopen ), তাই সেদিন অর্থাৎ ১৬ নভেম্বরকে স্মরণ রাখতে স্কুল গেটে পড়ুয়াদের ফুল পেন দিয়ে স্বাগত জানাবে রাজ্য। এই উদ্যোগ সংক্রান্ত নির্দেশ শুক্রবার পৌঁছে গিয়েছে শিক্ষা দফতরে। তারপর থেকেই তোরজোড় শুরু হয়েছে পেন এবং ফুল কেনার।

জানা গিয়েছে, আনুষ্ঠানিক স্কুল খোলার ( WB School Reopen ) ঘোষণার পর থেকেই সাফাই অভিযান চলেছে স্কুল চত্বর এবং ক্লাসরুমে। তারপরেও বিধি মেনে একাধিক নির্দেশ পাঠিয়েছে শিক্ষা দফতর।

শিক্ষাদপ্তরের নির্দেশিকা (School Reopen WB Guidelines):

1) অন্তত ত্রিশ মিনিট আগে স্কুলে আসতে হবে।
2) স্কুলে ঢোকার সময় পড়ুয়াদের মধ্যে ৪-৫ ফুটের ব্যবধান রাখতে হবে
3) স্কুলগেটের বিশেষ নিরাপত্তাকর্মী সেই কাজ তদারকি করবে
4) এবং পড়ুয়ারা মাস্ক পরছে কিনা সেটাও নিশ্চিত করা।
5) স্কুলগেটে থাকবে থার্মাল গান এবং স্যানিটাইজার স্প্রে
6) ক্লাসরুমে দুই পড়ুয়ার মধ্যে তিন ফুটের ব্যবধান রাখতে হবে সেই ভাবেই বসাতে হবে বেঞ্চ

আরও পড়ুন, প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস কবে খুলবে, জানালেন শিক্ষামন্ত্রী

অন্যদিকে স্কুল খোলা নিয়ে কলকাতা হাইকোর্টে যে মামলা হয়, সেই মামলার রাজ্যে রাজ্যের সিদ্ধান্তকেই বহাল রাখে হাইকোর্ট। এবং তারপরই, দুদিন আগেই স্কুল খোলা নিয়ে অভিভাবকদের আশ্বাস দিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, স্কুলে আসা নিয়ে কোনও রকম জোরাজুরি করা হবে না। পড়ুয়াদের স্কুলে যাওয়া বাধ্যতামূলক নয়। বাবা মা চাইলে তবেই পড়ুয়াদের স্কুলে পাঠাবেন। এদিকে স্কুলে আসা বাধ্যতামূলক না হওয়ায় সমস্ত পড়ুয়ারা স্কুলে আসবে কিনা সেই ব্যাপারেও আশঙ্কা করেছেন অনেকেই। আপনার কি মনে হয়, নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment