WB School – স্কুল খোলার পর আরেকবার বদল হলো ক্লাস এবং পরীক্ষার রুটিন

গত ১৬ নভেম্বর স্কুল (WB School) আংশিক চালু করার পর পরই একাধিক বার ক্লাসের নিয়ম ও রুটিন পরিবর্তন হয়েছে। আর তার এক মাসের মধ্যেই ক্লাসে হাজিরার ব্যবস্থা দ্বিতীয় বার বদলে ফেলার দাবি উঠল।

১৬ নভেম্বরে ক্লাস শুরু হওয়ার সময়, শুরুতে নবম থেকে দ্বাদশ, চার শ্রেণির সকলকে প্রতিদিন উপস্থিত হতে বলা হয়েছিল। কিন্তু হাজিরার অবস্থা দেখে দিন তিনেকের মধ্যেই স্কুল (WB School) শুরুর সময় থেকে হাজিরার ব্যবস্থা বদলে ফেলতে হয়েছিল। এ বার শিক্ষক শিবিরের বড় অংশ দাবি তুলেছেন, পাঠ্যক্রম শেষ করার জন্য নবম ও একাদশ শ্রেণির পড়ুয়াদের সপ্তাহে অন্তত তিন দিন স্কুলে আসার অনুমতি দেওয়া হোক। কারণ, ইতিমধ্যেই বিভিন্ন স্কুল  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট শুরু গেছে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সাজেশন পেতে ক্লিক করুন

বেশ কিছু স্কুলের (WB School) বক্তব্য, দশম ও দ্বাদশের টেস্টের সঙ্গে নবম ও একাদশ শ্রেণির ক্লাস করার মতো পরিকাঠামো অনেক ক্ষেত্রেই নেই। তাই টেস্টের সময় অফলাইনে নবম ও একাদশের শ্রেণির ক্লাস বন্ধ করতে হবে। তার বদলে ওই দুই শ্রেণির
ছাত্রছাত্রীদের তিন দিন ক্লাস করতে দিলে তাদের পড়াশোনা কিছুটা এগোতে পারবে।

যদিও রাজ্যের শিক্ষা দফতরের নির্দেশ অনুযায়ী এখন সপ্তাহে সোম, বুধ ও শুক্রবার দশম ও দ্বাদশের ছাত্রছাত্রীরা স্কুলে (WB School) আসার কথা। নবম ও একাদশের পড়ুয়াদের আসার কথা মঙ্গল ও বৃহস্পতিবার। সেক্ষেত্রে যদি শনিবারও ক্লাস করা যায় তাতে সিলেবাস কিছুটা এগোবে।

আবার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের একাংশের দাবি, সূচি উল্টে দশম ও দ্বাদশের পড়ুয়াদের সপ্তাহে দু’দিন এবং নবম ও একাদশের পড়ুয়াদের সপ্তাহে তিন দিন স্কুলে (WB School) আসার অনুমতি দেওয়া হোক।

অন্যদিকে বিভিন্ন স্কুল ১০০ মার্কের টেস্ট পরীক্ষা নেওয়ায় পর্ষদ ঘোষণা করে নিয়ম না মেনে টেস্ট পরীক্ষা নিলে পুনরায় টেস্ট পরীক্ষা হবে। তার পর একাধিক স্কুলেও (WB School)  আবার নতুন প্রশ্নপত্র করার জন্য টেস্ট এর রুটিন পরিবর্তন করেছে। অন্যদিকে পূর্ণমানের পরীক্ষা নেওয়ায় অনেক স্কুলের পড়ুয়ারাও প্রতিবাদ জানিয়েছে।

সুখবর, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের দাবী মেনে নিলো সংসদ, বিজ্ঞপ্তি প্রকাশ, ক্লিক করুন

এদিকে কিছু স্কুল অবশ্য ইতিমধ্যে নিজেদের উদ্যোগেই নবম ও একাদশকে সপ্তাহে তিনদিন স্কুলে আনার সিদ্ধান্ত নিয়েছে। তবে সেটা যেহেতু শিক্ষা দফতরের নির্দেশকে উপেক্ষা করেই করা হচ্ছে, তাই সেই সব স্কুল প্রকাশ্যে কিছু বলতে চাইছে না। শিক্ষকদের দাবী, শিক্ষা দফতর বিজ্ঞপ্তি জারি করে যদি নবম ও একাদশের ছাত্রছাত্রীদের সপ্তাহে অন্তত তিন দিন স্কুলে (WB School) আসার অনুমতি দেয়, তা হলে পড়ুয়াদের সুবিধাই হবে।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment